বাছাইকৃত করা হাঁসির গল্প | মজার গল্প ও কৌতুক

  •  মজার গল্প

মজার গল্প

কাজের বুয়া : ম্যাডাম আমি আর কাজ করবো না।

ম্যাডাম:   কেন তোর আবার কী হইছে।

কাজের বুয়া: ম্যাডাম আমি এখন থেকে টিউশনি করবো!


ম্যাডাম:তোর মাথা ঠিক আছে, কী বলছিস আবোলতাবোল,তুই তো মূর্খ।

কাজের বুয়া: কেনো ম্যাডাম আমি টিউশনি করতে পারবো না?

ম্যাডাম: আচ্ছা তুই কোন সাবজেক্টে টিউশনি করবি?


কাজের বুয়া : ম্যাডাম,আপনার সন্তান কে স্কুলে কী শিক্ষা দেয়? রান্না করা,ডিম বাজা,ডাল পাক করা ইত্যাদি। এগুলো তে আমরা পিএজডি করা!😎

ম্যাডাম: বেহুঁশ!😵‍💫🥴🥴🥴

  • হাস্যকর মজার গল্প

দুই মেয়ে কথা বলছে-

 ১ম মেয়ে: আজকালকের ছেলেদের কোনো বিশ্বাস নাই।

আমি তো আজকে থেকে ওর মুখও দেখতে চাই না…

২য় মেয়ে: কি হইছে? তুমি কি ওকে অন্য কোনো মেয়ের সাথে দেখে ফেলছ?

১ম মেয়ে: আরে না! ও আমারে আরেক ছেলের সাথে দেখে ফেলছে…।

 কালকে ও আমারে বলছিল যে, ও নাকি শহরের বাইরে যাবে। 

তাহলে সে আমাকে কিভাবে দেখল। মি'থ্যু'ক, ব'দ, ধোঁ'কা-বাজ…

😲😲😲😲

  • দারুন মজার গল্প

- এক মহিলা দুপুর বেলায় ফ্লাটের দ/রজা লাগিয়ে সব কা/পড় খু/লে গোসল করছে...!🥹🫰


- হঠাৎ দরজায় নক পড়লো...!🤗🤗


- মহিলা দরজার ফুটো দিয়ে দেখলো যে পাশের বাড়ির অ/ন্ধ ছেলে কেল্টু দাঁড়িয়ে আছে..!😒😊


মহিলা ভাবলো..!🌝🌚


- আমি যে বস্ত্র*হীন এটা তো আর ও দেখতে পাবে না...!🙁😕


- কারণ ওতো অ/ন্ধ....!!🤭🤭


- মহিলা দরজা খু/লে বলল....!!🙂🙂


- কি বাবা কি হয়েছে...!!😊😌


কেল্টু: আন্টি আম্মু এই মিষ্টিগুলো পাঠিয়েছে..!😒😒


–মহিলাঃ মিষ্টি কেনো বাবা..!!🥲🥲


কেল্টু: আন্টি আজ সকাল থেকে আমি চো/খে দেখা শুরু করেছি..!🥹🫡


 আন্টি: বে-হু-শ🥹🥹🥹

  • বিজ্ঞানের মজার গল্প

 ক্লাস থ্রীর এক ছেলে বল্টু প্রথম সাময়ীক পরীক্ষার সময় ‘কুমির’ রচনা শিখেছে। সম*স্যা হল এর পর যে পরীক্ষাই আসুক সে ঘুরিয়ে ফিরিয়ে সেই কুমিরের রচনাই লেখে। যেমন একবার রচনা এলো বাবা মায়ের প্রতি সন্তানের কর্তব্য। তো সে লিখলো- বাবা মা আমাদের জ*ন্ম দেয়। তারা আমাদের লালন পালন করে। কুমিররাও তাই করে। জেনে রাখা ভালো যে, কু*মির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চো*খ গোল গোল। কুমিরের পিঠ খাজ কা/টা, খাজ কা/টা, খাজ কা/টা, খাজ কা/টা…দশ পৃষ্ঠা শেষ।




এরপরের পরীক্ষায় রচনা এলো আমার প্রিয় শিক্ষক। সে লিখল- আমার প্রিয় শিক্ষক এর নাম মোহাম্মদ আসাদ। তার চো*খ গুলো গোলগোল। কুমিরেরও চো*খ গোল গোল। জেনে রাখা ভালো যে কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। কুমিরের পিঠ খাজ কা/টা, খাজ কা/টা, খাজ কা/টা, খাজ কা?টা…দশ পৃষ্ঠা শেষ।




শিক্ষক দেখলেন এতো ভারী বিপ*দ। শেষে তিনি অনেক ভেবে চিন্তে রচনার বিষয় ঠিক করলেন পলাশীর যু*দ্ধ। লেখ ব্যাটা, এই বার দেখি কি করে তুই কুমিরের রচনা লিখিস।


তো ছাত্র লিখলো- ১৮৫৭ সালে পলাশীর প্রান্তরে ইংরেজ এবং বাংলার শে*ষ স্বাধীন নবাব সিরাজুদ্দৌলার মধ্যে যু*দ্ধ সংগঠিত হয়েছিল। এই যু*দ্ধে নবাব সিরজুদ্দৌলা তার সেনাপতি মীরজাফর এর উপর ভর*সা করে খাল কে*টে কুমির এনেছিলেন।জেনে রাখা ভালো যে, কুমির একটি সরিসৃপ প্রানী। এটি জলে বসবাস করে। এর চো*খ গোল গোল। কুমিরের পিঠ খাজ কাটা, খাজ কা/টা, খাজ কা/টা, খাজ কা/টা…দশ পৃষ্ঠা শেষ!


সব ধরনের গল্প পড়ুন।