মজার রোম্যান্টিক গল্প | পড়ুন আর প্রাণ খুলে হাসুন

 প্রচুর হাসতে হবে প্রচুর বাঁচতে হবে

প্রচুর হাসতে হবে প্রচুর বাঁচতে হবে

-বাসে করে যাচ্ছিলাম৷ প্রচন্ড ভীড়, সীট পাইনি| দাঁড়িয়ে আছি বাদুরঝোলা অবস্থায় | হঠাৎ অনুভব করলাম কে যেন বাম হাতে একটা চিঠি ধরিয়ে দিছে|


পিছন দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে বসে বসে মাথা নিচু করে হাসতেছে | বুঝতে বাকি নাই চিঠিটা এই মেয়েটাই দিসে|


এই প্রথম কোনো মেয়ে আমারে চিঠি দিসে তাও আবার রঙ্গিন চিঠি| আবেগটা কোন পর্যায়ে গেসে বলে বুঝাতে পারবোনা| কিন্তু দুঃখের বিষয় বাসের মধ্যে চিঠি পড়ার পরিস্থিতি নেই, প্রচন্ড ঝাকি |


যদিও চিঠিতে কি লিখা আমি জানি| একটা সুন্দরী মেয়ে একটা ইয়ং ছেলেকে চিঠিতে কি লিখবে তা তো পাগলেও জানে! তারপরেও ভদ্রতার খাতিরে

মেয়েটার মুখ থেকে শোনা লাগে, তাই দু'পা পিছিয়ে মেয়েটার কাছে গিয়ে বললাম,

— চিঠি ফিটি পড়তে পারবোনা| যা বলার মুখে বলুন।


- আমাকে বলছেন?


— জি, হ্যাঁ


- তা আপনার চিঠি আপনি পড়বেন আমাকে বলছেন কেন?


— কিন্তু চিঠি টা তো আপনিই দিছেন তাইনা?


- OMG, আপনাকে আমি চিঠি দিতে যাবো কোন দুঃখে?


— আমার উপ্রে ক্রাশ খাইসেন সেই দুঃখে।


- ক্রাশ! আপনার উপ্রে! হে হে....


মেয়েটার কথায় এতো পরিমাণ রাগ হইলো যে, চিঠিটা খুলে জোরে জোরে শব্দ করে পড়া শুরু করলাম.....


চিঠিতে লেখা,

আপনি কি জঠিল ও কঠিন রো*গে ভুগছেন?

দাম্পত্য জীবনে অসুখী?

বিশেষ মুহুর্তে দূর্বল?

লজ্জায় বউকে মুখ দেখাতে পারেন না?

বিয়ে করতে ভয় পাচ্ছেন?


তাহলে আর দেরি না করে কলিকাতা হার*বা*ল খান| এক ফাইলই যতেষ্ট। কোন পা*র্শ্বপ্র*তিক্রিয়া নেই| বিফলে মূল্য ফেরত।


মেয়েটা এইসব শুনে বাসের সিটে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা | আরেক ভদ্রলোক আমার দিকে বড়বড় চোখ করে তাকিয়ে বললো,

অই মিয়া বাসের মধ্য এইগুলা কি শুরু করলেন, মল*মও*লা*রাও তো এইভাবে বিজ্ঞাপন দেয় না।


আরেক জন লোক সাদা শার্ট, কালো প্যান্ট পড়া তার হাতে এই রঙিন চিঠি এত্তোগুলো। তিনি আমার কাছে

এসে বললো, "ভাই আপনিও কি আমাদের কোম্পানিতে জব করেন?"


আমি তারে কি উত্তর দিমু? মনের দুঃখে মনে হচ্ছে বাসে ঝুলানো এই খাচা ফ্যানে দড়ি বাইন্ধা ঝুলে সুইসাইড করি।


রম্যগল্পঃ চিঠি বিড়ম্বনা

            - সুবোধ মন্ডল


মজার মজার সব গল্প পড়ুন।