জীবনে প্রচুর হাসতে হবে
বল্টু বাজারে পিঁয়াজ কিনতে গেল... 🥹🫰
•বল্টু:: পিঁয়াজের দাম কত!😊😊
দোকানদার :২৫০ টাকা কেজি।🫣🫣
•বল্টু :এতো দাম কেন! আগে না ৭০ টাকা ছিল!😑😑
দোকানদার: আগে দি/তাম এখন দেই না!🥲🥲
•বল্টু :দুই পিঁয়াজ দাও।☺️☺️
-পিঁয়াজ নিয়ে টাকা না দিয়ে বল্টু চলে জাচ্ছে...
দোকানদার :এই যে ভাই, টাকা না দিয়ে চলে জাচ্ছেন কেন!🫤🫤
•বল্টু :আগে দি/তাম এখন দেই না!🐸🐸
দোকানদার ফক্কির একবারে 😁🤣🙀
আমি হাসতে ভালোবাসি
কেল্টু নামে এক চোর বল্টুর বাড়িতে চুড়ি করতে গেল!🥹🫰🏻
-কেল্টু চোর ঘরের ভেতরে ত'ন্ন-ত'ন্ন করে খোঁজার পরও কিছুই পেল না!🙁🙁
-আফসোস, করতে করতে ঘর থেকে বের হওয়ার সময় দেখতে পেল এক লোক দরজার আড়ালে মুখ লু"কিয়ে আছে..
কেল্টু: কে আপনি?🫡🫡
বল্টু :আমি বাড়িওয়ালা!😒😒
কেল্টু : দরজার আড়ালে মুখ লুকা"চ্ছেন কেন?🤨🤨
বল্টু :-আপনি চুরি করতে এসে এতো খোঁজার পরও কিছুই পেলেন না, তাই ল'"জ্জা'য় আপনাকে মু'খ দেখাতে পারছি না!🥹🥹
প্রচুর হাসতে হবে
আজব পরীক্ষায় অবাক বাবা🤣
বাবা : কিরে, তোর পরীক্ষা কেমন হলো?
বল্টু : আর বলো না বাবা, ১ নম্বর প্রশ্নের উত্তরটা লিখতে পারিনি। ২ নম্বর প্রশ্নের উত্তরটা মনেই পড়ছিল না। ৪ নম্বর প্রশ্নটা যে কোথা থেকে দিলো, বুঝতেই পারলাম না। ৫ নম্বর প্রশ্নের উত্তরটা ভুলে লেখা হয়নি।
বাবা : আর ৬ নম্বর?
বল্টু : ওটা যে প্রশ্নপত্রের উল্টো পাশে ছিল, আমি খেয়ালই করিনি!
বাবা : আর ৩ নম্বর?
বল্টু : বিশ্বাস করো বাবা, শুধু এই একটা প্রশ্নের উত্তরই ভুল লিখেছি।
বাবা : বে*হু*শ 🤣🤣🤣
বাঁচতে হলে হাসতে হবে
বল্টু : আচ্ছা, আপনার স্বামী মারা গেলেন কিভাবে...🥲🫰🏻
মহিলা : স্যার, কিভাবে যে কি হয়ে গেল । জলজ্যান্ত মানুষটা সুস্থ অবস্থায় হঠাৎ করেই মারা গেলেন ।😔😔
বল্টু : আচ্ছা, মারা যাওয়ার আগে উনি কি করছিলেন🫠🫠
মহিলা : খাচ্ছিলেন ।
বল্টু : কি খাচ্ছিলেন!🫨🫨
মহিলা : এইতো সরষে-ইলিশ দিয়ে ভাত খাচ্ছিলেন ।
বল্টু : আচ্ছা, দেখিতো ওনার ভাতের থালাটা ।🫣🫣
পরীক্ষা করার পর....
বল্টু : সেকি ওনার ভাতে তো কিছু মেশানো ছিল । আপনি কি বিষ টিষ কিছু মিশিয়ে দিয়েছেন নাকি🫤🫤
মহিলা : আসলে স্যার, উনি অফিস থেকে এসেই তাড়াহুড়ো করে খাবার টেবিলে বসে পরলেন আর বললেন তাড়াতাড়ি খেতে দাওতো পেটে একদল ইদুর চৌ-চৌ করছে ।🥲🥲
বল্টু : তারপর কী হলো🙂🙂
মহিলা : তারপর ওনার পেটের ইদুর মারার জন্য আমি ভাতে ইদুরের বিষ মিশিয়ে দেই ।🥹🥹
হাসতে হাসতে পেট ব্যাথা
ড্রাইভারকে জিজ্ঞেস করলাম
কি ব্যাপার এতো জ্যাম কিসের?
স্যার সামনে এক পাগল বৃষ্টিতে ভিজতেছে।
বসকে ফোন দিলাম।
বস জ্যামে আছি। এক পা/গল হাতিরঝিলে বৃষ্টিতে ভিজতেছে। খিচুড়ি খেয়ে নেশা করছে মনে হয়।
হাতিরঝিলের কোন সাইডে?
আগের আড়ং ছিলো না সেই সাইডে। ইচ্ছে করতেছে দুই ঘা লাগিয়ে দিয়ে আসি।
মিয়া আপনি আমাকেও চিনতে পারতেছেন না। ঐটা আমি। জ্যাম ক্লিয়ার করতেছি। সকাল বেলায় ফেসবুকে খিচুড়ির ছবি দিয়েছি দেখে এই কথা বললেন। গাড়ি থেকে নামেন। আমার সঙ্গে জ্যাম পরিস্কার করেন।
বসের সঙ্গে দাঁড়িয়ে ট্রাফিকের কাজ করতেছি। দেখি একটা গাড়ি থেকে আমার প্রাক্তন আমার ছবি তুললো। কিছুক্ষন পর ফেসবুকে পোষ্ট দিলো
আমাকে না পেয়ে আজ তার এই অবস্থা।
কেমনডা লাগে?