রোমান্টিক ভালোবাসার গল্প | রোমান্টিক স্ট্যাটাস

 রোমান্টিক স্ট্যাটাস বাংলা

রোমান্টিক স্ট্যাটাস বাংলা

বুঝলে, আজ রাত্রে আমি রান্না করছি না, হোটেলে খাবো। ☺

স্বামীঃ কোনও ব্যাপার না, Done!!


স্বামীঃ হ্যাঁ, তো কোথায় খাবে ভাবছো??

একটা মাঝামাঝি রেস্টুরেন্টে গেলেই হবে, কি বলো??

স্ত্রীঃ মোটেই না।

আজ ক্যাণ্ডেল লাইট ডিনার করবো, রয়্যাল প্যালেস হোটেলে যাবো।


স্বামীঃ (একটুক্ষণ চুপ থাকার পর) ও...আচ্ছা। ঠিক আছে তবে। সন্ধ্যা সাতটায় যাবো তো?? তৈরী থেকো।

স্ত্রীঃ Sure.


সন্ধ্যা ৬:৩০ মিঃ গাড়িতে করে যেতে যেতে ..

স্বামীঃ আজকাল ফুচকা ওয়ালার সংখ্যা এ রাস্তায় বেশ বেড়েছে। জানো তো, একবার আমি বন্ধুদের সঙ্গে বাজি রেখে ৩০ টা ফুচকা খেয়েছিলাম আর বাজি জিতে গেছিলাম।

স্ত্রীঃ এ আর এমন কী বাহাদুরি!! 🤓😏😎


স্বামীঃ বাহাদুরিই!!

আমাকে আজ পর্যন্ত ফুচকা খাওয়াতে কেউ হারাতে পারেনি।

স্ত্রীঃ ছাড়ো তো!!

ফুচকা খাওয়াতে তোমাকে আমি গুনে গুনে হারাতে পারি।


স্বামীঃ তুমি!! 🙄🙄

হাসালে প্রিয়তমা!! 🫢🫢

আমি ভালো মতোই জানি, তুমি গো হারা হারবে। গোটা বিশেক বড়জোর, তারপরই হাঃ হাঃ হাঃ

স্ত্রীঃ হয়ে যাক চ্যালেঞ্জ। দাঁড় করাও গাড়ি, এক্ষুণি-

……..


স্বামী ৩০টা ফুচকা খেয়ে কৃত্রিম ঢেঁকুর তুলে খাওয়া বন্ধ করে দিলো। পেট তো স্ত্রীরও ভরে গেছিলো, তবুও আরো একটা ফুচকা খেয়ে নিয়েই স্ত্রী খুশিতে, আনন্দে চেঁচিয়ে উঠলেন “জিতে গেছি, জিতে গেছি"।

স্বামী স্মিত হেসে হার স্বীকার করে নিলেন। 😌😳😔

……..

বিল এসেছিল ৩২০ টাকা আর স্ত্রী যখন ঘরে ফিরেছিলেন, তখন তিনি ছিলেন জেতার আনন্দে উৎফুল্ল ।

ইহাই ম্যানেজমেন্ট, সর্বনিম্ন বিনিয়োগে সর্বোচ্চ প্রাপ্তি এবং কর্মীর সম্পূর্ণ সন্তুষ্টি !!

রোমান্টিক ফানি স্ট্যাটাস

।।একটা মেয়ের সাথে পরিচয় হলো অনলাইনে! মেয়েটার নাম ফিহা! একটু অদ্ভুত নাম। নামের জন্যই মেয়েটার সাথে কথা হলো।


ফিহা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। বাসা ঢাকার মিরপুরে! আমার লেখা ওর খুব ভালো লাগে! আমাকে বলল," আপনি এত সুন্দর লেখেন কী করে!"


প্রশংসা শুনতে কার না ভালো লাগে! সেটা যদি হয় সুন্দরী মেয়ের কাজ থেকে তাহলে কথাই নাই!  


ফিহার সাথে মাঝে মাঝে কথা হয়। মেয়েটার মন খুব ভালো! ফিহার সাথে কথা বলতে ভালোই লাগে আমার! ওর ছোটবেলার কিছু ঘটনা শুনলাম একটু খারাপ লাগল! 


ফিহা একটা ছেলেকে খুব ভালোবাসত। তখন ক্লাস নাইনে পড়ে। গোপনে ছেলেটার সাথে দেখা করত। একদিন ধরা পড়ে গেল! ফিহার চাচা ছেলেটাকে কঠিন মাইর দিলো! মাইরে খেয়ে ছেলেটা অসুস্থ হয়ে এক মাস হাসপাতালে থাকার পর মারা যায়!


ছেলেটাকে আজও নাকি ও ভুলতে পারেনি! সেদিন আমাকে বলল, "জানো রুয়েল আজ না ওর জন্মদিন! "


এত দিন পরেও ফিহা ছেলেটার জন্মদিন মনে রেখেছে! কী ভালো একটা মেয়ে! একটা মেয়ের এমন ভালোবাসা পেতে সব ছেলেই চায়!


ফিহাকে আমার ভালো লেগেছে! আসলে যেই মেয়ে এমন ভালোবাসতে জানে তাকে সব ছেলের ভালো লাগবে! 


ফিহাই একদিন আমাকে বলল, "রুয়েল তুমি আমাকে ভালোবাসা দিয়ে ওর কথা ভুলিয়ে দাও। আমি নতুন করে ভালোবাসতে চাই!"


আমার কী যে ভালো লাগল! এমন একটা মেয়ের ভালোবাসা পেলাম!


আমাদের আলাপের সময় বাড়তে লাগল! ধীরে ধীরে আমি ফিহার প্রতি প্রচন্ড দূর্বল হয়ে পড়লাম। সারাক্ষণ ওর সাথে কথা বলতে ইচ্ছে হয়!


ইদানিং ফিহা আমাকে সময় কম দেয়! ও নাকি একটু ঝামেলায় আছে। আমার খারাপ লাগে কিন্তু কী করবো! 


গতকাল রাতে ফিহার কথা খুব মনে পড়ল। ভাবলাম ওকে একটা মেসেজ দেই। মেসেঞ্জারে কল দিলাম লাইন ব্যস্ত। একটা মেসেজ দিলাম সিন করল না! আমার খুব খারাপ লাগল!


একটা মেসেজ দিলাম," অনলাইনে তো আছ মেসেজ দেখ না কেন!"


সকালে উঠে দেখি ফিহা আমাকে ব্লক করে দিয়েছে! আমার কী হবে? কী করে আনব্লক করাব।


আমার কিছুই ভালো লাগে না! কী কষ্ট লাগে! ওকে একটা কথা বলার খুব ইচ্ছে হয়। শুধু একটা কথা বলতেই হবে আমাকে না হলে আমি ভালো থাকতে পারব না! 


এক বান্ধবীকে বললাম, "ফিহার সাথে যোগাযোগ কর।"


বান্ধবী বলল, "এই মেয়ে তোরে ভালোবাসে না। তোর সাথে কোনো কথা বলতে রাজি না।"


"তুই ওরে আমি শুধু একটা কথা বলবো!"


"কী কথা বলবি! আমাকে বল আমি ওরে বলে দিই ব্যস।"


"তোরে না! আমি ফিহাকেই কথাটা সরাসরি বলতে চাই।"


বান্ধবী অনেক বুঝিয়ে ফিহাকে রাজি করাল। ফিহা আমাকে আনব্লক করেছে। রিকোয়েস্ট পাঠাল আবার। আমি সাথে সাথে একসেপ্ট করলাম। 


ফিহা মেসেজ দিলো, "কী বলবা বলো?"


আমি মেসেজটা দিলাম।


"তুই আমাকে ব্লক করবি কেন আমি তোকে ব্লক করবো!"


ব্লক করে দিলাম। আ:! কী শান্তি লাগছে এখন!

-Nabil Mahmud


রোম্যান্টিক মজার গল্প