পৃথিবীতে সবচেয়ে খারাপ মা | মায়ের ভালোবাসার গল্প

ছেলের প্রতি মায়ের ভালোবাসা

ছেলের প্রতি মায়ের ভালোবাসা

 ১৪ বছর পরে আজ মায়ের সাথে হঠাৎ দেখা হয়। 


--মা আমাকে চিনতে পারেনি! কিন্তু আমি ঠিকই চিনেছি। নিজেকে আর কন্টল করতে না পেরে বলেই উঠি?


--মা কেমন আছো। 


--বাবা ভূল করতেছো আমি তোমার মা না। 


--আমি ভূল করিনি। তুমি হলে আমার মা। যে কিনা এতো দিন ধরে দুরে আছো। 


--কথাটি বলে মাকে জরিয়ে ধরলাম। আর এটা দেখে মা চিৎকার শুরু করে দিলো। 


--বাছাও কেউ আমাকে । এই ছেলে কে চিনিনা জানি না হঠাৎ আমাকে জরিয়ে ধরেছে। 


--তো মায়ের এমন চিৎকারের আওয়াজ শুনে সেখানে কিছু লোক উপস্থিত হয়ে। আমাকে গন/হা/রে

পি/টা/লো। তখন আমি কি বলবো এটাই বুজতে পারতেছি না। 


--ওই লোক গুলোর ভিতরে একজন বলেই উঠলো। মহিলা মানুষ দেখলে নিজেকে কন্টল করতে পারো না। বাবা মা কে বলে তো বিয়েটা করতেই পারো। 


--তখন বললা ওনি হলেন আমার মা? 


--এই কথাটি শুনে মা আমার সামনে আসে। আর বলতে থাকে। 


--তোমার পরিচয় কি। আর কেনো আমাকে বার বার মা বলতেছো।


--তখন বলে উঠি। 


--আমি কে যানো মা। আমি তোমার সেই ছোট্ট ছেলে হাসিব? যাকে তুমি ৪ বছর বয়সে রেখে অন্য একজনকে বিয়ে করেছো। 


--তুমি আমার ছেলে হাসিব। আজাহার আলী তোমার বাবা। 


--হ‍্যা ওনি হলেন আমার হতভাগা বাবা। যে কিনা তুমি চলে যাওয়ার পরে আর কখনো বিয়ে করেনি। 


--বিয়ে করেনি কেনো। 


--বিয়েটা এই কারনে করেনি। কারন যদি সৎ মা আমাকে কষ্ট দেয়। দেখতে না পারে এই জন্যে। 


--ওহ! আমার ভূল হয়েছে বাবা মাপ করে দে। আমি বুজতে পারিনি। 


--থাক আর বলতে হবে না। তুমি নিজের গর্ভে আমাকে রেখেছিলে সেই তুমি আমাকে চিনতে পারোনি। ভাবতেই কেমন জানি লাগে।


--মাপ করে দে বাবা। 


--একটি প্রশ্ন করতে পারি তোমাকে। 


--একটা কেনো হাজার টা করতে পারিস। 


--হাজারটা না একটি প্রশ্ন? ( কেনো আমার বাবা কে আমাকে রেছে অন্য পুরুষের হাত ধরে চলে গিয়েছিলে) 


--আমার এমন প্রশ্ন শুনে মা নিজের মুখটা নিছের দিকে করে। আর চুপ হয়ে থাকে। 


--আমাকে কেনো মায়ের ভালোবাসা থেকে ব/ন্চি/ত করেছো। কি দোষ ছিলো আমার। 


--জানি তোমার কাছে কোন উত্তর নেই। তবে একটি কথা বলি। যে অন্য কে কষ্ট দেয় সে কখনো সুখি হতে পারে না। 


--এটা বলেই ওখান থেকে উঠে আসতে যাচ্ছি ঠিক সেই সময় মা পিছন থেকে আমার হাত টেনে ধরে। আর বলতে থাকে। 


--আমাকে মাপ করে দে বাবা। আমি আমার ভূলটা বুঝতে পেরেছি। 


--আমি মাপ করলে ও আমার বাবা আর আল্লাহ্ কখনো তোমাকে মাপ করবে না। ভালো থাকিও। আর হ‍্যা আজকের জন‍্যে সরি। নিজেকে কন্টল করতে পারিনাই তাই মা বলে ডেকেছি। পারলে মাপ করে দিও। 


--এর পরে সেখান থেকে চলে আসি। আর মা দুর থেকে আমার দিকে তাকিয়েই থাকে অপলক দৃষ্টিতে। 


" কিছু কিছু মা আছে এই সমাজে যে কিনা সন্তান স্বামী ছেরে অন্য পুরুষের হাত ধরে বের হয়ে যায়। আল্লাহ্ তাদের বুজার জন্যে তৌফিক দান করুক? 


গল্প_ :মা

লেখনীতে : মি. হাসিব - Mr Hasib 


পরকিয়া প্রেমের গল্প পড়ুন।