- funny jokes bangla
এক সুন্দরী মেয়ে আমাকে জিজ্ঞেস করলো
"আপনার মা সি ক ইনকাম কত?"
আমি একটু থমকে গিয়ে সিগারেটটা পায়ে মুড়িয়ে হাল্কা করে বললাম " সাড়ে তিন লক্ষ টাকার মত।"
মেয়েটি হা করে আমার দিকে তাকিয়ে আছে। ঢোক গিয়ে আস্তে সুরে বললো...
- কি এমন করেন যে মাসে এত টাকা ইনকাম আপনার?
আমি কথাটা ঘুরিয়ে বললাম..
- আমার বেতন জেনে আপনার কি দরকার?
- আসলে আপনাকে পছন্দ করি তো, বাসায় বাবা মাকে জিজ্ঞেস করলে বলতে তো হবে আপনার ব্যপারে।
- আমার এই ইনকামের কথা শুনলে রাজী হবে?
- কেনো নয়? যে কোনো পরিবারই রাজী হবে।
- আমাকে কতদিন থেকে চিনেন আপনি?
- এই তো দুই মাস ধরে।
- কীভাবে?
- আমার বান্ধবী আপনার এক্স গার্লফ্রেন্ড। প্রায়ই দেখতাম আপনি গাড়ি নিয়ে ঘুরেন। হাজার হাজার টাকার গিফট কিনে দেওয়ার কথা বলেন আমার বান্ধবীকে। কিন্তু আপনার এই ভালোবাসা দেখে কিছুই নিত না।
- আমি কিন্তু আপনাকে আমি ভালো করেই চিনি।
- কীভাবে?
- সিক্রেট বলা যাবে না।
- বলুন না।
- আমাদের ব্রেকাপ কেনো হয়েছে জানেন?
- নাহ, ও কখনো আমাকে বলেনি।
- আপনার কাছে পাঁচশো টাকা হবে?
ব্যাগ থেকে একটা নোট দিয়ে জিজ্ঞেস করলো..
"এতে হবে?”
- হ্যাঁ এক প্যাকেট সিগারেট কেনার পরেও গাড়ি ভাড়াটা থেকে যাবে।
- বললেন নাতো এত টাকা কোথা থেকে ইনকাম করেন?
- স্বপ্নে।
-মানে?
আসলে আমি প্রায়ই স্ব প্ন দেখি এক সময় ২০ কোটি টাকার মালিক হবো।
আজ না হয়ে যদি ৫০ বছর পরে হই। তাহলে গড়ে প্রতি মাসে প্রায় সাড়ে তিন লাখ টাকা আমার মাসিক ইনকাম হয়ে থাকে।
- ফালতু! আমার টাকাটা ফেরত দেন।
- বিয়ে করবেন না?
- না। সালা বা ট পা র।
বুঝলাম না আমার টাকার হিসেব শুনে গা লি দিয়ে চলে গেলো কেনো? আমি কি কোনো ভুল কিছু করে ফেলছি
- funny bangla status
*হাইকোর্টে একটি মামলায় সাক্ষী হিসাবে কাজের মাসি শিলার ডাক পড়েছে।*।
বাদীপক্ষের দুঁদে উকিল 'প্রমথ বিশ্বাস' শিলা মাসি কে ঘাবড়ে দেবার জন্য প্রথমেই জিজ্ঞাসা করলেন: *"আপনি আমায় চেনেন ??"*
শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? তুমি প্রমথ তো !! তোমায় ন্যাংটা বয়স থেকেই চিনি। পুরো বখে যাওয়া ছেলে ছিলে। মিথ্যা কথা বলতে। লোক ঠকানোয় ওস্তাদ ছিলে। লাগানি ভাঙানি ভালোই করতে। আরো অনেক গুন তোমার ছিল সে সব আর বলছি না। নিজেকে মস্ত কেউকেটা ভাবতে যদিও কানাকড়ির মুরোদ ছিল না। তোমাকে আমি ভালই চিনি।"*
প্রমথ বাবু স্তম্ভিত হয়ে গেলেন। ভেবে পাচ্ছিলেন না কি করবেন। কোর্ট ঘরের অপর প্রান্তে বিবাদী পক্ষের উকিল "অসিত ধরে"র দিকে অঙ্গুলি নির্দেশ করে বললেন: *“ওনাকে চেনেন ??"*
শিলা মাসির উত্তর: *“ওমা চিনব না কেন ?? ওতো অসিত। খুব ভাল করেই চিনি। অলস অকর্মণ্য। কারো সাথে সদ্ভাব ছিল না। পাঁড় মাতাল। শহরের সবচেয়ে পিশাচ উকিল। বৌয়ের চোখে ধুলো দিয়ে তিনটে ছুঁড়ির সাথে ফষ্টিনষ্টি করে। তার মধ্যে একজন তোমার বৌ। ওকেও ছোট থেকেই চিনি।”*
বিবাদী পক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলেন।
এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন। উকিলদ্বয় কাছে যাবার পর নিচু গলায় শান্তস্বরে জজ সাহেব বললেন:
দুই গর্দভের একজনও যদি ওই মহিলাকে প্রশ্ন করো যে আমায় চেনে কিনা তাহলে তোমাদের আমি ফাঁসি কাঠে চড়াব।