মজার ফেসবুক স্ট্যাটাস
না পড়ে কেউ হা হা রিয়েক্ট দিবেন না।
fb তে এক বড় ভাই পোস্ট দিছে in a relationship with.....
আমি ভুল করে হা হা রিয়েক্ট মারছি।
ভাই তো চরম খেপেছেন 🥺
আমি বললাম sorry bro ভুল করে দিয়ে ফেলছি, কিছু মনে করবেন না।
:আচ্ছা ঠিক আছে পরের বার যেনো এই ভুল না হয়।
২বছর পর ভাইয়াটা আবার পোস্ট দিছে,
in a relationship with......
আমি এবার wow রিয়েক্ট দিলাম,
সাথে একটা comment ও করলাম।
:ভাই আগের বার হা হা রিয়েক্ট দিয়ে ভুল করছি, এইবার দেখেন ওয়াও দিছি।
এইবার ভাইয়ার gf তো রেগে আগুন।
ভাইয়ারে মেনশন দিয়া বলতেছে,,,,ওই কুত্তা তুই আগেও প্রেম করছিলি।
(ভাইয়া)ইয়ে মানে কই নাতো জানু,
:এই কুত্তা তুই না কইছিলি আমি তোর প্রথম প্রেম??
:তুমিই তো আমার প্রথম জান বিশ্বাস করো 😢
তোর লগে এখনই breakup..... যা কুত্তা আর ফোন দিবি না তোকে এখনই ব্লক।
আমি চুপিচুপি ঝগড়া দেখছিলাম এতোক্ষণ রিপ্লাই হচ্ছে না, হয়তো ব্লক লিস্টে পরে গেছে এতোক্ষণে।
আমি চাট অফ করে রাখছি তাই ভাইয়া ও মেসেজ দিতে পারছে না।
এর কয়েক দিন পর দেখলাম পোস্ট দিছে,,,,,
married with........
নিচে আমাকে মেনশন করে বলছে ভাই এইবার আর কোনো রিয়েক্ট দিস না, please 👏
আমি ভাবলাম রিয়েক্ট দিতে না করছে comment করতে তো আর না করে নি।
আমি লিখলাম।
"ভাইজান গত দুইবার রিয়েক্ট দিছি এইবার এমনিতেই দিতাম না।"
comment এর রিপ্লাই এ ভাবিজান ভাইজান কে মেনশন করে লিখছে,
:এর আগে দুইবার মানে কি??
তুমি কি আগেও দুইবার বিয়ে করছিলা??😢
যা তোরে তা'লা'ক!!!
মজার পোস্ট
সকাল থেকে বৌ অসম্ভব ব্যস্ত।চামচ,ছু"রি জোগাড় করছে।একটু খটকা লাগলো,মনে মনে কি ফন্দি আঁটছে আবার?
প্রথমবারের মতো বৌ রান্না করছে ভেবে গর্বে বু"ক ফুলে উঠলো।বিবাহিত জীবনে এই পর্যন্ত আমিই রান্না করে বৌকে খাওয়াই।কিন্তু আজ হঠাৎ কি হলো? ও নিজেই রান্না করছে!
পিছন থেকে বৌকে জ"ড়িয়ে ধরে বললাম " কি করো বৌ? "
বৌ হেসে বললো " তোমার জন্য স্পেশাল রেসিপি বানাচ্ছি "
" কি বানাচ্ছো?নাম কি এটার? "
" লি"পস্টিক।ইউটিউব দেখে শিখেছি "
ট্যাংরা মাছের শিং ঘুতা খাওয়ার মতো বু"কে খোঁচাখুঁচি করার মতো তীব্র ব্যথা অনুভব করলাম।যতটা সম্ভব নিজেকে সামলে রেখে বললাম
" ইউটিউব দেখে লি"পস্টিক রান্না করা শিখছো! "
" আরে গাঁধা ছেলে,লি"পস্টিক রান্না করা যায় নাকি?বানাচ্ছি।একটু পর ঠোঁ"টে মেখে তোমার কাছে যাবো, তখন খেয়ে বলবে কেমন হয়েছে।ঘরোয়া লি"পস্টিক,পে"ট খারাপ হবে না "
গল্প:লিপস্টিক
-জয়ন্ত_কুমার_জয়
মজার ছোট গল্প
ম্যাজিস্ট্রেট: তুমি চুরি করেছো??
চোর: না হুজুর। আমি শুধু কবি গুরুর নির্দেশ পালন করেছি।
ম্যাজিস্ট্রেট: তার মানে??
চোর: গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো,"*আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে*।"
ভাবলাম আমিই বা বসে থাকি কেনো?? আমিও যাই, তাই বেড়িয়ে পড়লাম।
ম্যাজিস্ট্রেট: তারপর??
চোর: একটি বাড়ি থেকে আওয়াজ এলো- *এসো এসো আমার ঘরে এসো আমার ঘরে*। সাথে সাথে ঢুকে পড়লাম।
ম্যাজিস্ট্রেট: বলো কি!!
চোর: ঘরে ঢুকেই শুনলাম- *ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে*। বেশ আনন্দ পেলাম। বুঝলাম, আমাকে স্বাগত জানাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কি করবো ভাবছি, তখন শুনতে পেলাম- *এবার উজাড় করে লও হে আমার যা কিছু সম্বল*।
কবিগুরুর আদেশ তো আর অমান্য করা যায় না! সব মালপত্র একজায়গায় জড়ো করে বেঁধে ফেললাম। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো- *আজি দখিন দুয়ার খোলা*।
পেছনের দরজা দিয়ে যখন বেড়িয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো। আমি কত বোঝাবার চেষ্টা করলাম- আমি চুরি করিনি, শুধু রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি!!
ওরা বোধহয় রবীন্দ্রনাথের নামই শোনে নি, সোজা আপনার কাছে নিয়ে এসেছে।
ম্যাজিস্ট্রেট: ঠিক আছে, তোমাকে তিন বছরের কারাদণ্ড দিলাম। এই বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন??
চোর: ❝এ পথে আমি যে গেছি বারেবার, ভুলিনি তো একদিনও।❞
ম্যাজিস্ট্রেট: জেলে যখন থাকবে, তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে??
চোর: *ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ?
দুপুরে এক মেয়ে ম্যাসেজ দিছে ✌️✌️
.
মেয়েঃ- "ভাইয়া আপনার গল্প পড়ে এত হাসি যে, এখন এই হাসির জন্য আম্মু আমাকে সন্দেহ করতেছে। বাসা থেকে মনে হয় বিয়েই দিয়ে দেবে। তাই এবার মনে হয় বিয়েটা করতেই হবে"😏🫢
আমিঃ- ও আচ্ছা, তা তোমার কি রকম ছেলে পছন্দ?🤔🤔
মেয়েঃ- কবি কবি টাইপের ছেলে পছন্দ 🙈😁🫢🫢
আমিঃ-
"এখন আসি হে প্রিয়ে
পরে হইবে বাত,
জননী এখন আমারে,
খেতে ডাকিছে ভাত "
😁😆😂🤣🤣🤣