অবহেলার কষ্টের ছবি | বন্ধুদের অবহেলা নিয়ে উক্তি

 খারাপ বন্ধু নিয়ে স্ট্যাটাস | বন্ধু নিয়ে কিছু কথা | বন্ধু নিয়ে স্ট্যাটাস

শক্র ও কখনো কখনো বন্ধুর মত আচরণ করবে। তার অর্থ এই নয়, সে তোমার বন্ধু!


পড়ে গিয়েছো?

উঠে দাঁড়াও,

তােমার পড়ে যাওয়াটা হয়তো

কয়েকজন দেখেছে,

কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে!

বন্ধুদের নিয়ে কিছু কথা

জোর করে কাউকে

কোনাে সম্পর্কে জড়িয়ে রাখা

যায় না!

যে থাকার, সে থাকবে

আর যে চলে যাওয়ার সে‌ চলে যাবে!


বাস্তব তো এটিই

গলা জড়িয়ে ধরলেই

সবাই বন্ধু হয়না!

স্বার্থপর বন্ধু


সবার হাত বন্ধুত্বের হয় না।
কিছু হাত বন্ধুত্বের রুপ নিয়ে আপনাকে ধ্বংস করতে আসে।
জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা উচিত।

স্বার্থপর বন্ধু নিয়ে স্ট্যাটাস

কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে আজকে যে জয়ের হাসিটা হাসছেন, বা একটু ভালো আছেন বলে ভাবছেন, সেই হাসিটা বা ভালো থাকাটা খুউব বেশি দিনের জন্য নয়।


 কাউকে কষ্ট দিয়ে বা ঠকিয়ে আপনি ভালো থাকার কথা চিন্তা করছেন, তাহলে আপনি ভুল ভাবছেন।


কাউকে ঠকিয়ে বা কষ্ট দিয়ে কেউ বেশিদিন ভালো থাকতে পারে না। 


" যে ঠকে, সেও কাঁদে, আবার ঠকায় সেও কাঁদে, 

পার্থক্যটা হচ্ছে দু'দিন আগে আর পরে। "


তবে যে ঠকে সে হয়তো তার কষ্টটা একদিন ভুলে গিয়ে মানুষ চিনতে শিখে যায়। আবার নতুন করে পথ চলতে শুরু করে। 


আর যে ঠকায় সে কখনোই বিবেকবোধের জায়গা থেকে ভালো থাকতে পারে না। 

কেউ না জানলেও আপনি নিজে জানেন, যে আপনি কি করেছেন?

কাকে ঠকিয়েছ। আপনার বিবেকের যে অপরাধবোধ, তা আপনাকেও ধ্বংস করে দিবে। 

বিবেকের ধ্বংসন চাইতে বড় ধ্বংস পৃথিবীতে আর একটিও নেই। 


আচ্ছা, আপনি যে মানুষটাকে ঠকিয়েছ, বা তিলে তিলে কষ্ট দিয়েছেন। 

সে হয়তো কিছু বললো না। প্রতিবাদ করলো না। 

বা কারোর কাছে বিচার চাইলো না। 


কিন্তু, মানুষটা যখন কষ্ট পেয়ে অনেকগুলো রাত জেগে চোখের জল ফেলবে, আর বুক ফাপা যন্ত্রণায় দীর্ঘশ্বাস ফেলবে। 

ঔ মানুষটার চোখের জল আর দীর্ঘশ্বাস আপনাকেও তিলে তিলে শেষ করে দিবে। শুধু কিছুটা সময়ের অপেক্ষা। 


হয়তো আপনি কাউকে বলতে পারবেন, বা দেখাতেও পারবেন না। যে আপনার কষ্ট হচ্ছে। 

কিন্তু আপনি ভিতরে ভিতরে মানসিক যন্ত্রণায় ভুগতে ভুগতে শেষ হয়ে যাবে।


আপনার বুকের ভিতরের যে আর্তনাদ হবে, এগুলো কাউকে দেখাতে পারবেন না।


পৃথিবীর সবচাইতে বেশি কষ্টের একটি হচ্ছে মানসিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণার চাইতে বড় কোন কষ্ট এই পৃথিবীতে নেই।


যাকে ঠকিয়েছ বা কষ্ট দিয়েছেন, সে আপনাকে অভিশাপ না দিলেও "রুহের হায়" বলে একটা শব্দ আছে। যাকে Revenge of nurture বলে। 


মানুষ মানুষকে ছার দিলেও প্রকৃতি কাউকেই ছার দেয় না। 

মানুষ মানুষেকে ক্ষমা করলেও প্রকৃতি কাউকেই ক্ষমা করে না। 

প্রকৃতি ঠিক সময় মতোই তার হিসেব নিবে কড়ায় গন্ডায়। 


কেউ আপনাকে মানসিক কষ্ট দিচ্ছে, বা কেউ আপনাকে নির্মম ভাবে ঠকিয়েছে, আপনার দোষ না থাকার স্বত্বেও আপনার উপর দোষ দিয়েছে, বা আপনার দুর্বলতা জেনেও তার সুযোগ নিচ্ছে, সুযোগ পেলেই আপনাকে ছোট করছে বা অপমান করছে। 

শুধু মাত্র একটু চুপ করে ধৈর্য্য ধারণ করুন। 

আর একটু সময়ের অপেক্ষা করুন। 


আমরা সবকিছু ভুলে গেলেও, সময় আর প্রকৃতি কোনকিছুই ভুলে না। 

সময় মতো সবকিছুর প্রতিদান দেয় তার দ্বিগুণ হারে। 


মানুষ তার কৃতকর্মের ফল এই পৃথিবীতে থাকতেই অনেকটা ভোগ করে যায়। সব কাজেরই একটা ফল আছে, হোক দু'দিন আগে, বা দু'দিন পরে।


একটা কথা মনে রাখবেন, কাউকে কষ্ট দিয়ে, বা কাউকে ঠকিয়ে সত্যিই কেউ বেশিদিন ভালো থাকতে পারে না। কাউকে কষ্ট দিয়ে সীমিত সময়ের জন্য যে সুখটা অনুভব করবেন, সে সুখ স্থায়ী হবে না। আর যদি কাউকে ঠকান বা কষ্ট দেন, তাহলে আপনিও প্রস্তুত হয়ে থাকবেন, তার চেয়ে দ্বিগুণ কষ্ট আপনার জন্য অপেক্ষা করছে।


লেখা: রাহুল রায়


বাস্তব জীবনের গল্প পড়ুন।