মেয়েদের সাথে মজার চ্যাটিং
আমার শাশুড়ী তাঁর কলেজ জীবনের ছবি দিয়ে ফেসবুক আইডি খুলছে ! আইডির নাম "মাতাল হাওয়া"।
ছোট শালিকার মিউচুয়াল ফ্রেন্ড দেখে রিকুয়েস্ট পাঠাইছিলাম।রাত একটার দিকে একসেপ্ট করছে।
আমি ভাবছি শালিকার বান্ধবী । তাই ইনবক্সে হাই দিলাম!
ওমা সাথে সাথে রিপ্লাই! আমিও দ্রুত পাল্টা রিপ্লাই দিলাম,
- হাই কিউটি!
- হ্যালো।
- ইউর প্রোফাইল পিক জাস্ট অসাম!
- থ্যাংস!
- আইডির নামটাও চমৎকার। "মাতাল হাওয় নাম শুনেই প্রেমে পড়ে গেলাম। এতো সুন্দর নাম কেন রাখলেন ?
- থ্যাংস, থ্যাংস এ লট। আসলে নামটা আমারও ভীষণ পছন্দ হয়ছে।
- কী করেন ?
- কিছু না, শুয়ে আছি।
- ঘুম আসে না বুঝি?
- হুম, প্রেসারের সমস্যা।
- কী বলেন এসব! এই বয়সে প্রেসার হয় নাকি ?
- হুম হয়, আমার হাসব্যন্ডেরও হাইপারটেনশন!
- আপনি ম্যারিড !!??
- হুম !
- সুন্দরী মেয়েদের আর্লি বিয়ে হয়ে যায়, ভেরি সেড!
- কলেজে পড়ার সময়ই বিয়ে হয়েছে।
- ওয়াও, ইন্টারেস্টিং ; আপনার হাসবেন্ড কী করে?
- কিছু না, সারাদিন আমার সাথে ঝগড়া করে!
- সো কিউট!
- আচ্ছা, এতো রাতে ফেসবুতে কী করেন? কেউ আছে নাকি?
- ছোট মেয়েটার সাধে কথা বললাম।
- আপনার মেয়ে আছে!!??
- হুম, আমার চার ছেলেমেয়ে !
- রিয়েলি!!
- হুম, ওরা অনেক বড়ও হয়ে গেছে!
- মজা করছেন তাই না ?
- মজা করবো কেন ?
- কিন্তু আপনাকে দেখলে তো বিয়ে হয়েছে বলেই মনে হয়না!
- তাই নাকি ?
- আচ্ছা, আপনার আইডির নাম "মাতাল হাওয়া" কেন ? অবশ্য আপনার মধ্যে একটা মাতাল মাতাল ভাব আছে। দেখলেই প্রেমে পড়তে ইচ্ছে করে!
- আসলে আমার ছোট মেয়ে আইডিটা খুলে দিছে। নামটাও ওরই দেয়া।
- ওয়াও! আচ্ছা তাহলে আপনার সুইট নেমটা কী ?
- আমার আসল নাম হাওয়া বেগম!!!
হাওয়া বেগম!!!!
হায় হায়!!!
বলে কী ? হাওয়া বেগম তো আমার শাশুড়ীর নাম! উনি আমার শাশুড়ী নাতো ? ও মাই গড!!!
- আচ্ছা, আপনার মিউচুয়াল ফ্রেন্ড মৌ কে হয় আপনার ?
- ওই তো আমার ছোট মেয়ে!
হায় হায় বলে কী!!
এই খবর রিহানের আম্মুর কানে গেলে সর্বনাশ হয়ে যাবে!
যাক নিজের সম্পর্কে শাশুড়ীর মূল্যায়নটা জেনে নেই !
- আচ্ছা আন্টি , আপনার মেজো মেয়ে কেমন আছে?
- আলহামদুলিল্লাহ ভালো।
- উনার হাসবেন্ড লোক হিসাবে কেমন ?
- মহা বদমাইশ!! হারামজাদা একটা!! আমার মেয়েটাকে ফুসলিয়ে বিয়ে করছে!!
- তাই নাকি ? মহাবদ তো!
- বদের চূড়ান্ত!
- আচ্ছা নাতি নাতনী নাই ?
- আছে একটা, ঐটাও বাপের মতো ছ্যাচড়া টাইপের হইছে!
-অনিকেত