ভালোবাসার স্ট্যাটাস | ভালোবাসার গল্প

 ভালোবাসার গল্প

ভালোবাসার গল্প

❤❤ অতিথি পাখি হয়ে কারো জীবনে যেওনা💔💔

লেখকঃ আব্দুল্লাহ আল শাহ জালাল।


    *ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন। তুমি

         আসলে দুজনে সাজাবো নতুন জীবন।


*প্রিয় মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হলো  

       সময়?মানুষের মন অনেক বড় বোকা নিজের

                 হয়েও অন্যের জন্য কাঁদে।


*যেখানে নিজের আত্মাটা একদিন না বলে চলে যাবে,

  সেখানে প্রিয় মানুষটা না বলে যাওয়াটা স্বাভাবিক।

    সকল বাধা অতিক্রম করে পাশাপাশি হাত ধরে 

              চলতে শেখার নাম ভালোবাসা। 


*শরীর দেখে পছন্দ করাটা হলো ভালো লাগা,আর মন  

          দেখে পছন্দ করাটা হলো ভালোবাসা।


*পৃথিবীতে মৃত লাশ দেখে সবাই কাঁদে, কিন্তু জীবত 

         লাশের দিকে কেউ ফিরেও তাকায় না।


 *কাউকে একবার মন দিয়ে দিলে সেটা আর ফেরত    

   নেওয়া যায় না। কারো জন্য একবার ভালোবাসা

          সৃষ্টি হয়ে গেলে সেটা আর কখনো

                   ধ্বংস করা যায় না।


*একটু যত্নের অভাবে হাজারো ভালোবাসা নিস্তেজ 

                         নিষ্পাণ প্রায়।

  জোর করে কারো আপন হতে যেওনা, বিনিময়ে 

    অবহেলার পাহাড় তুমি সহ্য করতে পারবে না।


*অতিথি পাখি হয়ে কারো জীবনে যেওনা, হয়তো তুমি

    তাকে কিছুদিন হাঁসাবে কিন্তু তুমি যখন চলে যাবে

         আপন ঠিকানায়। সে সারাজীবন কাঁদবে

                        তোমার বেদনায়।


*এগিয়ে গিয়েও পিছিয়ে আসি পেরোতে চাই না একা  

       এই পথের নাম পাবে নিজের দাম তুমি

                     একবার দিলে দেখা।


*কলিজায় যায়গা দেওয়া মানুষ গুলোই এক সময় 

        কলিজায় আঘাত করে চলে যায়। এটাই 

                        বুঝি বাস্তবতা।


*দেখো আবার আসেনা যেন তোমার চোখে পানি, হটাৎ

           করে দেখবে তুমি হাড়িয়ে গেছি আমি।


 *কাউকে ভালোবাসি বোঝানোর সব থেকে বড় 

        অনুভূতি হলো কান্না করা, কারন যার

             জন্য কান্না আসেনা তার জন্য 

              কখনো ভালোবাসা থাকে না।


*চোখের কোনে কেনো এত পানি আসে আর বুকের

      মাঝে কেনো এত ব্যাথা করে এটা কি রোগ

                  তোমরা কি কেউ জানো।


*যদি মনের আকাশে মেঘ জমে তবে অশ্রু হয়ে ঝড়ে

      পরে,যদি ব্যাথার আকাশ নীল হয় তবে কষ্ট

                            সব পাথর হবে।


*তুমি বেঁচে থেকো তোমার সকল ভালো লাগার কারন 

    গুলো নিয়ে। আমি নাহয় বেঁচে থাকবো তোমার

                 সকল অতীতকে আঁকড়ে ধরে।


*কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও  

  বেশি কষ্টের হলো আসবেনা যেনেও তার জন্য

                       অপেক্ষা করা।


*পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে ব্যাথা আছে শুধু 

              প্রকাশ করার ধরন টা আলাদা।

যদি কখনো ভালোবাসতে, হাজার সমস্যার মাঝেও

                 কখনো ছেড়ে যেতে না।


*টেনশন ও মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা

        নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে।

পেয়ে হারানোর বেদনা মৃত্যুর যন্ত্রণাকে ও হার মানায়।


*কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার

                      মতই প্রবাহিত হয়।

     তবুও কারো ভালোবাসায় মাঝে মাঝে মনটা 

                         থমকে দাঁড়ায়।


*যেটা ছিলনা সেটা না পাওয়াই থাক বেশি চাইলে কষ্ট

   বাড়বে, মনে রেখো পৃথিবীর সকল কষ্ট ক্ষনস্থায়ী।

     বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারন বিশ্বাসটা

      ভেঙে গেলে সত্যি কথাটাও মিথ্যা মনে হয়।


     *দুদিনের সৃতি খুব বেশি সময়ের না হলেও

   সারাজীবনের জন্য মনে দাগ কেটে রয়ে যায়।

     আমি তাকেই চাই যার প্রতিটি মোনাজাতে 

                     শুধু আমি থাকবো।


*যাদের চোখে একটুতেই জল আসে, তারা দুর্বল নয়

                        তারা সহজ সরল।

        যার মনে মায়া বেশি, তার মনে বোধহয়

                       কষ্টটাও একটু বেশি।


*কথা দিলাম আমি আসবো তোমার কল্পনায় কোনো

       একদিন, কোনো এক বিকেলে আসবো

                      তোমার ভাবনায়।


*যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তাকে কখনো ব্যাস্ততা দেখিয়ো না, সে খুব কষ্ট পাবে।


*কেউ কি জানো সেই দোকানের ঠিকানা যেখানে ভাঙা

            মন যত্ন সহকারে মেরামত করা হয়।


*একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেনো, তার

        প্রিয় মানুষটির সামনে সে সব সময় দুর্বল।

  মানুষ হাড়িয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে

           গেলে আর ফিরে পাওয়া যায় না।


*মিথ্যা ভালোবাসার কাছে পরাজিত হয়ে শত শত

           নিষ্পাপ মানুষ আজ জীবন্ত লাশ।

   একা থাকতে পারি কিন্তু মাঝে মাঝে খুব বেশি

                         একা লাগে।


*ভালোবাসা কখনো পুরনো হয় না, শুধু প্রয়োজনের

                          পরিসমাপ্তি।

   প্রিয় জনকে কষ্ট দিতে বেশি কিছু লাগে না, জাস্ট

                   অবহেলা করাই যথেষ্ট।


*কখনো চেনা ভিড়ে হাড়িয়ে ফেলি নিজেকে, কখনো রঙিন ব্যাথা কাঁদে এ বুকে, এলো মেলো ঝড়ে মন ভেঙে

              পড়ে, হাড়িয়ে ফেলি নিজেকে।


*চিরচেনা সেই রাত জাগা নির্ঘুম সেই ভোর দেখা, সব

       আগের মতোই! শুধু কারন গুলো কেমন 

                     যেনো বড় অচেনা।


*কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে, সেটা

                আজ হোক অথবা কাল।

একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে, যখন সে

                 দেখে সবাই তাকে ঠকায়। 


*সে অনেক ব্যাস্ত যে ব্যাস্ততায় আমাকে অনেক দুরে৷ 

 সরিয়ে দিয়েছে। দোয়া করি সে অনেক সুখি হোক।

  আমি নাহয় আমার মত করে থেকে গেলাম আবার

                আমার সেই অন্ধকার ঘরে।


*ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায়

        শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো ঘৃণা

                           করা যায় না।


 *প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অবুঝ সরলতা আর কিছু বর্ণিল মুখের

       ভাষা জীবনকে স্বার্থহীন ভাবে কাঁদায়।


*সুখি তো তারাই হয় যারা অন্যের বুকে ছুরি মেরে

                  ভালো থাকতে যানে।


*হাজারটা সুখের সৃতি একটা কষ্ট কে মুছে ফেলতে  

     পারে না। কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের সৃতিকে মুছে ফেলতে পারে, এটিই জীবনের সবচেয়ে

                             নিষ্ঠুর সত্যি।


  *ভালোবাসা বদলায় না, বদলে যায় মানুষ গুলো 

      অনুভুতি হারায় না হাড়িয়ে যায় সময় গুলো।

        এতটাই নিস্তব্ধ হয়ে গেছি, শত আঘাতেও 

                      আর কষ্ট পাই না।


*আমি মানুষ টা একটু ইমোশনাল। বার বার ভুল করি,

                মানুষ চিনতেই ভুল করি।

   আজ আর অভিমান হয় না, কারন অভিমান

         ভাঙানোর মত কেউ নেই আমার  

     এ পৃথিবীতে নিজের বলতে কিছুই নাই।


*তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সুখে থেকো, আর

       আমি নাহয় থাকবো নিকোটিনের আড়ালে। 

আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও আমি চেয়েছি তুমি  

 সুখী হও। তাইতো কোনো অভিযোগ করিনি অকারনে

                       চলে গেছি না বলে।


*সরি শব্দটা লজ্জার নয়৷ বরং এটি একটি সুন্দর

       সম্পর্ককে টিকিয়ে রাখার অবলম্বন। 

মৃত্যুটা হটাৎ করেই হবে, হয়তো তুমি জানতে পারবে না


*চাপা কান্নার আওয়াজ নেই, ভিতরটা ফেটে যায় কিন্তু  

                            শব্দ হয় না।

   মেনে নিতে কষ্ট হলেও এটাই সত্যি কথা যে, দুরত্ব

                 বাড়লে গুরুত্ব বোঝা যায়।

   কারো স্বপ্ন নষ্ট করে কোনোদিনও নিজের স্বপ্ন

                        সাজানো যায় না। 


*সব ব্যাথা গায়ে লাগে না কিছু কিছু ব্যাথা কলিজায় ও

                           আঘাত করে।

   চোখের পানি সবার জন্য আসেনা, কিন্তু যার জন্য

        চোখের পানি আসে সে তার মুল্য বুঝে না।


   * যে মানুষটা তোমার অনুভুতির মুল্য না দিয়ে, 

        তোমাকে ছুড়ে ফেলে দিয়েছে তার জন্য

                  কষ্ট পাওয়াটা অর্থহীন।


*ভুলটা আমার ছিলো কারণ স্বপ্নটা যে আমি একাই

                         দেখে ছিলাম।

     চোখের পানি হলো সব থেকে মুল্যবান পানি

                       কারন কি জানেন।


*পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানিই বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট।


*আমি তোমার নিরাময় ছিলাম। আর তুমি আমার রোগ 

       হয়েছো। আমি তোমাকে বাঁচিয়ে ছিলাম, তুমি

                      আমাকে হত্যা করেছো।


*ধরিনি কারো হাত তোর হাত ধরবো বলে। হাটিনি    

     কারো সাথে তোর সাথে হাটবো বলে। বাসিনি 

       কাউকে ভালো, তোকে ভালোবাসবো বলে। 

         আর সেই তুই ছেড়ে চলে গেলি আমায় 

                          একা করে।


*কাউকে দুঃখ দিলে তোমাকে দুঃখ পেতে হবে সেটা

    আজ হোক অথবা কাল! এটাই অতি বাস্তব।


*সুখ জিনিসটা মরীচিকার মতো, সারাটা জীবন তার

    পিছনে দৌড়াবেন কিন্ত তার সাক্ষাৎ পাবেন না।

   যদি জীবনে চলার পথে কখনো দেখা হয়, জানতে

                     চেওনা কেমন আছি।


----সমাপ্ত----

ধন্যবাদ সবাইকে?


এমন আরও অনেক গল্প পড়ুন।