1. প্রচুর হাসতে হবে
বাংলা সিনেমার কিছু অতি পরিচিত ডায়ালগ😂🤣👇
১. চৌধুরী সাহেব টাকা দিয়ে আপনি সব কিনতে পারলেও আমার ভালোবাসা কিনতে পারবেন না ।
২. বাঁচাও, বাঁচাও!!
ছেড়ে দে শ/য়/তান, তোদের কি মা-বোন নেই??
৩. চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি,
কিন্তু আমরাও মানুষ, আমাদেরও ইজ্জত আছে।
৪. তোর এত্ত বড় স্প/র্ধা, সামান্য ট্যাক্সি ড্রাইভার হয়ে আমার
মেয়ের দিকে চোখ দিস!!
৫. হা..হা..হা.., এই নির্জন বনে তোকে কেউ বাঁচাতে আসবে না সুন্দরী।
৬. তুমি এইখানে, আর ওইদিকে তোমার মাইয়া নদীর ঘাটে গফুরের লগে ফ/স্টি-ন/স্টি করতাছে।
৭. মানিক ওই তোর হারিয়ে যাওয়া ছোট ভাই রতন।
৮. ডাক্তার সাহেব আমি সব দেখতে পাচ্ছি, আমি সব দেখতে পাচ্ছি।
৯. আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো!!
সময় মতো আপনি না এলে আজ আমার অনেক বড় ক্ষ/তি হয়ে যেতো।
১০. তোর সাহস তো কম না, বামন হয়ে চাঁদের দিকে হাত বাড়াস।
জানিস তোর ঐ হাত আমি কে/টে ফেলতে পারি??
১১. ঐ চৌধুরী বাবাকে খু/ন করেছে।
যাহ্ পিতৃহত্যার প্রতি/শো/ধ নে।
এইটা তোর মায়ের আদেশ।
১২. শয়/তা/ন তুই আমার দেহ পাবি তবু মন পাবি না🥹
আর কিছু কি বাকি আছে??
2. শব্দ করে হাসতে মানা
-কি করেন..? 🤔
-বউয়ের কথা ভাবি..!😌
-কেমন আছেন..? 🤔
-বউ ছাড়া ভালো থাকবো কেমনে..? 😔
-ফিউচার প্ল্যান কি..? 🤔
-বউ কে বিয়ে করা..! 😊
-বন্ধু না ভালো বাসা..? 🤔
-বউ..! 😌
-এই মুহুর্তে আপনার কোথায় যেতে ইচ্ছে করতেছে..? 🤔
-বউয়ের কাছে..! 🙂
-আপনার প্রিয় কাজ..কি,,? 🤔
-বউকে বি'র'ক্ত করা..! 🙃
-পড়ালেখা শেষ করে কি করবেন..? 🤔
-বিয়ে করে বউয়ের লগে সংসার করবো..! 😐
-ক্রা'শ কে..? 🤔
-বউ..! 🥰
-প্রিয় মানুষ কে..? 🤔
-বউ..! 😶
-কাকে বেশি ভালোবাসেন..? 🤔
-বউ কে..! 🙂
-রিলেশনে আছেন..? 🤔
-না আমি আর আমার বউ দুজনেই সিঙ্গেল..! 😼
-মন খারাপ হলে কি করেন..? 🤔
-জেগে জেগে বউকে বিয়ে করার স্বপ্ন দেখি..! 😎
-আজব মানুষ তো আপনে সব কিছুতে বউ নিয়ে আছেন কেন..? 🤔 পা'গ'ল নাকি..! 🙄
-বউয়ের জন্য পা'গ'ল আমি..! 🙃 আজব আমি..! 😊
-এতো বউ বউ করতাছেন যে বিয়ে তো করেন নাই এখনো😒
- বউ দেন একটা বিয়ে করি..! 🤭😁🤣😂
3. আমি হাসতে ভালোবাসি
🤣 বিয়ের পর কতো মজা 😍🤣
ইসরাইলঃ আচ্ছা, বিয়ের পর তোরা দুজন কি সুখে আছিস?🤔
রাব্বিঃ অবশ্যই। প্রতি সপ্তাহেই আমরা রেস্তোরাঁয় খেতে যাই। খাওয়া শেষে কিছুক্ষণ পার্কে হেঁটে বেড়াই। মনের আনন্দে গান গাই।😍
ইসরাইলঃ বাহ্! সপ্তাহের কোন দিনটায় যাস তোরা?😀
রাব্বিঃ ও যায় বুধবার, আর আমি শনিবার।🙂
ইসরাইলঃ আলাদা আলাদা কেনো 😳😳🙄🙄
রাব্বিঃ আলাদা আলাদা যায় বলেই মজা করতে পারি একসাথে গেলে তো প্রতি দিনের মতো ঐদিন টাও নষ্ট হয়ে যাবে 🙂🤦
ইসরাইলঃ আ'হা'রে 😁😁😁🤭🤭🤭
4. হাসতে হাসতে পেট ব্যাথা
রাব্বি হেঁটে যাচ্ছিল বনের ভেতর দিয়ে। ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ শোনা গেল অ'শ'রী'রী আওয়াজ, ‘রাব্বি’।🎃
রাব্বিঃ কে? কে কথা বলে?🥺
অ'শ'রী'রীঃ ভয় পেয়ো না। আমি ইচ্ছাপূরণ দৈত্য। আজ এই শুভদিনে আমি তোমার একটি ইচ্ছা পূরণ করব। বলো, কী চাও তুমি?🎃
সাহস ফিরে পেল রাব্বি । বলল, ‘আমার জন্য পুরো বিশ্ব পরিভ্রমণ করে আসবে, এমন একটা ট্রেন সার্ভিস চালু করে দাও, যেন আমি ঘুরে ঘুরে সব দেশের নববর্ষের উৎসব উপভোগ করতে পারি।’😀
দৈত্যঃ এটা তো খুব কঠিন কাজ। তুমি বরং অন্য কিছু চাও।🤔
রাব্বিঃ তাহলে আমাকে এমন ক্ষমতা দাও, আমি যেন মেয়েদের মন বুঝতে পারি।🙂
দৈত্যঃ এর চেয়ে তো আগের টাই সহজ ছিল 🤦 ট্রেন কি এসি, নাকি নন-এসি লাগবে?😺
5. বাঁচতে হলে- প্রচুর হাসতে হবে
🤣 নাপিতের বউয়ের দিকে নজর দিলে কি হয় দেখুন... 🤣
মাস তিনেক আগের ঘটনা !
আমদের বন্ধু সোহান সেলুনে গেলেন চুল কাটতে।
নাপিত চুল কাটতে শুরু করল।
এসময় এক সুন্দরি মহিলা সেলুনে প্রবেশ করল।
মহিলার অপরূপ চেহারা দেখে সোহান তো মুগ্ধ!
ঘাড়টা একটু ঘুরিয়ে মহিলার দিকে তাকিয়ে বলল - আপনি খুবই সুন্দর!
আপনার মত সুন্দর মহিলা আমি কোনদিন দেখিনি!
মহিলা খুশি হয়ে বলল- ধন্যবাদ!
সোহান- আজ সন্ধ্যা বেলায় আপনি কি ফ্রি আছেন?
মহিলা- হ্যাঁ, কেন?
সোহান- তাহলে চলুননা, দুজনে একটা সিনেমা দেখে আসি!
মহিলা- আমি বিবাহিত, আমার স্বামী এলাউ করবেনা।
সোহান- আপনার স্বামীকে মিথ্যে করে বলবেন বান্ধবীর সঙ্গে বেড়াতে যাচ্ছেন।
মহিলা- আপনিই বলে দিননা, উনি তো এখন আপনার চুল কাটছে।
আবেগি সোহান তো বেকুব বনে গেল!
লজ্জিত হয়ে কি বলবে বুঝে উঠতে পারছিলনা!
হঠাত সামনে আয়নার দিকে তাকিয়ে বুঝতে পারলো এতক্ষণে তার পুরো মাথাটাই নেড়া হয়ে গেছে!🙂
6. তুমি কি হাসতে পারো না
🤪🤪গার্লফ্রেন্ড_এর_বাসায়😁😁
বাসার সামনে গার্লফ্রেন্ড কে ড্রপ করে দিতেই সে আমার হাত চেপে ধরলো।
আমি হেলমেট খুলে তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম,
-কি হয়েছে?
লাজুক হেসে সে বললো,
-আজ বাসায় কেও নেই...
কথাটা শুনে খুবই খুশি হলাম। বাইকটা সামনের গলিতে রেখে এসে বাড়ির সামনে দাড়ালাম।
আমার হাত টেনে ধরে আস্তে করে দরজা খুলে বাসার মধ্যে ঢুকালো সে।
লাজুক চোখে তাকিয়ে বললো,
-সময় কিন্তু বেশি নেই...মাত্র ৫ মিনিট ।
আমি তার চেয়েও বেশি লজ্জা পেয়ে বললাম,
-৫ মিনিট?? ইয়ে মানে...
সে আমাকে কথা শেষ করতে দিলো না। হাত ধরে টেনে নিয়ে গেলো বেডরুমে। তারপর খাটের উপর বসিয়ে বললো,
-আমি রেডি হয়ে আসছি...দাড়াও...
আমি মাথা নিচু করে বললাম,
-না মানে...ভয় করতেছে...
-হোয়াটস রং উইথ ইউ, মাফি? ভয় করবে কেন?
-ইয়ে মানে...এই প্রথমবার তো...
-প্রথমবার??
-হুম্ম
-রিয়াল বয়স কত তোমার?
-ইয়ে..১৭ বছর প্রায়...
-১৭ বছরে এই প্রথম?বিশ্বাস হয় না...
-সত্যি বলতেছি...
-আচ্ছা..সমস্যা নাই...আমার উপর ছেড়ে দাও..অনেক মজা পাবে...৫ মিনিট দাড়াও...
আমার হাত পা কেমন যেন কাপতে লাগলো। চোখেও ঝাপসা ঝাপসা দেখতে পাচ্ছিলাম।
টেনশন কমাতে পায়ের মোজা খুলে ফেললাম।
এতে টেনশন না কমে বাড়তে লাগলো।
বড় বড় করে শ্বাস নিচ্ছিলাম,যাতে করে হার্টের স্পিড কমে যায়।
পাশের রুম থেকে তার আওয়াজ আসলো,
-এইতো হয়ে গেছে বাবু..আর ১ মিনিট।
আর ১ মিনিট।
পায়ের দিকে তাকিয়ে দেখতে পেলাম, পা মারাত্বক ভাবে কাপাকাপি করতেছে।
দরজার বাইরে থেকে আওয়াজ আসলো,
-তুমি রেডি? আসলাম আমি...চোখ বন্ধ করো।
আমি টেনশনেই চোখ বন্ধ করে ফেললাম।
ধীরপায়ে এগোনোর শব্দ কানে এলো। অসম্ভব সুন্দর একটা সুগন্ধ নাকে আসলো।
সে আমার সামনে দাড়িয়ে বললো,
-এইবার হাত সামনে বাড়াও...
আমি কাপাকাপা হাতে, হাত সামনে বাড়ালাম।
হাতে গরম কিছু একটা স্পর্শ করলো।
চোখ খুলে দেখি বড় একটা বাটি। সেখান থেকে ভেসে আসছে নুডুলস এর অসাধারণ এক সুবাস..
সে বললো,
-দেখলে তো? এটাই মিস্টার নুডুলস...মাত্র ৫ মিনিট। জলদি খাও..নয়তো ঠান্ডা হয়ে যাবে!😁😁
7. হাসতে ভালোবাসি
বাবা ও ছেলে হোটেলে খেতে বসেছে রাতের বেলা। খেতে খেতে ছেলে ডিমের মধ্যে মুরগীর বাচ্চা পেলো।
ছেলেঃ বাবা, ডিমের মধ্যে তো বাচ্চা হয়েছে।
বাবাঃ চুপচাপ খেয়ে নে, নয়তো মুরগীর দামও দিতে হবে।
বাবা শেষ পাতে ডাল নিলেন। ডালের মধ্যে একটা আমের আঁটি ছিলো। লোকটি আঁটি বেশ চেটে চেটে খেতে খেতে বয়কে বললেন,"তোমাদের আমের আঁটি টক লাগছে না যে??"
হোটেল বয়ঃ স্যার, সকাল থাইকা ঐ এক আঁটি চলতাছে। সবাই আপনার মতো চাইট্টা চাইট্টা খাইলে টক কি আর থাকে.....!! 🤭🤭