বল্টুর হাসির কৌতুক | বল্টুর জোকস ২০২৪

 বল্টু জোকস

বল্টু জোকস

বল্টু ঈদের নামাজ পড়ে জিকির করতে করতে বাসায় ফিরলো।বাসায় গিয়ে সে তার বউকে বলল,,,


বল্টুঃমাথাটা খুব ব্যাথা একটু চুল গুলো টেনে দাও।


বল্টুর বউঃনিজের চুল নিজে টানুন সেমাই রাঁধতে গিয়ে আমার হাত পুরে গেছে।


বল্টু মন খারাপ করে তার মায়ের কাছে গেল,,,,


বল্টুঃমা মা আমার চুলগুলো একটু টেনে দাও না।


মাঃআমার যদি চুল টানতে হয় তাহলে তোকে বিয়ে দিলাম কেন।যা ঘরে যা।(রাগি ভাবে)


এ বলে বল্টুর মা তার কান টেনে দিল।বল্টু আবারও হতাশা নিয়ে কান ডলতে ডলতে তার ছোট ভাইয়ের কাছে গেল।


বল্টুঃওই আমার চুলগুলো টান।


বল্টুর ভাইঃতোমার মাথায় খুশকি আর পচা আলুর গন্ধ।আমি এগুলো টানতে পারব না।


বল্টু রেগেটেগে তার ভাইকে লাথি মেরে ছাঁদে চলে গেল।

বল্টু দেখল ছাদে একটি বানর বসে আছে।বল্টু তার সামনে গিয়ে তাকেও বলল চুল টেনে দিতে।বানরটি রেগে তার চুল টেনে ছিরে ফেলল।কিন্তু বল্টু ব্যাথায় কাদার কথা কিন্তু তার চোখে খুশির জল।


বল্টুঃআমার আপন জন আমার কথা শুনল না,আমার কষ্ট বুঝল না।আর তুমি আমার বলার আগেই চুল টেনে দিলে তোমার মতো মানুষ হয় না৷ আজ থেকে তুমি আমার ভাই।


এ বলে বল্টু বানরের সাথে কোলাকুলি শুরু করে দিল।


বল্টুর_ঈদ

বল্টুর হট জোকস

ফকির ঃ আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটি! 


পিচ্চি ঃ আমি বেটি না বেটা।।।


ফকির ঃ আল্লাহর ওয়াস্তে কিছু দে বেটা.? 


পিচ্চি ঃআমার নাম আহনাফ ! 


ফকির ঃ আল্লাহর ওয়াস্তে কিছু দে আহনাফ  


পিচ্চি ঃ আমার পুরো নাম আহনাফ আহমেদ সোহেল  


ফকির ঃ আল্লাহর ওয়াস্তে কিছু দেন বাবা 

 আহনাফ আহমেদ সোহেল .???  


পিচ্চি ঃ হ্যা.. এখন টিক আছে.. এবার মাফ করেন... 🤭

নাট বল্টুর গল্প

গত বছর এমন দিনেই,পড়াশোনা নিয়ে বাসায় বকাঝকা করায় চিঠি লিখে বের হয়ে গেছিলাম। হাতে ছিলো ৪০০ টাকা মাত্র।


পরে কই আর যাবো,আত্নীয় দের বাসায় গেলে কল দিয়ে আব্বু আম্মুরে জানায় দিবে। একটা রিকশা নিলাম,বললাম মামা যেখানে মন চায় নিয়া চলেন🙂এমন দুপুরে কড়া রোদে রিকশা চালক ব্যাডা আমার ভা/ঙ্গা রাস্তা দিয়া বেডার বাড়িতে নিয়া গেছে।এর পর আমারে বসায় রাইখা ভাত খাইছে। ওনার বউ আবার আমারে খাওয়ার জন্য সাধছে বাট খাই নাই।


পরে জিগ্যেস করলো এবার বলেন কই যাবেন।বললাম যেখান থেকে আসছি ওইখানেই চলেন।ভাইরে ভাই ওই এলাকার রাস্তা এতো ভা/ঙ্গা,,, কোমরের বারোটা বেজে গেছে।পরে ওনার ভাড়া দেওয়া লাগলো ২৯০ টাকা🫠


বাড়িতে আসলাম,আসার পর দেখি আমার চিঠি কেউ দেখেও নাই.....যেম্নের চিঠি ওম্নেই রইছে🙂🙂🙂


পুরা জীবন টাই এমন লস!!


এমন আরও মজার গল্প পড়ুন।