স্বামী স্ত্রী ভালোবাসা নিয়ে উক্তি
💞#স্ত্রীকে ভালোবাসুনঃ
স্ত্রী হচ্ছে আদরের জিনিস, তাকে গালি দেবেন না, তাকে খারাপ বলবেন না, কখনও বলতে যাবেন না তুমি দেখতে কালো/ঠোঁটটা বেশি মোটা/শারীরিক গটন নিয়ে খোটা দিবেন না।
কখনও রান্নার ভুল ধরবেন না, একটু লবন কম হলেই বলবেন, যা তোর রান্না খারাপ, কোনোদিন ভালো খাবার পেলাম না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নত হলো খাবারের ত্রুটি না ধরা। সবসময় প্রশংসা করুন, গালি দেবেন না, গালমন্দ করবেন না।
💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে আপনাকে নিয়ে ঈর্ষান্বিত হয়। কারণ সে অন্য সমস্ত মানুষকে রেখে শুধুমাত্র আপনাকেই বেঁছে নিয়েছে।
💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন তার কিছু দোষ ত্রুটি আপনাকে বিরক্ত করে। কারণ, আপনারও অনেক কিছু দোষ ত্রুটি রয়েছে।
💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন তার রান্না খারাপ হয়। কারণ, সে ভালো রান্নার চেষ্টা করেছে।
💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সকাল বেলায় তকে উষ্কখুষ্ক দেখায়। কারণ, সে আবার আপনারই জন্য সাজগোজ করবে।
💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে জানতে চায় তাকে মোটা লাগছে কিনা। কারণ আপনার মতামত তার কাছে গুরুত্বপূর্ণ, এজন্য তাকে বলুন সে সুন্দর।
💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন তাকে সুন্দর দেখায়। কারণ সে আপনারই, তাই প্রশংসা করুন।
💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে তৈরি হতে দীর্ঘ সময় পার করে দেয়। কারণ সে চায় তাকে আপনার চোখে সবচেয়ে সুন্দর লাগুক।
💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে এমন কোনো উপহার দেয় যা আপনার পছন্দ হয়নি। কারণ সে আপনাকে খুশি করতে চায়, তাই তাকে বলুন, ঠিক এমন উপহারই আপনার প্রয়োজন ছিল।
💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন তার মধ্যে কোন বদ অভ্যাস গড়ে ওঠে। কারণ আপনারও এমন অনেক বদঅভ্যাস রয়েছে, প্রজ্ঞা আর কোমলতার সাথে তার সেই বদ অভ্যাস পরিবর্তন করানোর সময় এখনো আপনার আছে।
💞স্ত্রীকে ভালোবাসুনঃ
যখন সে অকারণেই কাঁদে। তাকে বলুন সব ঠিক হয়ে যাবে, আমি তো তোমার সাথেই আছি।
আপনি বেশি বেশি বলুন,
"আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি"।
তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম
যে তার স্ত্রী'র কাছে উত্তম।