facebook bangla funny story | facebook bangla funny

  • funny status bangla

funny status bangla

gf: বাবু কালকে আমরা এক সাথে ফুচকা খাবো।


bf: ঠিক আছে সোনা, আর কী কী খাবা...? 


gf: আর বেশি কিছু না আইসক্রিম, চকলেট,কাচ্চি   বিরিয়ানি, এই গুলো খাওয়ালেই হবে বাবু... 🥰


bf: ঠিক আছে সোনা..!  আর মনে মনে ভাবছে অনেক   তো টাকা লাগবে। তখন gf আবার বলে....


gf: বাবু আমরা খাওয়া দাওয়া শেষ করে একটা কার ভারা করে ঘুরবো অনেক দিন থেকে আমাকে ঘুরাওনি।


bf: ঠিক আছে সোনা। আর মনে মনে ভাবছে সব মিলে তো প্রায় ১০ হাজার টাকা লাগবে। 


gf: বাবু সকলের আইফোন আছে আমায় একটা কিনে দিবা কালকে। 


bf: ঠিক আছে সোনা....! 😭এখন ভাবছে কিডনি বিক্রি না করলে তো হবেই না। টেনশনে আর রাতে ঘুম ধরছেনা। কারন gf এর ইচ্ছা পূরন করতে না পারলে তো থাকবেনা। অবশেষে পরদিন কিডনি বিক্রি করতে হলো।


gf: বাবু তুমি একটা R15 বাইক কিনো  আমার সব বান্ধবীর বিয়েফ দের আছে আমি তাদের সামনে মুখ দেখাতে পারিনা। 


bf: ঠিক আছে সোনা। এবার ভাবছে  দুই নাম্বার কিডনিটা ও বিক্রি করতে হবে। ২য় কিডনি বিক্রি করার পরে সাথে সাথে ওখানেই মারা গেলো। হটাৎ করে ঘুম ভাঙ্গে যায় আর দাখে পুরাটাই স্বপ্ন ছিলো। 🤭🤣

  • bangla funny status

মিমের জন্য গল্পটা...!

টিচার : নাম কি?

মেয়ে : এঞ্জেল মিম 😇

টিচার : এটা ফেসবুক না, কলেজ। আসল নাম বলো।🤬

মেয়ে : সরি স্যার। মোছাঃ মিম 😊

টিচার : বয়স কত?😒

মেয়ে : ১৫ বছর।

টিচার : বে-য়া-দব! এটা ফেসবুক না।😑

মেয়ে : সরি স্যার। বয়স ২৩ বছর।🥺

টিচার : পরিবার সদস্য কত?

মেয়ে : আপাতত ৩৬৯ জন আছে। অনেক গুলো ঝুলে আছে। সেগুলো নিয়ে ৯৬৩ জন তো হবেই।☺

টিচার : বে-য়া-দব! এটা কলেজ।😡

মেয়ে : সরি স্যার! পরিবারে মোট ৪ জন।😕

টিচার : বৈবাহিক সম্পর্ক?

মেয়ে : সিঙ্গেল।😌

টিচার : তোমার মা যে বলল,,, তুমি বিবাহিত?🤨

মেয়ে : ও! হ্যা স্যার। আমি বিবাহিত কিন্তু ফেসবুকে এখন পর্যন্ত সি-ঙ্গেল।🙂

টিচার : বে-হু-স।😵

  • funny jokes bangla

অনেক দিন পর নানা বাড়ি গেছি।আমার ছোট মামার মেয়ে এখনো ছোট। তার নাম পুতুল। ওকে আমি পুতুল বউ বলে ডাকি। আমাকে এসে বলছে 

পুতুল : ভাইয়া ভাইয়া 

মাহফুজ : জ্বী! পুতুল বউ বলো..?🙃

পুতুল : আমাকে কয়টা টাকা দাও আমি খাবার খাবো 🙂

মাহফুজ : আচ্ছা।কত টাকা নিবা বলো..??

পুতুল : একহাজার ছয়শত দুইশত উনতিরিশ টাকা 

মাহফুজ : 🙄🙄🙄 –বে হু শ—

( এই টাকার হিসাব মিলাতে না পারা আমার মন।আপনারা কেউ যদি পারলে বলেন কত টাকা পুতুলকে দিবো..😒)

  • funny jokes bangla

বিয়ের প্রকারভেদঃ 😎


১। পারিবারিক বিয়ে হলোঃ ইলেকশন !

২। প্রেমের বিয়ে হলোঃ সিলেকশন !

৩। আর পালিয়ে বিয়ে হলোঃ স্বতন্ত্র !

৪। দুইজনের অমতে বিয়ে হলেঃ স্বৈরতন্ত্র !

৫। প্রেম করে পরে পারিবারিক ভাবে বিয়ে করা হলেঃ দলীয় মনোনয়ন !

৬। নিজের পছন্দের বিয়েতে পরিবারের বাধার সম্মুখীন হলেঃ বিরোধী দলের ষড়যন্ত্র !

৭। বিয়ে না করা হচ্ছেঃ একনায়কতন্ত্র !

৮। নিজের পছন্দের বিয়েতে বাবা মাকে রাজি করানো হলোঃ গণতন্ত্র !

৯। কাজিনের সাথে বিয়ে হলেঃ রাজতন্ত্র !

১০। তাবিজ করে বিয়ে করলেঃ তন্ত্রমন্ত্র !

১১।বিয়ে এক্কেরেই হইতাসে না-আমলাতান্ত্রিক জটিলতা !

বিঃদ্রঃ এখন বলেন কে কত নাম্বারে আছেন ?😊

  • funny caption bangla

শীতকাল এসে গেছে আমার বন্ধুরা একে একে সবাই বিয়ে করছে আর আমাকে নিয়ে তামাশা করছে। 


আমার কপালে নাকি বউ নাই, আমাকে না কেউ বিয়ে করবেনা। 


বন্ধুদের কথায় আমি চুপ করে, ছিলাম। আমি ওদের দেখিয়ে দিবো আমি সুন্দরী কাউকে বিয়ে করতে পারি কিনা। সুধু সুযোগের অবস্থা। 


অনেক অপেক্ষার পর সেই সুযোগটা আসলো। আমার সাথে কোটিপতি বাবার একমাত্র মেয়ের সাথে পরিচয় হলো। দুজনে সব সময় কথা বলতাম। 


কথা বলতে বলতে অনেক, ডায়লগ মেরে অনেক কষ্টে মেয়েটাকে পটালাম। 


আহহ আমাকে কে আঁটকায় মেয়েটা যেমন সুন্দরী, তেমন তার টাকা। 


আমি এবার বন্ধুদের দেখিয়ে দিবো। আমিও পারি, আমি ওদের থেকে সুন্দরী মেয়েকে পটিয়েছে। এবার বিয়ে করার পালা। 


যাইহোক,, এক সময় সেই মেয়েটার সাথে আমার বিয়ে ঠিক হলো আর বিয়ে ও হলো। 


বিয়ের পর আমার সেই বন্ধুরা আমাকে বললেন৷ 


বন্ধুরা: কিরে নিশাদ, তুই তো সুন্দরী মেয়েকে বিয়ে করলি কোটিপতি বাবার একমাত্র মেয়ে। আসলেই তোর কপাল ভালো। 


বন্ধুদের কথা শুনে আনন্দে হাঁসসি,, বন্ধুদের কথায় খুশি হয়ে ওদের জন্য জুস নিয়ে আসলাম আর বললাম নে সবাই জুস খা আমিও খাই।এই বলে জুসটা মুখে নিতেই বলে উঠলাম কিরে জুস মিষ্টি লাগেনা কেন, কেমন জানি পানির মত লাগে। 


এদিকে ঠিক তখনি মা বলে উঠলো,, পানি কি জুসের মত লাগবে নাকি তোর মুখে পানি ছিটিয়ে ঘুম ভাঙালাম। কখন থেকে স্বপ্নের মধ্যে কি সব উল্টো পাল্টা কথা বলসিস। উঠ উঠ তোর বাবা ডাকছে। 🙄

ওহহহ এতক্ষন তাহলে স্বপ্ন দেখছিলাম। 🤣

আমার দুঃখ থেকেই গেলো। বন্ধুদের আর দেখাতে পারবোনা মনে হয় আমার সুন্দরী বউকে। 


মজার রোমান্টিক গল্প পড়ুন।