গল্পঃ মেয়ের প্রতি বাবার উপদেশ | ইসলামিক শিক্ষামূলক বাণী

ইসলামিক শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

ইসলামিক শিক্ষামূলক ফেসবুক স্ট্যাটাস

গল্পঃ মেয়ের প্রতি বাবার উপদেশ। 

লেখকঃ আব্দুল্লাহ আল শাহজালাল। 


একজন পিতা তার মেয়েকে আইফোন উপহার দেয়। আর দ্বিতীয় দিন পিতা কন্যাকে জিজ্ঞাসা করে.....


পিতাঃ আইফোন পাওয়ার পর সর্ব প্রথম তুমি কি করেছো??


মেয়েঃ আমি স্ক্রীন গার্ড আর কভার অর্ডার দিয়েছি??


পিতাঃ এটা করার জন্য তোমাকে কি কেউ বাধ্য করেছে??


মেয়েঃ না কেউ করেনি??


পিতাঃ তোমার এমন মনে হচ্ছে না, যে তুমি আইফোন নির্মাতাকে অপমান করছো??


মেয়েঃ না.. আইফোন নির্মাতা থেকে স্বয়ং কভার ও স্ক্রীন গার্ড লাগানোর জন্য উপদেশ দিয়েছে??


পিতাঃ ও তাহলে আইফোন অনেক খারাপ দেখাবে তবুও তুমি ওর জন্য কভার কিনেছ??


মেয়েঃ না বরং খারাপ না হওয়ার জন্য কভার অর্ডার দিয়েছি??


পিতাঃ কভার লাগানোয় কি ওর সৌন্দর্য কমে যাবে না?


মেয়েঃ না.. কভার লাগানোর পর আরো সুন্দর দেখাবে?


পিতা মেয়ের দিকে স্নেহের নজরে তাকিয়ে বললো.......


পিতাঃ মা আইফোন এর থেকেও দামি তোমার শরীর। এই ঘরের আর আমাদের সম্মান তুমি। তোমার শরীরকে কাপড়ে কভার করলে তোমার সুন্দরতা 

আরো বেড়ে যাবে??


মেয়ের কাছে এই প্রশ্নের কোনো উত্তর ছিলো না। শুধু চোখ থেকে নির্ঝরে অশ্রু বেরিয়ে যাওয়া ছাড়া।


নারীর মর্যাদা পর্দায় কমে না,, বেপর্দায় কমে।


কাউকে আঘাত করার জন্য পোস্ট টা করিনি।। কেউ মানসিক আঘাত পেলে আমি দুঃখিত🙏🙏 


এমন আরও ইসলামীক শিক্ষামূলক গল্প পড়ুন।