অবহেলার কষ্টের গল্প | গভীর রাতের কষ্টের স্ট্যাটাস

 চাপা কষ্টের স্ট্যাটাস

চাপা কষ্টের স্ট্যাটাস

আমার স্ত্রী সাদিয়া পালিয়ে যাবার আজ ৭ মাস হয়েছে।নীরা, আমার একমাত্র মেয়ে।মাত্র সাড়ে ৭ বছর বয়স।সাদিয়া যাবার পর ছোট্ট মেয়েটা খুব একাকীত্বে ভুগতো। 


খুব খারাপ লাগতো ওকে দেখে।এই মেয়েটার কী অপরাধ?কেনো ওর মা ওকে ফেলে গেলো? হিসাব মেলাতে পারতাম না৷ ভালোবাসা,টাকা,কোনকিছুর তো অভাব রাখি নি।তবে?


এক রাতে সাদিয়ার ফোন থেকে কল এলো।স্ক্রীনে নাম্বারটি দেখে আমার হঠাৎ বুক ধুকপুক শুরু হলো।রিসিভ করবো না করবো না করেও সবুজ বাটনে চাপ দিলাম। 


-- "হ্যালো!"


ইশ! এতোদিন পর চিরচেনা কণ্ঠ! আমি কোন কথা বলতে পারছিলাম না। 

সাদিয়া বললো,


-- " আসিফ, আমি ফিরতে চাই।আসবো?" 


আমি বুঝতে পারছিলাম না কী বলবো!কী উত্তর হবে আমার!সাদিয়াকে তো এখনো ভালোবাসি!অনেকক্ষণ চুপ থেকে লাইনটা কেটে দিলাম আমি। 


পরদিন সকালে মেয়েকে কবলাম,


-- " মামণি, মা ফিরে এলে কী করবে শুনি?"


নীরা কোন কথা বললো না।আবার বললাম, 


-- " মা ফিরে এলে আমরা আবার আগের মতো হাসি খুশি থাকবো।একসাথে খাবো,একসাথে ঘুরবো।ঠিক আছে না?"  


মেয়ে জোরে জোরে 'না' সূচক মাথা নাড়লো। 


বললাম, 

-- "মানে? তুমি মাকে গ্রহণ করবে না?"


উত্তর এলো, 

-- "নেভার এভার।মা ছাড়াই ভালো আছি।শুধু তুমি আমায় ছেড়ে কখনো যেও না।" 


আমি মেয়েকে বুকে জড়িয়ে ধরলাম আর প্রথম বারের মতো হু হু করে কেঁদে উঠলাম।মনে মনে বললাম, " সাদিয়ার প্রশ্নের জবাব পেয়ে গেছি আমি। "


(সমাপ্ত)


অনুগল্প- জবাব

লেখা_নুজহাত_তাসনিম


এমন আরও গল্প পড়ুন।