পরকিয়া গল্প
---বিয়ের ৫ বছর কেটে যাওয়ার পরে আমার স্বামী পরকীয়াতে আসক্ত হয়।
হঠাৎ একদিন তার ফোনে ২টা মেসেজ আসে। যেটা দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না।
---তুমি কি ভালো হবেনা না অভ্র। তোমার একটি সন্তান হয়েছে। ( বউ )
স্বামী : আশ্চর্য খারাপের কি হলো শুনি।
বউ : তোমাকে কোন মেয়ে মেসেজ দিয়ে রংপুর চিকলি পার্কে ডাকতেছে হ্যা।
স্বামী : তোমাকে বলছি না আমার ফোনে হাত দিবানা।
বউ : কেনো দিবোনা। তুমি আমার স্বামী আমার যা ইচ্ছে তাই করবো।
স্বামী : এইবার কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে।
বউ : কেনো মারবে আমাকে। ঠিক আছে যদি বেশি বলে থাকি তবে মারো।
স্বামী : চুপ কর আমার কিন্তু ভালো লাগতেছেনা।
"ঠিক সেই সময় তাদের ছোট্ট মেয়ে মিম সেখানে চলে আসে"
মিম : বাবা আজ আমার রেজাল্ট দিবে চলোনা স্কুলে যাই তুমি আমি মা।
---আমার তো একটু কাজ আছে। তুমি তোমার মাকে সঙ্গে করে নিয়ে যাও মিম?( বাবা)
মিম : তুমি সব সময় এমন করো। আমি কোথাও যেতে চাইলে নিয়ে যাওনা।
---লক্ষি মেয়ে আমার এই সপ্তাহে তোমাকে নিয়ে ঘুরতে যাবো। ( বাবা )
মিম : ধন্যবাদ বাবা।
---এই চলোনা মেয়েটা বলতেছে চলো আজ ওর স্কুলে যাই? (বউ)
স্বামী : তুমি গেলেই হবে আমার কজ আছে।
বউ : জানি তো কি কাজ। ওই মেয়েদের সঙ্গে দেখা করতে যাওয়া।
স্বামী : জানোই যখন তো বলতেছো কেনো।
বউ : সেটাই আমার ভুল হয়েছে। যাও যেখানে মন চায় তোমার।
"এর পরে মিমকে নিয়ে তার মা স্কুলে রেজাল্ট নিতে যায়। আর অন্য দিকে ওর বাবা অন্য মেয়ের সঙ্গে চিকলি পার্ক রংপুরে চলে যায়?
"তো রেজাল্ট নিয়ে আসার সময় ____________। কিছু একটা হওয়ার কারনে মিমের মা ওর বাবা কে প্রায় ১০০ বার ফোন দেয় কিন্তু ফোনটি রিসিভ করেনি। বরং বিরক্ত হয়ে ফোনটি এক পর্যায় বন্ধ করে রেখে দেয়। আর পরকিয়া করতে থাকে।
"তো রাত যখন ৮ টা বাজে এমন সময় মিমের বাবা বাসায় চলে আসে। কিন্তু বাসায় এসেই দেখে যে পুরাবাসায় লোকজন ভর্তি হয়ে আছে এবং কিছু মানুষ কান্না কাটি করতেছে।
"এমনটা দেখে আগ্রহের সঙ্গে বাসার ভিতরে প্রবেশ করে। আর প্রবেশ করার সাথে সাথেই মিমের মা চিৎকার করে বলে উঠে মিম আর এই পৃথিবীতে নেই।
"তখন মিমের বাবা জিঙ্গেস করে কি হয়েছে। তখন মিমের মা বলতে থাকে।
"রেজাল্ট নিয়ে আসার সময় একটি বাস এসে আমাদের রিকশায় ধাক্কা মারে যার করনে মিমের শরীর খত হয় সেই খত থেকে প্রচুর রক্ত খনন হয়।
---হাসপাতালে নিয়ে যাওনি আমার মেয়েকে? (কান্না সুরে)
"গেছিলাম কিন্তু O+ রক্ত লাগবে সেই মুহূর্তে । তখন তোমাকে ফোন দেই তোমার তো o+ রক্ত কিন্তু তুমি ফোন রিসিভ করোনাই বরং ফোন ওফ করে রাখছিলে।
এই দিকে অনেক খোজা খুজির পরেও আমরা রক্ত ম্যানেজ করতে পারিনা। সেই কারনে আমাদের মিম এই পৃথিবীর ছেরে চলে গেছে?
"কথাটি শুনেই মিমের বাবা হাউ মাউ করে কান্না করতে থাকে।
-অনু_গল্প :
-মায়া_ভরা_আখি
লেখা :হাসিব