স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প | স্বামী স্ত্রীর ভালোবাসা

স্বামী স্ত্রীর কষ্টের স্ট্যাটাস

স্বামী স্ত্রীর কষ্টের স্ট্যাটাস

 লুকিয়ে ছাদে স্ত্রীর কাপড় শুকাতে দিচ্ছি।মা দেখে ফেললো।কর্কষ স্বরে বললো " বৌমার কাপড় তুই নেড়ে দিচ্ছিস? "


" আসলে মা,ওর শরীরটা খারাপ।তাই...."


" শরীর খারাপ তাহলে কাপড় ধুইছে কে? "


মাথা নিচু করে বললাম " আমি "


" বউমা তোর দারায় কাপড় ধুয়ে নিলো? কি এমন শরীর খারাপ যে স্বামীকে কাপড় ধুতে হয়? "


আরো কিছুক্ষণ কর্কষ গলায় আমায় খোঁটা দিলো।আমি নাকি বউয়ের আঁচলে থাকি,প্রেম করে বিয়ে করার মাশুল দিচ্ছি আরো কত কি! 


মায়ের কথার কোনো জবাব দিলাম না।সিঁড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রী মায়ের সব কথা শুনছিলো সেটা লক্ষ্য করিনি।


ঘরে আসতেই স্ত্রী বললো " মা ওভাবে বললো আর তুমি চুপ করে ছিলে ? মা ঠিকি বলছে। আমায় বিয়ে করে তুমি সত্যিই ঠকেছো "


" তুমি নিজেও তো ঠকেছো।মা তো জানেনা,তুমি তোমার বাবা-মার পছন্দ করা ১ গ্রেডের টপ চাকরিওয়ালা ছেলেকে বিয়ে না করে আমার মতো ৮ গ্রেডের সাধারণ একটা ছেলেকে ভালোবেসেছো। বিয়ে করেছো।তোমার এই ত্যাগের কাছে এই সামান্য কাপড় ধুয়ে দেওয়া কিছুই না।তোমায় নিজের করে পেয়েছি এটাই আমার শ্রেষ্ঠ পাওয়া,বরং আমার ভালোই লাগে,পারলে তোমার সব কাজ আমি করে দিতাম "


" এসব কাজ করছো, কষ্ট হয় না? "


" না।বরং তোমায় না পেলে কষ্ট পেতাম।তোমায় পাওয়ার সাথে সাথেই কষ্ট হারিয়ে ফেলেছি।ভালোবাসার মানুষকে পাশে না পাওয়াই বড় কষ্ট।ভাগ্যিস সে কষ্ট আমি পাইনি "


স্ত্রীর চোখে জল।অশ্রুসিক্ত চোখ নিয়ে বললো " কাছে আসো, জ"ড়িয়ে ধরবো "


তুমি আমি

জয়ন্ত কুমার জয় 


-অনুগল্প

ছোট গল্প

একটা দুঃখের ঘটনা শেয়ার করি... 


কিছুদিন আমাদের এলাকার এক মুরব্বী চাচাকে দেখি ফোনে নিজের ছেলের সাথে কথা কাটাকাটি করছে।জিজ্ঞেস করে জানতে পারি... 


ওনার কলেজ পড়ুয়া ছেলে যে কিনা হোস্টেলে থাকে সে দুপুর থেকে না খেয়ে আছে,বিকেলে বাবাকে বলে মোবাইলে দুশো টাকা পাঠাতে।যাতে অন্তত দুটো দিন চালিয়ে নিতে পারে।সমস্যা হলো লোকটা টাকা ঠিক-ই পাঠিয়েছে!কিন্তু দোকানদার সেন্ড মানির পরিবর্তে রিচার্জ করে ফেলেছে।অবশ্য এখানে ভু্লটা চাচারই,উনি দোকানদারকে বুঝিয়ে বলতে পারেননি।


লোকটার কাছে অতিরিক্ত টাকাও নেই যে ছেলেকে আবারও পাঠাবে।উপায়ন্তর না দেখে কাঁদতে আরম্ভ করে দিলো।তবে টাকার জন্য নয়,ছেলের চিন্তায়।


---মনে হয় রাইতটা না খাইয়াই থাকতে হইবে পো/লা/ডা,বাপ অইয়া পোলার এই কষ্ট কেমনে সহ্য করি!


আমি এখনও বাবা হয়নি ঠিক,কিন্তু সেদিনের বুড়ো চাচার পিতৃত্বের আহাজারি হাড়ে হাড়ে অনুভব করতে পেরেছি।💔


সৃষ্টিকর্তার অশেষ কৃপা এমন পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি,আর কাউকে যেন না পড়তে হয়।।🙏

-অনুগল্প 


     -----------সমাপ্ত--------


এমন আরও অনেক গল্প পড়ুন।