সন্তানের প্রতি মায়ের ভালোবাসা | মায়ের ভালোবাসা

 মায়ের ভালোবাসা স্ট্যাটাস

মায়ের ভালোবাসা স্ট্যাটাস

---১ টুকরো গোস্ত দেনতো ভাবি? ছেলেটা কান্না করতেছে!


---যে একটু রান্না করছি সবাইকে বিলাইতে যদি শেষ হয়। তবে আমার সন্তান কি খাবে শুনি। 


---এক টুকরো তো চাইছি? 


---না ভাবি আমি দিতে পারো না। আমার স্বামী জানে অনেক রেগে যাবে। 


---ওহ আচ্ছা ঠিক আছে লাগবে না? 


---এই বলে রহিমা বেগম বাসায় চলে আসে। বাসায় আসার সাথে সাথেই ৭ বছরের সেই ছেলেটি বলে উঠে। 


---মা আমি গোস্ত দিয়ে ভাত খাবো। না হলে খাবো না। 


---বাবা কালকে গোস্ত রান্না করবো তখন খাস। 


---না না না আমি আজকেই খাবো। তুমি কেমন মা হ‍্যা নিজের সন্তান কে একটু গোস্ত রান্না করে খাওয়াতে পারো না। 


---এই কথাটি শুনেই রহিমা বেগমের বুকটা কেমন জানি কম্পন করে উঠলো। ( তখন রহিম বেগম মনে মনে ভাবতে থাকে। ইশ আজ যদি তোর বাবা বেছে থাকতো তবে তোর এই ছোট্ট ছোট্ট ইচ্ছে গুলা পুরন করতো। কী পোরা কপাল তোর জন্মের ঠিক এক মাস পরেই এই পৃথিবী ছেরে বিদায় নিলো )


---কি হলো মা কথা বলো কখন গোস্ত রান্না করবা। 


---তুই এখানে থাক বাবা আমি বাজার থেকে আসতেছি। 


---এই বলে রহিমা বেগম রুমে গিয়ে স্বামী দেয়া এক জোরা কানের দুল ছিলো শেষ সৃতি হিসেবে। আজ সেইটা বিক্রি করতে হবে। এটা ভেবে দুল গুলা নিয়ে নিয়ে বাজারে একটি দোকানে গিয়ে বিক্রি করে। তো সেখানে বিক্রি করে কিছু টাকা পায়।  


---সেই টাকা দিয়ে ছেলের আবদার পুরন করার জন‍্যে গোস্ত কিনে নিয়ে যায় বাসায়। ( নিজের শেষ সৃতিটা বিক্রি করে ) 


""হ‍্যা এটাই হলো মা? যে নিজের আশা স্বপ্ন পুরন না করে সন্তানের আশা পুরন করেন। নিজে না খাইয়ে সন্তান কে খাওয়ায়। সন্তানের জন্যে ব‍্যহায়ার মতো অন‍্য মানুষের কাছে হাত পাতে। 


হ‍্যা ভাই এটাই হলো মা? 


আজ মা বেছে আছে মায়ের মূল‍্য বুজোনা। যখন থাকবে না তখন বুজবেন মা জিনিসটা কি? 

ভালোবাসি তোমাকে মা ❤



মায়ের_ভালোবাসা

কাহিনী ও লেখা : মি_হাসিব


এমন আরও অনেক গল্প পড়ুন।