শিক্ষনীয় গল্প ও শিক্ষামূলক ঘটনা 2024

 শিক্ষামূলক গল্প

শিক্ষামূলক গল্প

👇শিক্ষনীয় গল্প - 👇

একটি মেয়ে একটা আইসক্রিম ফ্যাক্টরির ম্যানেজার কাজ করত।

তার কাজ ছিল, প্রতিদিন আইসক্রিম তৈরী এবং বিক্রির হিসাব রাখা ।

 একদিন কাজ শেষ হবার কিছু সময় আগে সে আইসক্রিম রাখার স্টোরেজ রুমে ঢুকল।

যেটা মূলত কোল্ড স্টরেজ।

 তখন হুট করে বাইরে থেকে দরজাটি লক হয়ে যায়।

সে অনেক চেষ্টা করলেও দরজা খোলা সম্ভব হয় নি।

 অনেক চিৎকার করেও লাভ হয় নি।

কারন ততক্ষণে অন্য সব কর্মী কাজ শেষ করে বেরিয়ে গেছে।

আস্তে আস্তে সে ঠান্ডায় জমে যেতে লাগল। 

মৃত্যু আসন্ন সে কাঁদছে। 

কিন্তু তার বাঁচার কোন সম্ভাবনাই নেই।

হঠাৎ বেশ অপ্রত্যাশিতভাবে একজন সিকিউরিটি গার্ড এসে দরজা খুললেন। 

এবং তাকে মুক্ত করলেন।

মেয়েটি তখন তাকে জিজ্ঞেস করলেন,

আপনার তো এখানে আসার কথা নয়। এখানে আসলেন কেন?

গার্ড উত্তর দিলেন, আমি একটা দীর্ঘ সময় এখানে সিকিউরিটি গার্ডের কাজ করছি। প্রায় ৩৫ বছর। কিন্তু আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা প্রতি সকালে আমাকে সালাম দিয়ে ঢুকেছে এবং সন্ধ্যায় বের হবার সময় সালাম দিয়ে বেরিয়েছে।

বেশিরভাগ মানুষ এমন আচরণ করত যেন তারা আমায় দেখতেই পায় নি কিন্তু আপনিই ছিলেন সেই মানুষ 👈.....যে প্রতিদিন আমাকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে সালাম করতেন।🙏🙏

আজ সকালেও করেছেন।

♦কিন্তু সন্ধ্যায় আমি আপনার কাছ থেকে সালাম শব্দটি শুনতে পাইনি, তার মানে আপনি এখনো বের হন নি। আর তাই আমি আপনাকে খুঁজতে শুরু করি♦

                                                                                               

♥আমাদের জীবন খুব ছোট।

        তাই সকলেই অন্যের সাথে ভালো 

                       ব্যবহার করার চেষ্টা করি।।🙏🥀🙏


আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ।


এমন আরও অনেক গল্প পড়ুন।