খুব কাছের মানুষের অবহেলা | অবহেলা নিয়ে স্ট্যাটাস

  অবহেলার কষ্টের স্ট্যাটাস

অবহেলার কষ্টের স্ট্যাটাস

-☺wife:-শুনছো আমার হার্ডটা না খুব ব্যথা করছে! একটু উঠবে?


-😎Husband:-ধুর!! এতো রাতে রাত জেগে কি বলো এগুলো? শুয়ে পড়ো😡! কটা বাজে দেখেছো। কাল অফিস আছে আমার।


-☺W:-অসহ্য বুকের ব্যথা নিয়ে রাত টা কাটিয়ে দিলো!


--------#সকালে......!!


☺-: মা শুনছেন?! আমার বুকটা কাল রাত থেকে প্রচুর ব্যথা করছে।


💜মা-: ঐ হবে গ্যাস্টিকে! যাও ঔষুধ খেয়ে কাপড়,বিছানা চাদর সব ধুয়ে আনো।।। যাও তো দেখি,অনেক বেলা হয়ে গেলো।


☺☺☺প্রচুর ব্যথা নিয়ে সব কাপড় ধুয়ে,


-মা আমি একটু doctor এর কাছে যাবো?


💜-:এই হচ্ছে তোমাদের মেয়ে ছেলেদের সমস্যা,কিছু হবে না ওমনি doctor. আমাদের কে দেখো,একা হাতে সব সংসার সামলেছি,জী

বনে doctor কেমন চোখেও দেখিনি।😒


☺-:আসলে মা বুকটা খুব ব্যথা করছে। সহ্য হয়না আর।আমি কি আমার মা কে call দেবো? তিনি এসে নিয়ে যাবেন আমায়?!


💜-:এই তো আসল কথা।কি বাপু বাপের বাড়ি যাবে তো,তা তোমার স্বামীকে বললেই যেতে পারতে এতো নাটকের কি আছে??


☺-:মা আসলে খুব ব্যথা................


💜-:হয়েছে! call দাও। বলো আমাকে আমার বাপের বাড়ি রেখে আসো,বেড়াতে যাবো কদিনের জন্য!


আর শুনো পারলে বাপের বাড়ি থেকে আর ফিরে এসো না কোনো দিন।


☺-:থাক মা! আমার ব্যথাটা অনেক কমে গেছে।ভালো আছি এখন।(বিয়ের পর স্বামীর বাড়িটাই তো মেয়েদের শেষ ঠিকানা হয়)!


-----------২ দিন পর! #মেয়েটা যখন পৃথিবী ছেড়ে চলে গেলো!


💜-:দেখ বাপ! তোর বউ কে বার বার বলেছিলাম doctor এর কাছে যাও,doctor এর কাছে যাও, আমার কথা কানেই নেয় নি।এখন আর কেঁদে কি করবি।


ভূলে যা ওসব।


--------৪ মাস পর।


ছেলেটা, ও তার পরিবার একটা নতুন জীবন পায়।


নতুন বউকে নিয়ে তাদের সুখের সংসার!


দূরে একটা কবরস্থান থেকে মেয়েটার দীর্ঘ শাস কেউ শুনতে পায়না।☺

বাস্তব ছোট একটি গল্প

নাম্বার ভুল করে ১৫০০ টাকা বিকাশ চলে যায় এক ভদ্র মহিলার কাছে।সাথে সাথে নাম্বারে ফোন দিই,আমার পরিচয় দিয়ে উনাকে বিষয় টি বলি,তো উনি বললেন আমি ক্লাসে আছি স্কুল ছুটি হওয়ার পর আপনার টাকা টা ব্যাক দেবো।


তাৎক্ষণিক আমি ইনাকে জিজ্ঞাস করি আপনি কি শিক্ষিকা? বললেন হ্যাঁ প্রাথমিকের শিক্ষিকা।

ঘটনা মাস খানিক আগের,শিক্ষিকা শুনে আমি ধরেই নিয়েছিলাম টাকা টা পাবো,কিন্তু দুঃখজনক সত্য উনি টাকা টা ব্যাক দিলেন না।পরে আমি আরো ৩/৪ বার ফোন করেছি,এট লাস্ট উনি সাফ জানালেন উনি টাকা দিতে পারবেন না।আমি কেনো ভুল করে ছাড়লাম।মনে মনে ভাবলাম ভুল তো আমার।আর উনাকে বিরক্ত করিনি।


একটু ১৭ সালে ফিরে যাই....

১০০ টাকা ফ্লেক্সিলোড চলে যায় অপরিচিত এক নাম্বারে।তো আমি আর ফোন দিইনি,ভাবলাম কার নাম্বারে গেছে হুদাই কল দিয়ে লাভ নেই টাকা দেবেনা।দুই তিন দিন পরে হঠাৎ মনে হলো দেখি ফোন করে কি বলে,ফোন দিলাম এবং কথা বললাম।।

- আমি আপেক্ষায় আছি ভাই কেউতো ফোনটোন করেনা।যাত্রী নামিয়েই টাকা পাঠাইতেছি। 

আসলে উনি একজন অটো চালক ছিলেন।এবং ১৫ মিনিট পরেই টাকা দিয়ে দেন।


আর কিছু লিখবো? না আর কিছু লেখার প্রয়োজন মনে করিনা।

শুধু শিক্ষিত হলেই হয়না😶

 -মনুষ্যত্ব বোধ ও প্রয়োজন।🙂


এমন আরও অনেক গল্প পড়ুন।