প্রচুর হাসতে হবে
স্বামীঃ এটা কি ডাল বানিয়েছো?😡
না আছে লবণ
না আছে মরিচ। 😒
একটা মসলাও ঠিক মতো দাওনি।
সিরিয়াল দেখতে দেখতে রান্না করলে এমনই হয়
স্ত্রীঃ খু*ন্তি দেখেছো!! 😡😡
আগে মোবাইলটা সাইডে রাখো।
তখন থেকে দেখছি মোবাইলের দিকে তাকিয়ে ডাল রেখে পানির গ্লাসে রুটি ঢু*বি'য়ে ঢু*বি'য়ে খাচ্ছো। 🤣
আবার বড় বড় লেকচার। 🤨😐
❞।
স্বামী: 🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️🏃♂️
জীবনে প্রচুর হাসতে হবে
মেয়ে : সিগারেট খাওয়া ছেড়ে দাও.
ছেলে : ছেড়ে দিলাম.
মেয়ে : বীয়ার খাওয়া ছেড়ে দাও.
ছেলে : ছেড়ে দিলাম.
মেয়ে : কথা দাও আর কোন মিথ্যা কথা বলবে না.
ছেলে : কথা দিলাম.
মেয়ে : প্রমিজ কর এখন থেকে নিয়মিত নামাজ পরবে.
ছেলে : ঠিক আছে.
প্রমিজ করলাম.
মেয়ে :বল আমায় বিয়ে করবে??
ছেলে : না
মেয়ে : কেন???
ছেলে : এখন যেহেতু অনেক ভাল হয়ে গেছি সেহেতু তোমার থেকে অনেক ভাল মেয়ে পাব!
তাইলে তোমাকে বিয়ে করব কেন????
আমি হাসতে ভালোবাসি
স্বামী : আজ বাসায় কী কী রান্না হবে? 🥱
স্ত্রী : আপনি যা বলেন। 🤭
স্বামী : আচ্ছা মাছ রান্না কর। 🌸
স্ত্রী : গতকালই না করলাম? 😊
স্বামী : তাহলে সবজি রান্না কর। 😋
স্ত্রী : বাচ্চারা পছন্দ করে না। 🥺
স্বামী : তাহলে কিমা রান্না কর। 😌
স্ত্রী : এটা তো আমি পছন্দ করি না। 😒
স্বামী : হুম, পরোটা হলে কেমন হয়? 😘
স্ত্রী : রাতে পরোটা কে খাবে? 🙄
স্বামী : তাহলে আজ রান্নাটা হবে কী? 🤗
স্ত্রী : আপনি যা বলেন!🥰
স্বামী : 🙂
হাসতে হাসতে পেট ব্যাথা
ফেসবুক পোস্ট দেখে যখন গার্লফ্রেন্ডর নাম battery low দেয়।
আমিঃ 😒 কি ব্যাপার মা তুমি আমাকে চোখ পাখরাছো কেন
মাঃ এটা কি 😲
আমিঃ কেন ব্যাটারী low দেখায়🪫
মাঃ হুম সেটা তো আমিও জানি। কিন্ত ওটাতে ক্লিক করলে মেয়ে কথা বলে🥵
আমিঃ মা ওটা তেমন কিছু না, মানে মোবাইল আপডেট হয়েছে তো. তাই ব্যাটারী low হলে কল আসলে মেয়ে বলে দেয় ফোন চার্জ দেন🪫🔋
মাঃ ওও তাই। তাইলে যে বললো,বাবু কি করো।😐হালো বলতে ফোন কেটে গেল😶
রিং আবার হচ্ছে -নে কল ধর।স্পিকার দে
আমিঃ 🥵🥵হালো
gf: অভি তুমি কই ছিলে। আর আন্টি কল ধরছিল😪তা এখন আন্টি কই 🤔
আমিঃ আমার সামনে🥺
মাঃ রিমি লাঠিটা নিয়ে আয়।
আমিঃ চাচা আপন প্রাণ বাঁচা 🏃♂️🏃
😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅