গল্প রোমান্টিক | রোমান্টিক ফানি স্ট্যাটাস ২০২৪

 রোমান্টিক হাসির স্ট্যাটাস

রোমান্টিক হাসির স্ট্যাটাস

বন্ধু বলল,"দোস্ত এক কাজ কর, গার্লফ্রেন্ড কে তোর মায়ের কাছে পাঠিয়ে দে।"


আমি জিজ্ঞাসু দৃষ্টিতে বন্ধুর দিকে চেয়ে রইলাম।


"বুঝলি না? তোর প্রেমিকা দেখে আন্টি দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন। ছেলে প্রেমিকা নিয়ে যদি ভেগে যায় সেই ভয়ে কাজ হবে।"


"বুদ্ধি তো ভালোই কিন্তু --?"


"আবার কিন্তু টিন্তু করিস না। কাজ হবে একশো একশো।"


"তুই তো জানোস আমার কোনো গার্লফ্রেন্ড নাই!"


বন্ধু একটু ভাবনায় পড়ে গেল। "হ্যাঁ, এটা একটা সমস্যা। এক কাজ কর অন্য একটা মেয়ে কে গার্লফ্রেন্ড সাজিয়ে পাঠা।"


"মেয়ে পাব কোথায়? গার্লফ্রেন্ড কি ভাড়া পাওয়া যায়? "


"না, এমন তো জানি না।"


"দোস্ত তোর গার্লফ্রেন্ড কে একদিনের জন্য হাওলাদ দে।"


বন্ধু ভাবনায় পড়ে গেল। কিছু সময় ঝিম মেরে বসে থেকে বলল, "আচ্ছা , মিলির সাথে কথা বলে দেখি।"


বন্ধু মোবাইল বের করে মিলি কে কল দিলো। লম্বা সময় ধরে কথা চলল। কথা শেষ করে আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, "দোস্ত মিলি রাজি আছে। তবে একটা শর্ত দিছে।"


"কী শর্ত?"


"বাজারে কি একটা নতুন ড্রেস আসছে সেটা কিনে দিতে হবে।"


"আচ্ছা দিবো কোনো সমস্যা নাই।"


কথা হলো পরেরদিন সকাল দশটায় মিলি আমাদের বাসায় যাবে। আমার গার্লফ্রেন্ড সেজে মায়ের সাথে দেখা করবে। অবশ্য তার আগেই আমি বাসা থেকে বেরিয়ে যাব।


পরেরদিন সকালে বাসা থেকে বেরিয়ে গেলাম। মিলি দশটায় আসবে মায়ের সাথে দেখা করতে। কতটা সময় লাগবে বড়োজোর ঘন্টাখানিক। আমি বাসায় ফিরলাম বিকালে। মাঝে বন্ধুকে অনেকবার কল দিয়েছে ধরেনি! সকালে একবার কলে জানিয়েছিল মিলি আমাদের বাসায় পৌঁছে গেছে। এরপর আর কোনো খবর নাই।


বাসায় এসে তেমন কোনো পরিবর্তন দেখলাম না। মনে হয় মায়ের সাথে মিলির দেখাই হয়নি। কাজ হয়নি বলে বন্ধু মনে হয় কল ধরছে না।


বন্ধুর সাথে দেখা হলো দুইদিন পরে। আমাকে দেখে দ্রুত পালিয়ে যাচ্ছে! আমি দৌড়ে ধরলাম। " কী রে কি হইছে?"


মুখকালো করে আমার দিকে তাকিয়ে বলল, "তোর সাথে কোনো কথা নাই। তোর জন্য মিলি আমার সাথে ব্র্যাকআপ করেছে!"


"বলিস কী! আমার জন্য মানে?"


"তোর বাড়িতে পাঠিয়ে তো সব শেষ হলো!"


"মা বুঝি মিলির সাথে আমার বিয়ে দিতে চেয়েছে? "একটু হাসলাম।


"হাসবি না। তোর সাথে বিয়ে দিতে চাইলে তো মিলি রাগ করত না।"


"তাহলে মা কী বলেছে?"


মিলি কে দেখেই আন্টি জিজ্ঞেস করল, "তোমাকে রায়হান পাঠিয়েছে? 


 মিলি বলল," হ্যাঁ।"। 


"গাধাটা এতদিনে একটা ভালো কাজ করেছে। এসো মা। তোমার নাম কী? "


"মিলি।"


"এটা আমাদের রান্নাঘর। পাশেই বাথরুম। "


"বাঃ!, মা দেখি মিলিকে পছন্দ করে ফেলেছে? "


বন্ধু আমার দিকে কঠিন চোখে তাকিয়ে বলল, "হ্যাঁ করেছে! "


"তারপর কী হলো বল?"


আন্টি বললেন, "তুমি কি রান্না পার মিলি?"


"ভাত, ডাল, ডিম ভাজা আর মাছও রান্না করতে পারি।"


"সমস্যা নাই এতেই চলবে। "


"মা দেখি সত্যি সত্যি মিলিকে মেনে নিয়েছে রে!"


"মেনে তো নিয়েছেন! এরপরে আন্টি কী বললেন জানিস?"


"বিয়ের প্রস্তাব দিয়েছেন বুঝি?"


 আন্টি মিলি কে বললেন, " দ্যাখ মা তোমাকে দেখেই ভালো লাগছে তাই মাসে ছয় হাজার দিবো। মাসে দুই দিনের বেশি ছুটি পাবা না!"


Nabil Mahmud


রোমান্টিক-হাসির-গল্প-পড়ুন।