মজার ফেসবুক স্ট্যাটাস | মজার গল্প ২০২৪

  •  হাস্যকর মজার গল্প

হাস্যকর মজার গল্প

শিক্ষকঃ ‘ওই দেখা যায় তালগাছ’ ছড়াটা কে কে শিখেছ?

আমিঃ স্যার আমি শিখেছি 😀


শিক্ষকঃ বল।🤨


আমিঃ ওই দেখা যায় তালগাছ/ওই আমাদের বাড়ি

ওইখানেতে বাস করে/একশত সুন্দরী।

ও সুন্দরী তুই চাস কি/ভালোবাসা পাস কি?

একটা যদি পাস/ ওমনি ধরে

রেস্টুরেন্টে নিয়ে যাস?🙂


শিক্ষকঃ বে/হু/স 😺😺😺


             • ছড়াটা কেমন হইছে ?? 😆😆😆

  • মজার ছোট গল্প

গতকাল এক মেয়ে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনার প্রেমিকার নাম কী?


আমি বললাম, ওর নাম ডালিয়া।


মেয়েটা বললো, খুব সুন্দর নাম। আপু কীসে পড়ে?


আমি বললাম, আপু বলছো কেন? উর্মি তো তোমাদের ব্যাচমেট-ই। নাম ধরেও বলতে পারো, সমস্যা নাই।


মেয়েটা বললো, উর্মি কে? আচ্ছা যাইহোক, আপনি আপুকে খুব ভালোবাসেন তাই না?


আমি বললাম, হ্যাঁ। আমি রিয়াকে অনেক ভালোবাসি। ওর জন্য আমি সবকিছু করতে পারি।


মেয়েটা বললো, ভাইয়া আপনার কথা বুঝলাম না।


আমি বললাম, না বোঝাই স্বাভাবিক। আমার কথা কেউ-ই ভালোমতো বুঝতে পারে না। সুমাইয়ার সাথে এতদিনের সম্পর্ক; কিন্তু সে-ও আমার কথা ভালোমতো বোঝে না।


মেয়েটা বললো, ভাইয়া আপনি এতজনের নাম নিচ্ছেন কেন? আপনার প্রেমিকা আসলে কয়জন?


আমি বললাম, আমার প্রেমিকা একজনই। তার নাম শেফা।


মেয়েটা বললো, তাহলে ডালিয়া, উর্মি, রিয়া, সুমাইয়া— এরা কারা?


আমি বললাম, এরা সবাই হামিদার বান্ধবী।


মেয়েটা বললো, হামিদা আবার কে?


আমি বললাম, আমার প্রেমিকা।


মেয়েটা এবার বিরক্ত হয়ে বললো, আপনার প্রেমিকার নামটা কি দয়া করে বলবেন, নাকি বলবেন না?


—বললামই তো, আমার প্রেমিকার নাম, তিথি।


—আচ্ছা ভাই, বুঝছি সব। আপনাকে জিজ্ঞেস করাই আমার ভুল হয়েছে। আর জীবনেও করবো না।


আমি বললাম, এই কথা মারিয়াও অনেকবার বলেছে। যে আমাকে আর কোনোদিন কিছু জিজ্ঞেস করবে না। কিন্তু কথা রাখতে পারেনি।


মেয়েটা বললো, আমি রাখবো। কারণ আমি মৌটুশি না।


আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কে?


মেয়েটা বললো, আমি সাদিয়া।

  • মজার স্ট্যাটাস

 বাথরুম থেকে বের হয়ে দেখি বউ দরজার সামনে দাঁড়িয়ে আছে! চোখমুখ লাল হয়ে আছে!


আমরা নতুন বিয়ে করেছি! মাত্র দুইদিন হলো। কোনো ঝগড়াও হয় নাই! এমন ফুলে আছে কেন মেয়েটা?


জিজ্ঞেস করলাম কী হয়েছে?


কিছু বললো না! সারাদিন চুপ চাপ বসে ছিলো! কিছু জিজ্ঞেস করলেই রাগ দেখায়! থালা বাসন ছু--ড়ে মা--রে!


বললাম, মুভি দেখবা?


ঘুরতে যাবা?


আইসক্রিম খাবা?


সবকিছুতেই চিৎকার করে না বলছে!


কী করেছি আমি বুঝতেছি না।


বললাম, তুমি আমার কোনো কথায় রাগ করেছো? কী হয়েছে বলো প্লিজ! আমার কষ্ট হচ্ছে! আমাকে সন্দেহ করতেছো? আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়ের দিকে জীবনেও তাকাই নাই! কী হয়েছে বলো প্লিজ! না বললে আমার ম--রা মুখ দেখবা! আমার আর তোমার অভিমান সহ্য হচ্ছে না! আমি ম--রে যাবো! 


বউ এই কথা শুনে আমার মুখে হাত দিয়ে বললো, ও কথা জীবনেও বলবা না! এরপর কাঁদতে কাঁদতে বউ বললো, তুমি সকালে আমাকে ছাড়া বাথরুমে গিয়েছিলে কেন? এই দুইদিন বিয়ের সংসারে আমি কোনোদিন তোমাকে ছাড়া বাথরুমে গিয়েছি? বলো? তবে আমাকে ছাড়া কেনো বাথরুমে গেলে তুমি?


মেয়েটার ভালোবাসার চোখের জল দেখে আমিও কাঁদতে কাঁদতে মেয়েটাকে জড়িয়ে ধরে বললাম, ওরে আমার পাগলি বউ! এত ভালোবাসো আমাকে? আমি কথা দিচ্ছি এই জীবনে আর কোনোদিন তোমাকে ছাড়া বাথরুমে যাবো না! কোনোদিন না! আমার জীবনে এত ভালোবাসা আমি কই রাখবো বউ? কই রাখবো?


এমন আরও মজার গল্প পড়ুন।