ছেলেদের কষ্টের ভালোবাসার গল্প | ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

ছেলেদের কষ্টের স্ট্যাটাস

ছেলেদের কষ্টের স্ট্যাটাস
আজকে ট্রেনে করে গ্রামের বাড়ি যাচ্ছি ঢাকা থেকে বসে বসে কিছু কথা লিখছিলাম আমার পাশের ছিটে একটা ভাইয়া বসেছিলো...

সে বলতাসে ছোট ভাই মেয়েদের নিয়ে এতো কিছু না লিখে ছেলেদের জন্য ও লিখতে পারো...

তখন ভাবলাম তাইতো সাথে সাথে ৪০০ ওয়ার্ড এর সবগুলো লেখা কেটে দিয়ে আবার লিখতে শুরু করলাম...

আসলে মধ্যবিত ছেলেদের স্বপ্ন গুলো হারিয়ে যায় টাকার কাছে...

যে ছেলে মায়ের হাজার ডাকাডাকির পরেও সকাল ১০ টার আগে ঘুম থেকে উঠতো নাহ । এখন সেই ছেলেটা সকাল ৬ টায় ঘুম থেকে উঠে কাজে যেতে শিখে গেছে, ঘুমানোর আগে বিছানাটা মাকে একটু গুছিয়ে দেওয়ার জন্য যে ছেলেটা বায়না ধরতো। সেই ছেলেটাও এখন অগোছালো রুম অগোছালো বিছানায় ঘুমিয়ে দিন কাটাতে শিখে গেছে....

বাসায় তরকারি নিজের মন মতো না বা একটু ঝাল বেশি হলে পুরো বাড়ি মাথায় তুলে নেওয়া ছেলেটাও নিজের অপছন্দের তরকারি চোখ বন্ধ করে খেয়ে দিন কাটাতে শিখে গেছে, এটাই ছেলেদের জীবন....

হ্যা এটাই বাস্তবতা এটাই ছেলেদের জীবন যার বাস্তব প্রমান আমি...

-মধ্যবিত
-লেখক_তরিকুল_ইসলাম_তিশান

নারীদের কষ্টের গল্প

প্রকৃত নারী-
           অর্থ নয়,
সম্মান চায়। 
       ভালোবাসার পাশাপাশি,
বিশ্বাসও চায়।

প্রকৃত নারী-
        উপহার নয়,
সময় চায়।
             বি'চ্ছেদ নয়,
থাকতে চায়।

প্রকৃত নারী-
           হা'রতে নয়
ল'ড়তে চায়।
              কাঁ'দতে নয়,
হাসতে চায়।

প্রকৃত নারী- 
          ভা'ঙ্গতে নয়, 
গড়তে চায়।
          সংসারকে ঘর নয়
মন্দির বানায়।

প্রকৃত নারী-
        ম'রা'র মত বাঁ'চতে নয়,
বাঁচার মত বাঁচতে চায়।
                  শে'ষ নিঃ'স্বাস পর্যন্ত
প্রাণপণে ল'ড়ে যায়।

"প্রকৃত নারী"

কলমেঃ রুমা রাণী ঘোষ

নারী

🌿নারীর মন থেকে উঠে যাওয়ার মতো কোনো কাজ করবেন না,,,!!😭😭



         🌿তাদের মন থেকে ওঠার মতো ভয়ংকর কিছু পৃথিবীতে নেই,,,!!💔💔



         🌿নারীর মস্তিষ্কে নিরবে তৈরি হওয়া ঘৃণা,, পুরুষের ছলনার থেকেও ভয়ংকর,,,!!🌺🌺

ছেলেদের কষ্টের গল্প

 🤔পুরুষের যখন অনেক অর্থ সম্পদ থাকে কিছু নারীরা( সবাই নয় )বলে থাকেন:-

        " আমার অর্থ-সম্পদ চাই না, 

          তোমার ভালোবাসা চাই, সময় চাই, সম্মান চাই "ইত্যাদি । 


🙄আর পুরুষের যখন অর্থ-সম্পদ থাকে না বা কম থাকে,কিছু নারীরা( সবাই নয় )বলে থাকেন:-

         

" তুমি আমার কোনো শখ পূরণ করতে পারো না, অভাবের সংসারজীবনে অতিষ্ঠ হয়ে উঠেছে, সে বাপের বাড়িতে কত সুখে ছিল,আমি নারী তোমার সংসার করতেছি, অন্য নারী হলে কখনও তোমার সংসার করতো না"। 


😝"অন্য পুরুষ এর সাথে সামর্থ এর তুলনা করা" ইত্যাদি।তখন ভালোবাসার চেয়ে অর্থের আধিক্য বেশি থাকে। 

   

🥴আসলে বেশ কিছু নারীরা তার পার্টনার এর নেগেটিভ জায়গা খুঁজে সেখানে আঘাত করে নিজেকে মহান ও

 " প্রতিবাদী নারী " হিসাবে ভাবতে/ প্রমাণ করতে চায়। 


🫢এভাবে তাঁরা নিজের অক্ষমতা ঢাকতে চায়, যেন সবকিছু এর দায় শুধু পুরুষ এর।আর সেখান থেকেই সম্পর্ক এর ভাঙ্গন শুরু। 


🤐এখন অনেক নারী আমাকে খারাপ বলবে যে আপনি নারী হয়ে এমন কথা বলা উচিত হয়নাই!


🥰কিন্তু আমি সত্যি বলতে ভয় পাইনা এখন কারো ও কিছু বলার থাকলে বলতে পারেন 🫢


এমন আরও অনেক গল্প পড়ুন।