- funny status bangla
মেয়ে দেখতে গিয়েছিলাম,কিছুক্ষণ বসে থাকার পর পাত্রী আর পাত্রীর বোন একসাথে এসে সোফায় বসলো,আমি ঘটকের কানে কানে গিয়ে বললাম 'আমি পাত্রীর বোনকে বিয়ে করতে চাই আপনি কথা বলেন ওদের সাথে' ঘটক বললো ঐটা পাত্রীর বোন না হারামজাদা ঐটা পাত্রীর মা।
আমি জিজ্ঞেস করলাম এটা কিভাবে সম্ভব? দু'জনের বয়স তো একইরকম লাগছে। ঘটক বললো, "পাত্রীর বাবা বিসিএস ক্যাডার,কাহিনী তো এখানেই!' 🙂
- funny post
মিম কে জড়িয়ে ধরে শুয়ে আছি আম্মু এসে ডেকে বললো ,
- ঔ , দোকানে যা কিছু খরচ লাগবে...
- দেখতেছেন একটা রোমান্টিক ভাব নিয়ে শুয়ে আছি দুজন আর আপনার এখনি কাজ বের হলো । বলেন কি কি আনুম?
- না খাইলে এসব রোমান্টিকতা বের হবে তোমার.. সয়াবিন তেল, লবন , আর গুড়া মরিচের প্যাকেট আনবি।
এক দৌড়ে গিয়ে নিয়ে আসলাম দোকান থেকে এসেই আবার মিম কে জড়িয়ে শুয়ে পড়লাম..
এই মিমের সাথে আমার সম্পর্ক অনেকদিনের , ছোট থেকে আমার সাথে আছে ।
অবশ্য বড় হয়ে আম্মু বকা দিত কিন্তু মিম আমার প্রাণের সাথি..দুজনের সম্পর্কটা ঘরি আর ব্যাটারির মতো.। আম্মুও এখন আর কিছু বলেনা ।
আমি মিমের সাথেই ঘুমাই , কত রাত কেটেছে তাকে জড়িয়ে , কষ্ট পেয়ে কান্নাও করেছি মাঝে মাঝে ওকে জড়িয়ে, কতনা সুখের সাথি সে আমার...
তাকে ছাড়া একটা রাত কাটাতে পারিনা।
ভালোবাসি ওকে অনেক..
.
.
মিম আমার কোলবালিশের নাম।
- funny post bangla
মাস তিনেক আগের ঘটনা।
আমাদের বন্ধু সোহান সেলুনে গেলেন চুল কাটতে।
নাপিত চুল কাটতে শুরু করল।
এসময় এক সুন্দরি মহিলা সেলুনে প্রবেশ করল।
মহিলার অপরূপ চেহারা দেখে সোহান তো মুগ্ধ!
ঘাড়টা একটু ঘুরিয়ে মহিলার দিকে তাকিয়ে বলল - আপনি খুবই সুন্দর!
আপনার মত সুন্দর মহিলা আমি কোনদিন দেখিনি!
মহিলা খুশি হয়ে বলল- ধন্যবাদ!
সোহান- আজ সন্ধ্যা বেলায় আপনি কি ফ্রি আছেন?
মহিলা- হ্যাঁ, কেন?
সোহান- তাহলে চলুননা, দুজনে একটা সিনেমা দেখে আসি!
মহিলা- আমি বিবাহিত, আমার স্বামী এলাউ করবেনা।
সোহান- আপনার স্বামীকে মিথ্যে করে বলবেন বান্ধবীর সঙ্গে বেড়াতে যাচ্ছেন।
মহিলা- আপনিই বলে দিননা, উনি তো এখন আপনার চুল কাটছে।
আবেগি সোহান তো বেকুব বনে গেল!
লজ্জিত হয়ে কি বলবে বুঝে উঠতে পারছিলনা!
হঠাত সামনে আয়নার দিকে তাকিয়ে বুঝতে পারলো এতক্ষণে তার পুরো মাথাটাই নেড়া হয়ে গেছে!
- bangla funny joks
---- bolto আমাদের ছেলে হলে কি নাম রাখবো আমরা?
--- 'কাদের' রাখলে কেমন হয়?
--- ধূর বড্ড সেকেলে নাম!আমি তো অন্য কিছু ভেবে রেখেছি..
--- কি ভেবে রেখেছো?
--- আমাদের ছেলে হলে নাম রাখবো রকি!
--- ছেলেকে গু/ন্ডা বানানোর প্লান করতেছো নাকি,রকি এমন নাম কোনো ভালো বাবা মা রাখে?
--- আমার মনে হয় কি জানো আমাদের ছেলে হবে না,মেয়ে হবে!
--- ওমা!তাই নাকি?
কিন্তু আমার যে ছেলেই চাই।
--- না আমার মেয়ে চাই।
--- না ছেলে!
--- না মেয়ে!
--- তোমাকে নিয়ে আর পারা যায় না।বাদ দাও এসব কথা।আমা'র তো মন বলছে তোমার জমজ বাচ্চা হবে।একটা ছেলে আর একটা মেয়ে।
--- ও'এম'জি!দেখো আমি একা হাতে কিন্তু দু'টো সামলাতে পারবো না।একটা কাজের বুয়া রেখে দিতে হবে।
--- আচ্ছা দেবো।তবে আজকাল কাজের বুয়াদের কোনো বিশ্বাস নেই। যদি বা/চ্চা নিয়ে পালিয়ে যায় 🤔
--- ছিহহ!
এতো বড়ো একটা কথা বলতে বুক কাঁপলো না তোমার।একজন মায়ের সামনে তার বা/চ্চা হারানোর কথা বলছো😨 কোন সাহসে?
--- ঠিক আছে বাদ দাও।চলো দুজনেই পড়তে বসি।সামনের মাসেই জে.এস.সি পরীক্ষা।প্রচুর পড়তে হবে। 😊
--- আচ্ছা বাবু।ভালো থেকো।আমাকেও বাবা বলেছে ফাইভে নাকি বৃত্তি দেওয়াবে ।অনেক পড়তে হবে।🥰
এটা পড়ার পর আপনার অনুভূতি কি?🐸