- হাসতে হাসতে পেট ব্যাথা
রাত তিনটার সময় স্বামী-স্ত্রী : —
মেয়েটি ছেলেটিকে জড়িয়ে ধরে শুয়ে আছে,, রুমে আবছা আলো ।
• স্ত্রী : ঐ ঘুমায় গেছো ??
• স্বামী : দশমিনিট পর পর এক প্রশ্ন !
• স্ত্রী : দেখোনা পর্দাটা কেনো যেন ,নড়ছে । ইকটু উঠোনা দেখি ওটার পিছে কিছু আছে নাকি আবার ??
• স্বামী : ওটা বাতাসে নড়ছে ...
• স্ত্রী : তাহলে উপরে এটা কিসের আলো ??
• স্বামী : কই দেখি ( মাথা উঠিয়ে )
• স্ত্রী : ঐযে ( আঙ্গুল দিয়ে ইশারা করে )
• স্বামী : ওটা পাশের ফ্ল্যাটের আলো, জানালা দিয়ে ঢুকছে ..
• স্ত্রী : আমি ভাবছি ভূত ।
• স্বামী : তুমি ওগুলোই ভাববা , এখন চোখ বন্ধ করো তো ...
• স্ত্রী : না , আর দিতে পারবো না ।
• স্বামী : ইয়ে দেওয়ার জন্য না,, তোমার সিসি ক্যামেরার মতো চোখ দুটো বন্ধ না করলে তুমি সারারাত এভাবেই ডিস্ট্রাব করবা ।
• স্ত্রী : আচ্ছা ঐ জিনিসটা এমন লাগছে কেনো, মনে হচ্ছে কোনো সাদা কাপড় পরে কেউ দাঁড়িয়ে আছে ??
• স্বামী : ওটা আমার পাঞ্জাবি, জান এখন ঘুমাও, প্লিজ বাবু ।
• স্ত্রী : আমার খুব ভয় করছে... ( শক্ত করে জড়িয়ে ধরে )
• স্বামী : কেনো ??
• স্ত্রী : রসির অপর, একটা সাদা কাপড় পরে ছোট্ট ভূত বসে আছে,, এমন লাগছে ।
• স্বামী : ওটা আমার জা*ন*গি*য়া 🙂
😝😝😝😝😝😝🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
______সমাপ্ত______
মজার মজার গল্প পড়তে ফলো করে রাকতে পারেন
- বাঁচতে হলে- প্রচুর হাসতে হবে
কলেজ থেকে সবাইকে বিদেশে ঘুরতে নিয়ে যাওয়ার আয়োজন করা হলো।
তো সবাই এসে প্লেনে উঠে পড়ল, প্লেনে ওঠার পর পাইলট ঘোষণা করল আপনারা এটা শুনলে খুব খুশি হবেন যে আপনারা যে প্লেন-টি করে বিদেশে যাচ্ছেন এই প্লেন-টি আপনাদের কলেজের সব অভিজ্ঞ ছাত্ররা মিলে বানিয়েছে!😲
এটা শোনার পর সব শিক্ষক প্লেন থেকে তাড়াহুড়ো
করে নেমে গেল, প্লেন-টি আকাশে উড়ার পর ক্রা/শ হয়ে যাবে বলে..
শুধু প্রিন্সিপাল বসে রয়েছিল এটা দেখে পাইলট এসে জিজ্ঞেস করল; কি ব্যাপার স্যার সবাইতো নেমে গেল আপনি বসে আছেন যে?
প্রিন্সিপাল:- আমার বিশ্বাস বেশি, আমি জানি প্লেন-টি চালুই হবে না উড়ার তো দূরের কথা!🤣
- আমি হাসতে ভালোবাসি
ঘুমাচ্ছিলাম। হঠাৎ আম্মু ডাকলো, 'এই তোর আব্বা আসছে, দরজা খোল।' উঠে চোখ ডলতে ডলতে দরজা খুললাম। আব্বু ভেতরে ঢুকলো। আবার গিয়ে ঘুমিয়ে পড়লাম।
কিছুক্ষণ পর আম্মু এসে চিৎকার করতে লাগলো, 'এই, দরজা খুলতে বলসি সেই কখন। এখনও পরে পরে ঘুমাচ্ছিস।'
আমি বললাম, 'দরজা খুলে দিয়েছি তো।'
'দরজা খুলে দিলে বাইরে নক করছে কে?'
আমি বাইরে গিয়ে দরজা খুললাম। অবাক হয়ে দেখলাম, আব্বু দাঁড়িয়ে আছে। আব্বু ভেতরে ঢুকে ঘরে চলে গেলো। আমি ধাঁধায় পড়ে গেলাম। এখন আব্বু ঢুকলে আগে তাহলে কে ঢুকেছিলো? ভাবতে ভাবতে আব্বুদের ঘরের দিকে যাচ্ছি, আবার দরজায় নক। দরজা খুলতেই ভয়ে আমার বুক লাফিয়ে উঠলো। আব্বু আম্মু দুজনেই দাঁড়িয়ে আছে। আম্মু একটু রাগী স্বরে বললো, 'দরজা খুলতে এতো দেরি হলে হয়? কখন থেকে দরজায় নক করছি।' বলেই দুজন ঘরে ঢুকে গেলো। আমি বুঝতে পারছি না, কি হচ্ছে আমার সাথে। হঠাৎ ফোন এলো। ফোন ধরতেই শুনলাম, আম্মুর ফোন। আম্মু ওপাশ থেকে বলছে, 'শোন, তোর আব্বু আর আমি বৃষ্টিতে আটকে পড়েছি। আসতে দেরি হবে। তুই খাবার গরম করে খেয়ে ঘুমিয়ে পড়িস।'
আমি ভয়ে আর আতংকে আব্বু আম্মুর ঘরের দিকে তাকিয়ে আছি। ওখানে শব্দ পাওয়া যাচ্ছে। অনেক মানুষের হাসির শব্দ। কারা হাসছে আমি জানি না। একদম জানি না।
ভৌতিক
সোয়েব_বাশার
- শব্দ করে হাসতে মানা
হঠাৎ করে লালু যখন বাবা হ'য়ে যায় 🤣😁🤣
লাভলী : ওই ভাইয়া একটা কথা বলি "'!😌
লালু : হুম! " 😊
লাভলী : রিলেশন করবেন আমার সাথে "!😌😌
লালু : না"! 🤕🙃
লাভলী : আপনি আমাকে দেখেন নাই আমি অনেক কিউট! " 😍
লালু : দেখছি তাই মানা করতেছি কারণ তুমি আমার মেয়ের বয়সি "!🤕🙄
লাভলী : আপনি বিবাহিত '", 🙂
লালু: না মানে আমি যদি বিয়ে করতাম এত দিনে তোমার বয়সি একটা মেয়ে থাকতো আমার "! 😀 তুমি চাইলে আমাকে আব্বু ডাকতে পারো "! 🙂😊
লাভলী : আব্বু কলেজে যাচ্ছি"! 🤭🤭
লালু : আচ্ছা যাও দেখে শুনে যাইয়ো "!😊🫢
লাভলী : টিফিনের টাকা কি আমার দাদা দিবে "! 🙂🙂
লালু : 😒😒😒🤕🤕🤕
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😁😁😁😁😁