হাস্যকর মজার গল্প | মজার জোকস | মজার ছোট গল্প

 মজার ফেসবুক স্ট্যাটাস

মজার ফেসবুক স্ট্যাটাস

আবুল : কেমন আছেন ভাই ?

বল্টু : BBA

আবুল : বুঝলাম না !

বল্টু : Boroi Bipode Achi (বড়ই বিপদে

আছি)

আবুল : কেন ভাই, কি হয়েছে ?

বল্টু : SSC

আবুল : SSC পরীক্ষা দিবেন ?

বল্টু : না,

Shala Sarakkhon Chillay (শালা

সারাক্ষন চিল্লায়)

আবুল : আপনি তো বিয়েই করেন নাই,

শালা পেলেন

কই ?

বল্টু : BBS

আবুল : মানে কি ?

বল্টু : Boro Boner Shami (বড় বোনের

স্বামী)

আবুল : উনি চিল্লায় কেন ?

বল্টু : কারন আমি PHD

আবুল : এ কেমন কথা ? ডিগ্রীর কি

কোন দাম নাই ?

বল্টু : PHD মানে Pothe Hati Dinrat(পথে

হাঁটি

দিনরাত)

আবুল : ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন ?

বল্টু : BBC

আবুল : BBC তে জয়েন করবেন ?

বল্টু : Bhabtechi Bidesh Colejabo

(ভাবতেছি বিদেশ

চলে যাবো)

আবুল: বেহুশ

অতপর আবুল কে MPDH করা হয়।

😂😂😂🤣🤣🤣


MPDHমানে বলতে পারলে পুরষ্কার!🙂

Mathai pani deua hoi( মাথায় পানি দেওয়া হয়)

মজার পোস্ট

বল্টু রাস্তা দিয়ে হাঁটছিলো 🚶


এমন সময় মফিজ🙋 তাকে জিজ্ঞেস করলোঃ

বল্টু, 😊 তুই কি আমার বউকে দেখেছিস ?? 🤔


বল্টু বললঃ হুম, দেখেছিলাম তো গোসল করার সময়!! 😊


এই কথা শুনে মফিজ বল্টুকে ইচ্ছামত কেলিয়ে গেলো!!🥴

.

.

মার খাওয়ার পর 🥵

.

.

বল্টু আফসোস করে 😥 বলতে লাগলোঃ

দুনিয়াতে অহন 

আর ভালা মানুষের দাম নাই!! 😒


ঐ মফিজরে এহন কেডা বুঝাইবো যে,🤦


গোসল তো করতাছিলাম আমি, 🥶

আর ওর বউ রাস্তা দিয়া হাঁইটা যাইতাছিলো!!🚶🏻‍♀🙂

মজার ক্যাপশন

____কিরে দোস্ত কই তুই ,,

_____আপাতত ধানের বেড়ে ,, বাইর হইলেই যমের ঘরে,,

___কেন কি হইছে????

____আসলে আমাদের একটা মুরগি বেশ কিছুদিন যাবত কুইচা হইছে,, তাই আম্মা বললো একটু নদীর পানিতে চুবাইয়া আনতে 

_____চুবাইলে কি হইবো 🤔

_____এতে নাকি তাড়াতাড়ি কুইচা ছাইড়া ডিম পারবো🙂

____তো এখন কি ছাড়ছে 🙄

____হুমম ছাড়ছে তয় কুইচা না দুনিয়া😒

____মানে ??

____মানে,

 আমি মুরগি টা নিয়া নদীতে চুবাইয়া ধরার পর দেখলাম নৌকা বাইস গেতাছে, তো আমি ঐগুলা দেখতে গিয়া মুরগির কথা ভুইলা গেছিলাম😐  

_____কস কি! তারপর,,

_____তারপর যখন মুরগির কথা মনে হইলো তখন তাকাইয়া দেখি মুরগিটা আর নাইরে চুমকি☹️,,

আম্মা___তর বাইর হইতে হইবো না আমিই

আইতেছি,,

____ আম্মা আপনি😦,,

আম্মা___হ আমি ,আর চুমকিরে দিয়া ফোনটা আমিই করাইছি

এইজন্যেই কাউরে বিশ্বাস করতে নাই 🙂🙂🙂

কুইচা মুরগি

লেখায়_ রেখা

মজার গল্প

মন্টু আর তার gf ফোনে কথা বলছে...!🥹🫰


gf: বাবু কি করো..!😊


মন্টু: এই তো পড়ি..!🥹


Gf: আর কি করে আমার বাবুটা..!😘


মন্টু: আর লাল কলম দিয়ে পড়াগুলা দাগাই!!🤗


Gf: ধুর ম'রা! আচ্ছা ধরো, এখন যদি তোমার কাছে আমি থাকতাম তাহলে কি করতে..!☺️


মন্টু: তোমাকেও একসেট বই দিতাম, তারপর দুজনে একসাথে গ্রুপ স্টাডি করতাম..!😒


Gf: উফঃ আমি কি তোমার মতো আঁতেল যে বফের বাসায় গিয়েও পড়াশুনা করবো..!🫤


মন্টু: ও পড়বে না, !তাহলে তোমাকে নাস্তা খেতে দিয়ে আমি বারান্দায় গিয়ে একা একাই পড়তাম..!🙂🙂


Gf: ওরে ***বাচ্চা...ধরো, তোমার কাছে বই-খাতা কিচ্ছু নাই;একটা রুমে শুধু তুমি আর আমি!! তখন কি করতে..!😤😤


মন্টু: তখন তোমাকে রুম পাহারায় রেখে বন্ধুর বাড়িতে গিয়ে বই ধার করে আনতাম...!🥲🥲


Gf: যাও... Break-up..!😾😾

মজার ছোট গল্প

“রাজা তার আবহাওয়া বিভাগের প্রধানকে ডেকে জিজ্ঞাস করলেন-


: আমি মৎস শিকারে যেতে চাই , আজকের আবহাওয়া কেমন থাকবে বলে জানা গেছে ? 


সে বল্লো -

: আজকে অতীব সুন্দর, রৌদ্রোজ্জ্বল এবং চমৎকার আবহাওয়া থাকবে জাহাপনা ! আপনি নিঃশংক চিত্তে যেতে পারেন । 


রাজা বের হলেন । রাজা যখন সাগর পাড়ে গেলেন , সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিলো , সে বললো-


: মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন ? একটু পরেই তাে ঝুম বৃষ্টি হবে ! 


রাজা রেগে বল্লেন -

: বেটা জেলের বাচ্চা ! তুই কি জানিস আবহাওয়ার খবর ? আর আমাকে কি মূর্খ পেয়েছিস! আমি খবর জেনে তবেই এসেছি । 


রাজা সাগরে গেলেন , কিছুক্ষণ পর শুরু হলাে ঝুম বৃষ্টি ! রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করলেন, তারপর ঐ জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! জেলে তো পড়লাে মহা বিপদে! সে তাে আবহাওয়ার কিছুই জানে না! রাজ দরবারে গিয়ে জেলে কেঁদে বল্লো-


 : মহারাজ আমাকে যেতে দিন! আমি আসলে আবহাওয়ার কিছুই জানি না। 


রাজা বল্লো -

: তাহলে ঐ দিন আমার আবহাওয়া বিভাগে চেয়েও সঠিক খবর তুই কি করে দিলি ! 


জেলে উত্তর দিল , 

: মহারাজ সেখানে আমার কোন কৃতিত্ব ছিল না ! সব কৃতিত্ব আমার ছাগলের ! বৃষ্টি আসার আধাঘন্টা আগে থেকে ছাগলটা ঘনঘন মুতে ! এর থেকে আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে ! 


তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন ! সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়ােগ দেওয়ার রীতি চালু হয়।”