হঠাৎ বিয়ের রোমান্টিক গল্প | রোমান্টিক প্রেমের গল্প

 গল্প রোমান্টিক

গল্প রোমান্টিক

গল্পঃ_বিয়ের_আগে_রোমান্টিক_কথোপকথন 


ছেলেঃ আচ্ছা তোমার বয়ফ্রেন্ড আছে? 


মেয়েঃ এতো কিছু থাকতে এই প্রশ্ন? 


ছেলেঃ এমনিই জানতে ইচ্ছে হলো তাই বললাম? 


মেয়েঃ থাকলে কি বিয়েটা ভেঙ্গে দিবেন?


ছেলেঃ সেটা না হয় জেনেই বলবো?


মেয়েঃ তো কি বলবেন মেয়ের বয় ফ্রেন্ড আছে?

বিয়ে করা যাবে না? 


ছেলেঃ বলবো মেয়ের নাক বোঁচা? 


মেয়েঃ আমার নাক যথেষ্ট উঁচু। আপনি নিজের টা দেখেন?


ছেলেঃ আর বলবো মেয়ে ঝগড়াটে?


মেয়েঃ কি বললেন আমি ঝগড়াটে। আমার মতো এমন শান্ত মেয়ে কোথায় পাবেন?


ছেলেঃ এই রকম শান্ত দরকার নেই? বললেন না কিন্তু বয়ফ্রেন্ড আছে কি না? 


মেয়েঃ বয়ফ্রেন্ড থাকলে কি আপনার সাথে বিয়েতে রাজি হতাম?


ছেলেঃ এই রকম অনেক আছে। বাবা মায়ের চাপে পড়ে বিয়ে করে ঠিক। কিন্তু বিয়ের কিছুদিন পর বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়? 


মেয়েঃ তার মানে আপনি এই জন্য জানতে চাচ্ছেন আমার বয়ফ্রেন্ড আছে কি না?


ছেলেঃ বলতে পারেন? 


মেয়েঃ আমি ওই রকম মেয়ে না যে বিয়ের পর অন্য কারো সাথে পালিয়ে যাবো?


ছেলেঃ এই রকম সবাই বলে? 


মেয়েঃ আপনি কি চাচ্ছেন আমি রেগে যাই?


ছেলেঃ না চাইতেই তো রেগে যাচ্ছেন। আচ্ছা আপনার নামটা যেনো কি?


মেয়েঃ নাম না জেনেই বিয়েতে রাজি হয়ে গেলেন?


ছেলেঃ শুনেছি কিন্তু মনে নেই ভুলে গেছি? 


মেয়েঃ বিয়ের পর আমাকে মনে রাখতে পারবেন তো? 


ছেলেঃ আর যাই হোক। বোঁচা নাকের কথা কখনো ভুলবো না? 


মেয়েঃ আবারো একই কথা😠😠


ছেলেঃ সরি কিন্তু একটা কথা বলতেই হচ্ছে? 


মেয়েঃ কি কথা? 


ছেলেঃ আপনার চোখ গুলো একদম মারবেলের মতো গোল গোল?


মেয়েঃ কি বলছেন। আপনাকে আমি 😠😠


ছেলেঃ রাগলে আপনাকে একদম মানায় না। বিশ্রী লাগে? 


মেয়েঃ আপনে কি বিয়েটা এগোতে চাচ্ছেন, না ভাঙতে? 


ছেলেঃ সেটা তো বলতে পারিনা। তবে এই শাড়ীতে আপনাকে বেশ মানিয়েছে?


মেয়েঃ আপনি প্রশংসা ও করতে পারেন। জানা ছিলো না তো, ধন্যবাদ? 


ছেলেঃ শাড়ীটার দাম কত? 


মেয়েঃ পাঁচ হাজার পাঁচশত টাকা?


ছেলেঃ এমন একটা শাড়ী কিনে দিতে আমার দুই মাস কেটে যাবে? 


মেয়েঃ সমস্যা নেই। আমি পাঁচশত টাকার শাড়ীও পড়তে পারি?


ছেলেঃ আপনার হাতের ফোনটাও দেখছি বেশ দামি?


মেয়েঃ হ্যা পঁচিশ হাজার টাকা। বাবা কিছুদিন আগে বিদেশ থেকে নিয়ে আসছে? 


ছেলেঃ এমন একটা মোবাইল কিনে দিতে আমার ছয় মাস কেটে যাবে?


মেয়েঃ আপনার সাথে কথা বলার জন্য একটা নরমাল ফোন হলেও চলবে? 


ছেলেঃ বাহহ তার মানে বিয়ে টা হচ্ছে? 


মেয়েঃ কিন্তু আমার তো নাক বোঁচা? 


ছেলেঃ নাক বোঁচা ওয়ালা মেয়ে আমার বেশ পছন্দ? 


মেয়েঃ আমি তো ঝগড়াটে? 


ছেলেঃ পাশের বাসার ভাবিকে সায়েস্তা করার জন্য আপনাকে প্রয়োজন? 


মেয়েঃ রাগলে যে আমাকে বিশ্রি লাগে? 


ছেলেঃ লাগুক, সুন্দর্য বুঝতে মাঝে মাঝে এটার 

দরকার হয়?


মেয়েঃ কিন্তু আমার যে বয়ফ্রেন্ড আছে? 


ছেলেঃ তার মানে আমাদের আর দেখা হচ্ছে না? 


মেয়েঃ হচ্ছে? 


ছেলেঃ হচ্ছে কবে?


মেয়েঃ বিয়ের দিন সন্ধা গড়িয়ে যখন গাঁড় অন্ধকার নেমে আসবে। তখন ফুলের গালিচায় অপেক্ষা 

করবো আপনার জন্য? 


মেয়েটার কথায় আমি আর দাঁড়ালাম না। মুসকি হেসে ঘুরতেই ওর ঠোটের কোনের মুসকি হাসিটাও আমার চোখ এড়ালো না। হয়তো আমার মত ওর মনেও হাজারো প্রশ্ন জমাট বেঁধে আছে।


তবে এ জমাট থাকবে না। সব গোলে যাবে সেই রাতে। যেদিন মেয়েটা আমার অপেক্ষায় বসে থাকবে ফুলের গালিচায়। হ্যা ফুলের গালিচায় বসে।


সত্যি কারের ভালোবাসা পুর্নতা পায় যুগ থেকে যুগান্তর


ভালোবাসা বিশুদ্ধ।

                        

**************সমাপ্ত************


আমাদের ওয়েব সাইটে গল্প পড়ুন, ভালোবাসার গল্প, রোমান্টিক ক্যাপশন বাংলা, রোমান্টিক স্ট্যাটাস, রোমান্টিক ভালোবাসার স্ট্যাটাস, খুব রোমান্টিক গল্প, বড়দের রোমান্টিক গল্প


এমন আরও গল্প পড়ুন।