- ফেসবুক ফানি স্ট্যাটাস
- গাঁ*জা খান?
- জি, মানে?
-না, একজনের কাছে শুনেছি যেসব ছেলেরা সিগারেট খায়, জীবনে একবার হলেও না কি গা*জা খায়!
- কার কাছে শুনেছেন?
- আছে একজন।
-কবি-সাহিত্যিক বুঝি?
-কেন বলুন তো?
- কবি-সাহিত্যিদের প্রতি না কি মেয়েদের বিশেষ দুর্বলতা থাকে!
- আপনিও লিখেন-টিখেন না কি?
- অনেক গল্প ভাবি, লেখার সময় হয় না।
- জীবনে কাউকে চিঠিও লিখেননি ?
- আরে নাহ! হাতের লেখা ভালো ছিল না!
অরনি হেসে ফেললো। এটা আমার দ্বিতীয়বার পাত্রী দেখা। ব্যাপারটা কেমন হালকা হয়ে গেলো! হোক, তবু আগেরবারের মতো যেন আর তিক্ত অভিজ্ঞতা না হয়। অরনি বললো,
-বাঁদর আছেন তো?
- মুক্তোর মালা যে কই পাই!
- শুনুন, সোজা কথায় আসি। সেন্স অব হিউমার থাকা ভালো কিন্তু ব্যক্তিত্ববান ও রাশগম্ভীর ছেলেই আমার পছন্দ।
- জি।
- দেখতে আপনি ভালোই, এইজন্যই কিছু শর্ত দিচ্ছি। মানলে ভালো নয়তো এখন বিয়েতে আমার কোনো মতই নেই।
-বলুন।
- কাকতালীয়ভাবে, আপনার আর আমার এক্সের নাম একই। কাজেই আপনাকে আমি অন্য নামে ডাকবো।
- অন্য নাম কই পাব?
- রাখবেন!
- আকিকাও দিতে হবে?
- শুনুন, বর মানে আমার কাছে দেব ঠাকুর নয়। সেকেলে ধ্যান-ধারণা বাদ দিতে হবে।
- জি।
- সপ্তাহে একদিন মুভি দেখা আর একবার ক্যান্ডেল লাইট ডিনার।
- আর?
- মাসে দুইবার শপিং।
-হুঁ
- তাছাড়া প্রায়ই আমি ডায়েট করি, সেদিন বাসায় রান্নাবান্না বন্ধ। বাইরে থেকে খেয়ে আসবেন।
- হুঁ
- শাড়ি-টাড়ি আমার পছন্দ না। এটা বানিয়ে খাওয়াতে হবে, ওটা খাওয়াতে হবে এইসব ন্যাকামো চলবে না।
- কিন্তু বৃষ্টির দিনে খিচুড়ি?
- রেঁধে খাবেন। ঝাল কিন্তু আমি একদমই খেতে পারি না।
- আচ্ছা!
- ফার্নিচার-ডেকারেশন আগে যেমনই থাক, আমি আমার নিজের মতো করে সাজিয়ে নিবো।
- জি।
- আর...!
- আরও?
- অগোছালো ছেলে আমার মোটেও পছন্দ না। আপনার রুম আপনি গোছাবেন আর আমারটা আমি।
- রুম আলাদা হবে না কি?
- এখনও বুঝতে পারছি না সেটা। একটা রুমে যে কীভাবে এডজাস্ট করবো!
- নাক-টাক ডাকলে অসুবিধে নেই আমার।
- ফাজলামো করেন?
- এমনি বললাম আর কি!
- পুরুষ মানুষের এমনি-টেমনি বলা মোটেও পছন্দ না আমার।
- আর কী কী অপছন্দ?
- গায়ে পড়ে ব্যক্তিগত বিষয়ে নাক গলানো।
- যেমন?
-ছেলে বন্ধু থাকা মানেই প্রেম নয়, আমার মোবাইল থেকে সবসময় ১০০ হাত দূরে থাকবেন।
- একটা ছোট্ট ফ্ল্যাটে এত স্পেস পাওয়া যাবে?
- শুনুন, হাজবেন্ড-ওয়াইফের মধ্যেও কিছু প্রাইভেসি থাকা উচিত। অকারণে সন্দেহ, প্যান-প্যান, ঘ্যান-ঘ্যান আমি পছন্দ করি না।
- তবে পছন্দ কী?
- করতাম একজনকে। ব্রেকাপ হয়ে গেলো।
- কেন হলো?
- একদিন আমার ইনবক্সে একটা কোবরার ছবি পাঠিয়েছিলো!
-বেচারা! বিন বাজাতে পারতো না বুঝি!
- কী!
- না, কিছু না।
- এইসব শর্ত আগেই একটা স্ট্যাম্পে লিখে এগ্রিমেন্ট করতে হবে, বুঝেছেন?
- বুঝলাম।
- বাই দ্যা ওয়ে, আপনি আগেও নাকি একবার একটা পাত্রী দেখেছিলেন। বিয়েটা হলো না কেন?
- ওই, আপনার মতো কিছু শর্ত দিয়েছিলো!
- কী!
- কিছু না!
রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসে সিগারেট ধরালাম। নাহ! বিয়ে-শাদীতে আসলেই পোষাবে না আমার। মনে মনে আরও একটা জিনিস ভাবলাম, পুরুষ মানুষের এখন বুঝি শুধু রোবট হওয়া বাকি!
-পাত্রী_দেখা
মঈনুল সানু।
- বেস্ট ফ্রেন্ড স্ট্যাটাস ফানি
বিয়ের কিছুক্ষণ আগে কাজী সাহেব স্টেজে দাঁড়িয়ে জোর গলায় বললেন,"এই বিয়েতে কারো আপত্তি থাকলে এখনই বলুন..!!" 😒
শেষের সারির দিক থেকে এক সুন্দরী ত’রু’ণী কোলে বাচ্চা নিয়ে স্টেজের দিকে এগিয়ে আসতে লাগলো। 😇
এটা দেখে, কনে বরকে সবার সামনেই দুই গা*লে জো*রে থা*প্প*ড় মা*র*তে শুরু করলো। কনের বাবা ব*’ন্দু*ক আনার জন্য দৌড়ে ঘরের ভিতরে গেলেন। 😆😁
কনের মা স্টেজেই অ-জ্ঞান হয়ে পড়ে গেলেন। শা'লী'রা বরকে গা*লি দিতে লাগলো আর শা*লা*রা হাতা গু*টি*য়ে নিয়ে সামনের বর যাত্রীদের বে*দ*ম পে*টা*তে লাগলো। 😃😀
কাজী সাহেব মেয়েটিকে জিজ্ঞেস করলেন,"তোমার সমস্যা কি??" 🙄🤔😱
মেয়েটি বললো,"পিছন থেকে ঠিক মত আওয়াজ পাচ্ছিলাম না, তাই শোনার জন্য সামনে আসলাম!!" 😃😁😆
- ফেসবুক ফানি ক্যাপশন
দোকানদারঃ কি নিবেন ভাইয়া
আমিঃ কোক দেন দুই লিটার🙂
দোকানদারঃ নেন 😇
আমিঃ থাক কোক নিবো না এটার বদলে জুস দেন🤐
দোকানদারঃ আচ্ছা নেন
আমি দোকান থেকে বের হয়ে গেলাম
দোকানদার পিছু পিছু দৌড়ে বের হলো ভাইয়া টাকা না দিয়ে কই যান 🤔
আমিঃ কিসের টাকা🙄
দোকানদারঃ এই যে জুস নিলেন
আমিঃজুস তো কোকের বদলে নিলাম ☹️
দোকানদারঃ তাহলে কোকের টাকা
আমিঃকোক তো নেই নাই
দোকানদারঃ তাহলে জুসের টাকা
আমিঃ আরে জুস তো কোকের বদলে নিলাম আজব তো 👿
দোকানদারঃতাহলে কোকের টাকা
আমিঃ কোক তো নেই নাই 🤕
দোকানদার বেহুশ😒😒😒😒😒