কিছু বাস্তব সত্য কথা
- জীবনের ৫ টি চরম সত্য //
১) মায়ের মতো আপন কেও হয় না ।
২) গরীবের কোন বন্ধু হয় না ৷
৩) মানুষ সুন্দর মনকে খোঁজেনা সুন্দর
চেহারা খোঁজে ।
৪) সম্মান শুধু টাকার আছে মানুষের নেই ।
৫) মানুষ যাকেই বেশি ভালবাসে ...
সে বেশি কষ্ট দেয় ।
life বাস্তব কথা নিয়ে স্ট্যাটাস
জীবনের কঠিন সত্যিগুলি কী কী?
১.মায়ের মতো আপন কেও হয় না।
২.গরীবের কোন ভালো বন্ধু হয়
না।
৩.মানুষ সুন্দর মনকে খোঁজে না সুন্দর
চেহারা খোঁজে।
৪.সম্মান শুধু টাকার আছে মানুষের নেই।
৫.মানুষ যাকেই বেশি ভালবাসে সে বেশি কষ্ট দেয়
৬.মানুষ যখন হাসে মন থেকে খুব
কম মানুষই হাসে কিন্তু যখন
কাদে মন থেকেই কাঁদে।
৭.বিপদেই বন্ধুর পরিচয় মিলে।
৮.টাকার লেনদেনে গেলেই
মানুষের প্রকৃত চেহারা ফুটে ওঠে।
৯.মানুষ যখন একাকিত্ববোধ
করে তখন আপনজনের
পাশে থাকাটা খুব প্রয়োজনবোধ
করে।
১০.লোভ , হিংসা , অহংকার এই৩টি জিনিস মানুষের পতন ঘটায়
-মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না,
-আর মা কখনো বেইমান হয় না। 🖤
ছোট বেলায় থেকে হাজার কষ্ট করে ছেলেকে মানুষের মতো মানুষ করার জন্য, আর সেই ছেলেদের টাকা হয়ে গেলে মা পরিচয় দিতে নাকি লজ্জা হয়।
জীবনের কিছু বাস্তব কথা
- সব পুরুষদের এটা জানা দরকার
যেদিন থেকে দেখবেন আপনার স্ত্ৰী অথবা প্রেমিকা, আপনার সাথে জেদ করল না, আপনার উপর রা'গ,অভিমান কিছুই করল না, কিছু একটা নিয়ে সন্দেহ করে খোঁ'চা দিয়ে কথা বললনা, বুঝতে হবে আপনি তার মন থেকে উঠে যাচ্ছেন। কারণ মেয়েরা শুধু প্রিয় মানুষের সাথেই ঝগড়া করতে পছন্দ করে।
কখনো মেয়েদের মন থেকে উঠে যাওয়ার মত কাজ করবেন না ভাই।
তাদের মন থেকে উঠে যাওয়ার মতো ভয়ংকর কিছু পৃথিবীতে আর নেই।
তখন আপনার জন্য কোনো ফিলিংসই কাজ করবে না তার মধ্যে।
আপনার কথায় তাকে হাসাতেও পারবেন না,কাঁদাতেও পারবেন না।
আপনার থাকা না থাকায় তার কিচ্ছু যাবে আসবেনা"।
আপনাকে ছেড়ে দিবে আপনার মত করে।
তাই প্রিয় মানুষটাকে খুব বেশি ভালোবাসা দিয়ে আগলে রাখুন, সুখে থাকতে পারবেন, কারণ সে আপনার জান্নাতের সাথী।💓
কষ্টের কিছু বাস্তব কথা
- প্রতিটা স্বামীর জন্য শিক্ষা
স্ত্রীকে কখনো কষ্ট দিবেন না,
কেননা স্ত্রীদের দুনিয়া খুবই ছোট,
সে দুনিয়া স্বামীকে দিয়েই শুরু
আবার স্বামীকে দিয়েই শেষ,
তাই সবার কষ্ট সহ্য করতে পারলেও
স্বামীর দেওয়া কষ্ট সহ্য করতে পারে না।
হয়তো সব সহ্য করে মানিয়ে নিতে পারে,
কিন্তু ভিতরে যে ক্ষত সৃষ্টি হয়,
সে চাইলেও আর মন থেকে ভালবাসতে পারে না, সংসার করে যায় জীবন্ত লাশের মতো করে 😢