রোমান্টিক কবিতা | কবিতা আবৃত্তি 2024

  •  কবিতা

কবিতা

বউকে শুনিয়ে শুনিয়ে কবিতা আবৃত্তি করছিঃ


"বাসায় আমি বসে আছি, লাগছে বড় একা, 😳😌

 বউ আমার কয় না কথা, খাইছি আমি ছ্যাঁকা।" 🤭😁


কবিতা শুনে বউ মুচকি হেসে জবাব দিলোঃ


"সারাদিন তোমার মতন, আজাইরা থাকি না আমি,

 অফিসে তুমি না গিয়ে, কেনো করো পুংটামি।" 🙄🙄


রুমে মা হাজির। আমাদের এমন ছন্দ দেখে মা বললোঃ


"ছেলে আমার রইছে বাসায়, করে না কেউ যতন!

   মুখটা তার হইছে এখন বিড়ালের মতন।" 😁😆


আব্বা বারান্দায় বসে পেপার পড়ছে। আমাদের এমন ছন্দ শুনে হাসতে থাকলো। আম্মা রাগি ভাব নিয়ে বললো.... 😡😤


-- 'মনে পরে সেই কথা?? চুবাইলাম তোমায় বিলে!!

 তখন কিন্তু তুমি আশিকের মতন ছিলে।" 😂😆


আব্বায় মনে হয় কিছুটা লজ্জা পেলো। সেই টপিক বাদ দিয়ে পরক্ষণেই বললোঃ


- 'অফিসে না গিয়ে আশিক, বাসায় রইছে কেনো বসে?? 🤔

 আমি কিন্তু উঠলে ওর গালে, চড় দিব কষে।'" 😡😡


দাঁত খোঁচাতে খোঁচাতে "রোদেলা" রুমে হাজির।

সেও বললোঃ


-- 'ভাইয়াকে একা পেয়ে দিচ্ছে সবাই বকা,

   ভাইয়ার মুখ চিকার মতন, লাগছে বোকাসোকা।' 😆😁


সবার এমন ছন্দ শুনি শিহরিত। রোদেলাও দেখি কম না। এই হতচ্ছাড়ি ছন্দ পারলো কেমনে?? 🤔🤔

একটু পর আবার রুমে ছোট ভাই হৃদয় হাজির। সেও বললোঃ


- 'ভাইয়া তুমি রাগ করে, বাসা থেকে যাও চলে,

সেই খুশিতে লাফালাফি করবো, উঠে আব্বার কোলে।"' 😜🤭


আব্বা ভ্রু-কুঁচকে তাকিয়ে বললোঃ 🤨


-- 'ফাজলামো তুই করবি না, এইখান থেকে সর,

 নইলে তোর গালে, মারব একটা চড়।" ✋


আমাদের সবাইকে অবাক করে ডিগবাজি দিয়ে রুমে আমার ফ্রেন্ড 'রিয়াদ' হাজির। সে এসেই আমার পেটে গুতো মারলো৷ তারপর বললোঃ


- 'সবাই এতো বকছে তোরে, লজ্জায় যা মরে..!

  সেই সুযোগে চল্লিশা খেয়ে, ঘুরবো ঘোড়ায় চরে।" 😁🤭


তারপর আর কিছু মনে নাই। জ্ঞান ফিরে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। ডাঃ আমায় দেখেই বললোঃ


- 'তোমাদের পরিবারে ছন্দের মেলা,

  এই যে দিলাম ঔষধ, খেয়ো তিন বেলা।' 😂😁🤣


কেমন লাগলো??  

.


রোম্যান্টিক গল্প পড়ুন।