বল্টুর হাসির গল্প | বল্টুর প্রেমের জোকস ২০২৩

 নাট বল্টুর গল্প

নাট বল্টুর গল্প

বল্টুকে ধমক দিয়ে বললেন শিক্ষিকাঃ এই! ক্লাসে ঘুমাচ্ছ

কেন?’

,

বল্টুঃ ম্যাডাম, আপনার কণ্ঠস্বর এতই মধুর, শুনলেই আমার ঘুম এসে

যায়!

,

শিক্ষিকা : তো বাকিরা কেউ ঘুমাচ্ছে না কেন?

,

বল্টু : কারণ, ওরা আপনার কথা শুনছেই না!

,

শিক্ষিকা বল্টুর ওপর খুব খে/পে গেলেন।

হাতের স্কেলটা বল্টুর দিকে ই/ঙ্গিত করে বললেন

,

শিক্ষিকাঃ এই স্কেলের এক প্রান্তে একটা গর্দভ দাঁড়িয়ে

আছে।’

,

বল্টুঃ কোন প্রান্তে ম্যাডাম?’

এই প্রান্তে না ওই প্রান্তে।

,

ম্যাডাম রেগে আগুন

শিক্ষিকা: বল্টু আচ্ছা জলেতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম

বল?

,

বল্টুঃ ব্যা/ঙ।

,

শিক্ষিকা: আর বাকি চারটা?

,

বল্টুঃ ব্যা/ঙের মা, বাবা, বোন আর প্রেমিকা।

,

শিক্ষিকাঃ আচ্ছা তুই বড় হয়ে কি হবি বলতো?

,

বল্টুঃ (খুব লাজুক ভাবে)আমি বড় হয়ে গো/য়ে/ন্দা হব!

,

,

শিক্ষিকাঃ (চমকে উঠে)কী তুই গো/য়েন্দা হবি?

,

বল্টুঃ আপনি জানেন? আমি এখন থেকে

 গো/য়ে/ন্দাগীরি করি।

,

শিক্ষিকাঃ তা কার উপর গ/য়ে/ন্দা গীরি করিস শুনি?

,

বল্টুঃ কেন মা বাবার উপর।

,

শিক্ষিকাঃ(চমকে উঠে) মানে?

,

বল্টুঃ হ্যাঁ মা বাবা ঘুমিয়ে পড়ে আর আমি জেগে থাকি।

,

শিক্ষিকাঃ কেন?

,

বল্টুঃ একদিন ঘুমিয়ে ছিলাম কেস খতম

অর্ধেক সম্পত্তি হাত ছাড়া।

,

শিক্ষিকাঃ কেন কিভাবে?

,

বল্টুঃ আমার একটা ভাই হয়ে গেলো।


শিক্ষিকাঃ বেহুস।

বল্টুর হাসির কৌতুক

বল্টু এক চায়ের দোকানে চা খাইতে ঢুকলো,

একটা রং চা খাইলো।


যখন বিল দিতে গেলোঃ

বল্টু: বিল কতো হলো??

দোকানদার: 6 টাকা ।


বল্টু: কেনো দুধ চা কতো??

দোকানদার: 6 টাকা ।


বল্টু: কেনো??

আমিতো রং চা খাইলাম,

তা হলে আমার 1টাকার দুধ দিয়ে দেন।

দোকানদার হাতের তালুতে এক চামচ দুধ দিলো।


বল্টু জিহ্বা দিয়ে চেটে দুধ খেয়ে মাটিতে গড়াগড়ি শুরু করলো,,,,,,,,,,,,.।

এখন দোকানদার ভয়ে অস্থির,,,

বল্টুর পকেটে 100 টাকা দিয়ে বল্ল 'ভাই তুই হাসপাতালে যা।' 


বল্টু উঠে দাঁড়িয়ে বললো, কেনো?? 🤔🤔

দোকানদার: মনে হয়, দুধ খাওয়াতে তোমার সমস্যা হয়েছে।


বল্টু: আরে না।

দোকানদার: তাহলে গড়াগড়ি করছিলেন কেনো??


বল্টু: আমি আগে চা পরে দুধ খাইছিতো তা মিক্সড করছিলাম।।

বল্টুর হাসির গল্প

বল্টু ঢাকার এক চায়ের স্টলে চা

খেতে

গেছেন।

বল্টু তার সাইকেলটি বাহিরে রেখে

চা

খাচ্ছিলেন।

দোকানের মালিক আবার সাইকেল

চোরাচ/ক্রে/র

সাথে যুক্ত।

দোকানদার সাইকেলটি সরিয়ে

ফেললেন।

চা পান শেষে সাইকেলের মালিক

বল্টু

বেজায়

রেগে গেলেন।

বল্টু দোকানের মালিককে শা/সা/লেন

- "অবিল/ম্বে আমার সাইকেল ফেরত

দেয়ার

ব্যবস্থা কর

, নইলে

চট্টগ্রামে যা করেছিলাম এখানেও

তা-ই

করব"

তার ত/র্জ/ন-গ/র্জ/নে ভীতু হয়ে

দোকানদার

চোরদের কাছ

থেকে সাইকেলটি নিয়ে তাকে

ফেরত

দিলেন।

উপস্থিত

উত্সুক জনতা জানতে চাইল চট্টগ্রামে

তিনি

সাইকেল হারিয়ে

কী করেছিলেন? বল্টু গম্ভীর হয়ে

জবাব

দিলেন-

" কী আর করব? সাইকেল না পেয়ে

হেটেই

বাড়িতে গিয়েছিলাম।

দোকানদার Shockzzzzz বল্টু Rockzzzzz

হা হা হা বল্টুরে কেউ পানিতে

চুবাও না

কেরে....

মজার গল্প পড়ুন এই ওয়েবে।