অনেক কষ্টের গল্প | ভালোবাসা কষ্টের গল্প ২০২৪

 ভালোবাসা কষ্ট

ভালোবাসা কষ্ট

---রাত ২ টা বাজে এমন সময় girlfriend ফোন দিয়ে আবদার করে।


---হ‍্যালো জান আমার না। এই বৃষ্টির মাঝে খিচুড়ি খাইতে ইচ্ছে করতেছে? (মেয়ে)


---কিইই বলো? এই বৃষ্টির মাঝে আমি খিচুরি কোথায় পাবো। তা ছারা বাহিরে অনেক বিদুৎত চমকাচ্ছে বজ্রপাত হচ্ছে এই সব অনেক ভয় করি। (ছেলে)


---আমি জানি না তুমি কোথায় পাবে। কিন্তু আমার এক ঘন্টার ভিতরে খিচুড়ি চাই। (মেয়ে)


---ছেলে নাহ আমি পারবো না। কলা রেষ্টুরেন্টে গিয়ে খাওয়াবো তোমাকে। (ছেলে)


---তুমি আমাকে ভালোবাসো না সেটা আমি আগে থেকেই বুজতাম। যদি সত্যি ভালোবাসতা তাহলে নিশ্চয়ই খিচুড়ি নিয়ে আসতে। ঝড় বৃষ্টির মাঝে ও। (মেয়েটি)


ছেলেটি : এই ভাবে বুজি ভালোবাসা প্রমান করতে হয়।


মেয়েটি : অবশ্যই। 


ছেলেটি : প্লিজ একটু বুঝার চেষ্টা করো। আমি কাল তোমাকে রেষ্টুরেন্টে গিয়ে অনেক খাওয়াবো। তা ছারা এই মুহূর্তে কোন দোকান খোলা নেই। 


মেয়েটি : থাক আমার কিছু নিয়ে আসা লাগবে না। ভালো থাকিও বাই।


"কথাটি বলেই মেয়েটি ফোনটা কেটে দেয়? যেটা দেখে ছেলেটি অনেক কষ্ট পায়।


---কি আর করার এর পরে ছেলেটি সেই বৃষ্টিতে ভিজেই রাত ২ টায় শহরে অতিলে গলিতে তন্ন তন্ন করে খুজে খিচুড়ির সন্ধান পায়। 


---সেখানে থেকে খিচুড়ি ভালো ভাবে প‍্যাকেট করে মেয়েটিকে ফোন দেয়।


ছেলেটি : এই যে আমার রাগ কুমাড়ি girlfriend তোমার জন্যে খিচুড়ি নিয়েছি। ২০ মিনিট অপেক্ষা করো আমি আসতেছি তোমার মেসের সামনে।


মেয়েটি : সত্যি?


ছেলেটি : হুমমম সত্যি। তবে আমার পুরা শরীর ভিজে শেষ হয়ে গিয়েছে।


মেয়েটি : ঠিক আছে আমি অপেক্ষা করতেছি তুমি  আসো। 


ছেলেটি : oke dear💖


---এর পরে ছেলেটি রহনা দেয় গার্লফ্রেন্ডের মেছের উদ্দেশ্যে। ওই দিকে গার্লফ্রেন্ড ও খুশি মনে অপেক্ষা করতেছে। 


"তো ২০ /২৫/৩০ মিনিট মেয়েটা অপেক্ষা করতেছে। কিন্তু ছেলেটি আর আসতেছে না  


"ছেলেটি না আসার কারনে মেয়েটি ভিষন রেগে যায়? রাগান্বিত অবস্থায় ছেলেটিকে ফোন দেয়। 


"কিন্তু ফোনটি আর রিসিভ করতেছে না। এই ভাবে বেশ কয়েকবার ফোন দেয়ার পরে মেয়েটি তাকে মেসেজ দেয় একটি?


মেয়েটি : তুই যদে নিয়ে আসতে নাই পারবি তাহলে আমাকে অপেক্ষা করতে বললি কেনো? তোর জন্যে আমি প‍্রায় ১ ঘন্টা ধরে অপেক্ষা করতেছি। যা তোর সাথে আমার Brackup? আর কখনো আমাকে ফোন বা sms দিবি না বলে দিলাম। 


---এই বলে মেয়েটি রাগান্বিত হয়ে নিজের রুমে এসে ঘুমিয়ে পরে? 


"পরের দিন সকাল বেলায় মেয়েটি ঘুম ভাঙ্গে তার রুমেটের চিৎকারের কারনে। 


মেয়েটি : সমস্যা কি এমন চিৎকার করতেছো কেনো বুজলাম না?


---আপু আমাদের মেস থেকে একটু সমানে একজন ছেলে মারা গিয়েছে কাল রাতে বজ্রপাতে কারনে। আবার তার হাতে নাকি খিচুড়ি প‍্যাকেট ও ছিলো।

 (রুম মেট)


"রুম মেয়েটের কথাটি শুনেই যেনো মেয়েটির মাথায়  আকাশ ভেঙ্গে পরে।


মেয়েটি : কি বলছো এই সব। 


---হুমম আপু সত্যি আমি শুনলাম বাহিরে। (রুম মেট)


মেয়েটি : চলো তো দেখে আসি। আমরা?


---আপনি যান আমার কাজ আছ। তা ছারা আমি মৃত মানুষ কে দেখতে পারি না। (রুম মেট)


"এর পরে মেয়েটি তারা হুরা করে মেছ থেকে বের হয়ে একটু দুরে যেতেই দেখতে পায় অনেক লোকজন ভির হয়ে আছে। 


"সেখানে গিয়ে মেয়েটি ভিরের মধ‍্যে ডুকে দেখতে পায় এটা আর কেউ না তার boyfriend হাসিব। যেটা দেখার সঙ্গে সঙ্গে মেয়েটি চিৎকার করে কান্না করতে থাকে।


হাজারো কান্নায় যে ছেলেটি আর ফিরে আসবেনা? 


-অনু_গল্প_: অপুর্ণতা


লেখা : মি_হাসিব


এমন আরও ভালোবাসার গল্প পড়ুন।