বিয়ে নিয়ে ফানি স্ট্যাটাস | ফানি স্ট্যাটাস বাংলা

  • ফানি স্ট্যাটাস

ফানি স্ট্যাটাস

বিয়ের জন্য মেয়ে দেখতে গেছি। পছন্দও হইছে। পরেরদিন শুনি মেয়ে বয়ফ্রেন্ডের সাথে পালাইছে। 


২য় মেয়ে। গ্রামে ঢুকতে পারি নাই। মেয়ের বয়ফ্রেন্ড দল- বল নিয়া কইলো, গাড়ি ঘুরাবি নাকি ভা/ ঙ/ মু?


৩য় মেয়ে। বিয়ে প্রায় কনফার্ম। কেনাকাটা শেষ। বিয়ের আগের দিন মেয়ে ফোন দিয়া কইলো, বয়ফ্রেন্ডের লগে রাগারাগি করে বিয়েতে হ্যাঁ বলছি। এখন ঝ/ গ/ ড়া মিটছে। আমাকে বিয়ে করলে করতে পারেন, তবে আমি চান্স পেলেই ভা/ গ/ বো।


৪র্থ মেয়ে। প্রথম কবুল বলে ফেলছি। দ্বিতীয়টা বলার আগেই মেয়ের বয়ফ্রেন্ডের অত-র্কিত আ/ ক্র/ মণ। লাঠির বাড়ির চো/ টে গাল ওমনেই হা হইয়া আছে। ৩ হাত পা ভা/ ঙ/ ছে। হাসপাতালে নেয়ার কেউ ছিলোনা। 


৫ম জন। আমাকে হাসপাতালে রেখেই বাপ-মা মেয়ে দেখতে গেছে। মেয়ের বয়ফ্রেন্ড হাসপাতালে আইসা বাকি পা-টাও ভা/ ঙ/ ছে। 


আপনারা আরো অ্যারেঞ্জ ম্যারেজের আশায় বইসা থাকেন। প্রেম কইরেন না। তবে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলছি এই জীবনে আমি আর বিয়ে করুম না😰

  • রোমান্টিক ফানি স্ট্যাটাস

প্রেমিকা: আজ তোমাকে একটা গোপন কথা বলব। কথাটা আরও আগেই বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি।🥲


রাব্বিঃ কি কথা 🥺


প্রেমিকাঃ জানি না, তুমি ব্যাপারটা কীভাবে নেবে।😔


রাব্বিঃ কি কথা বলো 🙄


প্রেমিকাঃ আমাকে প্রতি সপ্তাহেই একজন মানসিক রোগের চিকিৎসকের সঙ্গে দেখা করতে হয়।😔


রাব্বিঃ আমিও তোমাকে একটা গোপন কথা বলব। আমাকে প্রতি সপ্তাহেই একজন স্কুলছাত্রী, একজন কলেজছাত্রী, একজন স্কুলশিক্ষিকা, একজন গায়িকা এবং একজন লেখিকার সঙ্গে দেখা করতে হয়!🙂


প্রেমিকাঃ (রেগে ) শ/য়/তা/ন বেডা আমি ডাক্তারের সাথে দেখা করি আমার সমস্যার জন্য তুই এতো জনের সাথে কি করিস 😡😡😡


রাব্বিঃ এই যা ভুল করে মিস্টেক হয়ে গেছে 🤧🤧🤧


প্রিমিকাঃ আজ তোর একদিন আর আমার যে কয়দিন লাগে 😡😡😡


রাব্বিঃ আমাকে কেউ বাঁ'চা'ও 😭😭😭😭

  • ফানি জোকস

🤣😁 গানের তালে তালে গ্যাস ছাড়ার গল্প 😁🤣


একটা ছেলে কলেজ থেকে বাড়ি ফিরছিলো।

ছেলেটির পেটে খুব গ্যাস হয়ে ছিলো। যখন তখন গ্যাস বেরিয়ে যেতে পারে। একটু পর ছেলেটির গ্যাস আসলো। সে কী করবে ভেবে পাচ্ছিলো না। আর এদিকে বাস ভর্তি লোক। 🥺


ছেলেটি খেয়াল করলো বাসে খুব জোরে জোরে গান বাজতেছে। তখন তার মাথায় একটা বুদ্ধি এলো। এতো শব্দের মঝে গ্যাস ছাড়লেও কেউ বুঝতে পারবে না। যখন গান বাজছে ছেলেটি নিশ্চিন্তে গানের তালে তালে গ্যাস ছাড়ছে। যাতে কেউ বুঝতে না পারে। গানের তালে তালে পুইইইইই...পুউউইইই করে গ্যাস ছাড়ছে সে। থামার কোন নাম ই নেই। এক সময় ছেলেটা তার স্টপেজে এসে যায়।😊


বাস থেকে নামতে নামতে সে খেয়াল করলো সবাই তার দিকে কেমন জানি রাগ নিয়ে তাকিয়ে আছে। কয়েকটা ছেলে মেয়ে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ছেলেটা মনে মনে ভাবছে, তাহলে কি সবাই জেনে গেলো সেই যে গ্যাস ছেড়েছে?? 🤔🤔


হঠাৎ করে ছেলেটার মনে পরলো গান তো বাজছিলো তবে সেটা বাসে নয় তার কানে লাগানো হেডফোনে। 🤣🤣


মজার মজার সব গল্প পড়ুন।