হঠাৎ বিয়ের রোমান্টিক গল্প | রোমান্টিক লাভ স্টোরি গল্প

 রোমান্টিক হাসির স্ট্যাটাস

রোমান্টিক হাসির স্ট্যাটাস

দীর্ঘ ১২ বছর পর বিদেশ থেকে দেশে এসেছি বিয়ে করার জন্য।

বাস্তবে আমার পছন্দের কেউ না থাকায় ফ্যমিলি একটা ক-চি মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করে রাখছে আগে থেকেই। তাতে আমার কোনো আপত্তি ছিলো না।

সো'না দানা সহ এক প্রকার বিয়ের সব প্রস্তুতি নিয়েই গতো ১৩ তারিখে দেশে আসছি।

দেশে আসার পরদিন থেকেই দুই ফ্যামিলিই বিয়ের আয়োজন করতে তাড়াহুড়ো শুরু করে দিছে।

এরমধ্যে আবার শশুরবাড়ি থেকে আমাকে দাওয়াত দিছে বিয়ের আগে তাদের মেয়েকে একবার দেখে আসার জন্য। 

আব্বা, আম্মা আর আমি, আমরা তিনজন গেলাম হবু বৌ দেখতে। 

তাদের বাড়িতে গেলাম! প্রথমে পরিচয় করিয়ে দেয়া হলো হবু শশুরের সাথে, তারপর শালার সাথে, তারপরেও বৌয়ের সাথে(বৌ মাশাআল্লাহ পরীর মতো, অল্পবয়সী সব মেয়েই সুন্দরী!


অতঃপর, পরিচয় করিয়ে দেয়া হলো হবু শাশুড়ির সাথে! 

এইখানেই ঘটলো বিপত্তি।

শাশুড়ির দিকে তাকাতেই আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিছে কিছুক্ষণের জন্য।

এই সেই মেয়ে, যে একসময় আমার ক্লাস_ফাইভের_প্রেমিকা ছিলো! নবম শ্রেণীতে যার বিয়ে হয়ে যায়, এবং সে এখন আমার শাশুড়ি হতে যাচ্ছে....


- এখন আমার কি উচিত বিয়েটা ভেঙ্গে দেয়া? নাকি অতীত ভুলে গিয়ে প্রাক্তন প্রেমিকার মেয়েরে নিয়ে নতুন স্বপ্ন শুরু করবো?😐


-আমার_কি_করা__উচিত

রোমান্টিক ফানি স্ট্যাটাস

গার্লফ্রেন্ড কে কল দিয়ে বললাম, " আই লাভ ইউ বেবি।" 


মেয়েটা কেমন করে বলল, "এই ছেলে!"


ও মাঝেমধ্যে মজা করে আমার সাথে। আমি বললাম," কী হয়েছে বেবি?"


এবার কঠিন গলায় বলল," এই ছেলে আমি বেবির মা!"


দ্রুত কল কেটে দিলাম। এই জন্যই তো বলি কন্ঠটা এত মোটা কেন!


আন্টি আবার কল দিয়েছে! ধরতে কেমন লজ্জা লাগছে! কয়েকবার কল দিচ্ছে না ধরলে আবার বেয়াদব মনে করবে।


এবার কল রিসিভ করে, "আসসালামু আলাইকুম আন্টি! "


"এই তুমি আমারে আন্টি বললা কেন! নতুন একটা জুগিয়েছ না? এখন আমাকে আর ভালো লাগে না!"


রাগ করে কল কেটে দিলো! কেমনটা লাগে! অনেকবার কল দেয়ার পর রিসিভ করল। 


আমি নরম গলায় বললাম, "শোন না বেবি কী হয়েছে! "


"এই ছেলে তুমি আবার কল দিয়েছ!"


ধূর আর প্রেমেই করব না🤧


এমন আরও অনেক মজার গল্প পড়ুন।