স্বামীকে খুশি করার কিছু টিপস | স্বামী স্ত্রী ভালোবাসার পিক

 স্বামী স্ত্রী ভালোবাসা

স্বামী স্ত্রী ভালোবাসা

স্বামীকে খুশি করার কিছু টিপস ☺🥰

১।স্বামী যখন বাইরে যাবে বা বাহির থেকে আসবে তাকে সালাম দিন।আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। এভাবে সালাম দিবেন।


২। সালাতের সময় হলে স্বামীকে তাগিদ দিন সালাতে যাওয়ার জন্য। 


৩।স্বামী যখন অফিস থেকে আসে তাকে সালাম দিন আর সাথে মিষ্টি একটা হাসি দিন আর তার কপালের ঘাম আপনার উড়না দিয়ে মুছে দিন এবং এক গ্লাস পানি দিন। দেখবেন আপনার সামীর সব ক্লান্তি চলে যাবে এবং মনে মনে অনেক খুশি হবে। ইনশাআল্লাহ।


৪। স্বামী যখন বাসায় সালাত আদায় করে তখন ওযুর পানি এগিয়ে দিন।


৫।স্বামী আপনাকে যে এক্সট্রা মাসে টাকা দেয় যে টাকার হিসাব কখনও চায় না আপনার নির্জস্ব খরচ দেয় সেই টাকা কিছু গুছিয়ে স্বামীর অভাব অনটনে তাকে দিন । যদিও সে নিতে চাইবে না ।তাকে জোর করে দিন আর বলবেন আপনি পরে পরিশোধ করে দিবেন ।


৬।মাঝে মাঝে স্বামীকে হাদিয়া দিন ।যেমন পাঞ্জাবি, টুপি,আতর, ফুল ইত্যাদি গিভ দিন।দেখবেন মনে মনে সে প্রচন্ড খুশি হবে।কারন গিভ পেতে কার না ভালো লাগে।আর সেটা যদি হয় ভালোবাসার সহিত।


৭।মাঝে মধ্যে স্বামীর জন্য সাজুন।নিজেকে নতুন রুপে তার সামনে ধরা দিন ।আপনাকে যেসব শাড়ি থ্রি পিছ গিভ দেয় সেগুলো পরে সাজুন ।আপনার রুপে সে মুগ্ধ হতে বাধ্য।   


৮।আপনার শ্বশুর শ্বাশুড়ী কে যত্ন নিন।আপনার স্বামীর অবর্তমানে তাদের খেয়াল বেশি করে রাখুন।


৯।স্বামীর ধন- সম্পদের হেফাজত রাখুন।


১০।সন্তানের খেয়াল রাখুন ।


১১।ঘর সব সময় সাজিয়ে গুছিছে পরিপাটি রাখুন সাথে আপনিও পরিপাটি থাকুন।


১২।তাহাজ্জুত সময়ে স্বামীকে জাগিয়ে দুজনে সালাত আদায় করুন ।আর নিজেদের ভালোবাসাময় রাত পার করুন।


১৩। কুরআন তেলাওয়াত করে শুনান তাকে এবং সে তেলাওয়াত করলে মুগ্ধ নয়নে তার দিকে দৃষ্টি রেখে তেলাওয়াত শুনুন ।


পরিশেষে বলতে চাই একে অপরের সমস্যা বুঝুন ।মন খুলে কথা বলুন। একে অপরের টাইম দিন ।

প্রত্যক সম্পর্কে বুঝাপড়াটা বড্ড প্রয়োজন। 

সম্পর্কের পার্সওয়াড হলো বিশ্বাস। তাই একে অপরের বিশ্বাস অর্জন করুন।

প্রতি মোনাজাতে একে অপরের জন্য দোয়া করুন।