গভীর ভালোবাসার ছন্দ
যদি বলি চলো যাই
যাবে কি আমার সাথে ?
নিয়ে যাবো তোমায় আমি
অজানা এক দেশে।
ভাবছো বুঝি নিয়ে যাবো
তেপান্তরের মাঠে।
কিম্বা দেব পাড়ি আমি
মায়াবী চাঁদের দেশে।
ভাবছো তুমি ভাসবো বুঝি
নীল সমুদ্রের মাঝে।
হয়তো আমরা করব খেলা
পাহাড়ের ওই কোলে।
নয়ত কখনো আনছো মনে
ঘুরবো দেশান্তরে।
ভাবছো তুমি ওগো যেমন
কখনও তা হবে না এমন।
তোমায় আমি নিয়ে যাব
সবুজ বনের মাঝে।
বানিয়ে সেথা পর্ণকুটির
কাটাব দুজনে।
থাকব মোরা বিভোর শুধু
পাখির কুজনে।
যাবে কি তুমি ওগো
যাবে কি আমার সাথে ?
ডাক / ইয়াসিন মন্ডল
এমন করে তাকাও কেন বলো,কেন মনে তুফান বয়ে আনো?
হৃদয় জুড়ে ঝড় বয়ে যায় তুমুল,
তোমার চোখের চাহুনি যেন নেশায় ভরা শিমুল!
এমন করে পাগল কেন করো,কেন মনে প্রেম জাগিয়ে তুলো?
তোমার শাড়ির আঁচলে বেঁধে নাও,
মনটা শুধু আমায় দিয়ে দাও!
এমন করে কি সুখ তুমি পাও?
দ্বিধা ভেঙ্গে কাছে টেনে নাও।
মন আজ অস্থির হয়ে আছে,
একটুখানি নিতে যদি কাছে!
প্রথম দেখায় তোমার কাজল চোখ,
প্রেমের বিষে ম/রছি অপলক!
তোমার মুখের মিষ্টি হাসিটায়,
যখন তখন তোমায় ছুঁতে চায়!
এমন করে দূরে কেন থাকো,
কেন মনে দ্বিধা টেনে রাখো?
কাছে এসে আলিঙ্গনে টানো,
তুমি আমার,সে কথা কি জানো?
এমন করে দূরে থাকলেই কি?
কাজল কালো চোখ,যবে দেখেছি;
মিষ্টি ঠোঁটের হাসি দেখে আজ,
তোমার জন্য দেবদাস সেজেছি!
কবিতাঃ এমন কেন তুমি🥀