গল্পঃ_শেষ_বউ | অবহেলার কষ্টের গল্প

 স্ত্রীর প্রতি স্বামীর অবহেলা

স্ত্রীর প্রতি স্বামীর অবহেলা

আব্বা পাঁচ বছর পর সৌদিআরব থেকে বাড়িতে এসেছে সাথে নতুন বিদেশি মাকে নিয়ে।বাড়িতে ঢুকেই আব্বা হাক-ডাক ছেড়ে দাদীকে বললো,


-- 'মা দেখো তোমার লাইগা পরীর মতোন বউ আনছি।'


আব্বা মিথ্যা বলেনাই,এমন সুন্দর মেয়ে মানুষ আমি আমার ছোট্ট জীবনে দেখিনাই,ধবধবা সুন্দর মানুষ। 

আম্মা, আব্বাকে দেখে এতোটাই অবাক হলো যে আম্মার মুখের কথা বন্ধ হয়ে গেলো,বাড়ির উঠোনে আম্মা ধপাস করে বসে পড়লো,আমরা দুই বোন দৌড়ায়া আম্মার কাছে গিয়ে বসতেই আম্মা আমাদের জরিয়ে ধরে হাউমাউ করে কানতে লাগলো।


আব্বার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, নতুন বউ নিয়া ঘরে গেলো। আব্বার আসার খুশিতে আম্মা সকাল থেকেই অনেক রকম রান্না বান্না করছিলো,আমরা দুই বোন সাজুগুজু করে ঘুরাঘুরি করছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আব্বা আসবে?কি কি আনবে আমাদের জন্য ভেবেই খুশিতে আত্নহারা হয়ে যাচ্ছিলাম,আব্বার দেশে আসার সাথে আমাদের সাজগোজ করা আর ভালো জামা কাপড় পড়ার কি সম্বন্ধ কে জানে?


আম্মা নিজেও নতুন একটা শাড়ি পড়েছিলো।কিন্তু আব্বা বাড়িতে আসার পর আমাদের সব আনন্দ উচ্ছাস এক মুহূর্তেই মিইয়ে গেলো।আমি ওতোটাও ছোট না যে আব্বার আরেকটা বিয়ে কে সহজ ভাবে দেখতে পারবো।ক্লাস ফাইভ পড়া আমার ছোটবোনটাও কেমন চুপসে গেছে আম্মার চোখের পানি দেখে।


.


আমরা একান্নবর্তী পরিবারে থাকি,বাড়িতে দাদী,মেঝো চাচা-চাচী,ছোট চাচা-চাচি আর একজন ফুপি,আর ২ জন চাচাতো ভাই সহ বড়সর পরিবার। মেঝো চাচা কৃষি কাজ করেন,ছোট চাচা ব্যবসা করেন আর আব্বা তো প্রবাসি,সংসারে সিংহভাগ টাকা আব্বা ই দেয়,সেই সুবাদে আমরা সবার মধ্যমনি হয়েই থাকতাম।


বাড়িতে আমরা তিনজন বাদে সবার মনেই খুশি আনন্দ নতুন বিদেশি আত্নীয় পেয়ে,গ্রামের  লোকজন বউ দেখতে আমাদের বাড়িতে সকাল বিকাল আসতে লাগলো।আব্বা খুব খুশি খুশি মনে একবার আরবি একবার বাংলায় ট্রান্সলেট করে করে সবার সাথে কথা বলায় দিচ্ছে। এর মাঝে অবশ্য আমাদের দুই বোনকে ডেকেও কথা বলায় দিছে,আম্মা কষ্ট পাবে দেখে আমি বেশী কথা বলিনাই তবে পারুলের ইচ্ছা ছিলো আরেকটু কথা বলার।


আম্মা নতুন শাড়ি পাল্টে পুরোনো শাড়ি পড়লো,এমনকি সারাদিন না খেয়ে ঘরের এক কোণে পড়ে রইলো,কেউ শান্তনা দিতেও আসলোনা,মাঝে অবশ্য গ্রামের কয়েকজন বয়স্ক মহিলা এসে ঘরের দরজায় দাঁড়িয়ে হা হুতাশ করলো,কেউ কেউ বললো, ‘কপাল পু*ড়লো তোর মুখপুরি,কপাল পুড়লো।’


কপাল যে পুড়লো সেটা তো আম্মা নিজেই জানে তাদের এসে এসে বলে যাওয়ার কারন বুঝলাম না।মাগরিবের আগ সময় দাদী এসে মাকে বললো,


-- 'জামাই বিয়া করছে মরে তো আর নাই,এতো শোক পালন করা লাগবো না,নাতনি গুলারে খাওন দেও,নিজেও খাও।'


আম্মা কিচ্ছু বললনা,মাটিতে পা ছড়িয়ে হেলান দিয়ে বসে রইলো। আম্মার উত্তর না পেয়ে দাদী আমার দিকে তাকিয়ে বললো,


-- 'শিউলি তোর মাইজ্জা চাচিরে ক,তোগোরে ভাত দিতে,দুপুরে খাস নাই তোরা।'

আমি মাথা নেড়ে 'হ্যা' সূচক সম্মতি জানালাম।

.


রাতে খাসি জবাই হলো,বিরাট আয়োজন,খাসি নাকি আস্ত পুরিয়ে খাওয়া হবে,বিদেশি বউ নাকি তেল মশলার খাবার খেতে পারেনা,তাই এরাবিয়ান স্টাইলে রান্না হবে,বাবুর্চি আব্বা নিজেই।আমরা যতোটাই কষ্ট পাচ্ছিলাম ঠিক ততটাই আনন্দ করছিলো আমার চাচাতো ভাই বোনেরা,ওরা নেহায়েত ই ছোট। তবে সবচেয়ে কষ্টকর ছিলো আমার দুই চাচি ই হেসে হেসে ভাঙাচুরা ভাষায় নতুন মা এর সাথে গল্প করছিলো,তারা একটিবারের জন্য আম্মার কাছে আসেনাই খোঁজ নিতে।


ছা*গল পো*ড়ানো দেখতে আরো বাচ্চা কাচ্চা জড়ো হলো,কেমন উৎসব মুখোর পরিবেশ। আব্বা সুরে সুরে গলা ছেড়ে গান ধরলো, ‘মিলন হবে কত দিনে,আমার মনের মানুষ এলো সনে,আমার মনের মানুষ এলো সনে….’


গানটা সুখের নাকি দুঃখের বুঝা গেলো না,তবে আব্বার গানের গলা চমৎকার, চাদের আলোয়ে আব্বা খুব যত্ন করে খাসি পো*ড়াচ্ছে আর গানের সুর তুলছে।


আব্বার গান শুনে আম্মা হাউমাউ করে কানতে লাগলো।পারুল আম্মার পাশ ঘেষে বললো,

-- 'আম্মা গানটা কি খা*রাপ তুমি কান্দো কেন?'


আম্মার হেচকি উঠে গেলো কানতে কানতে,আমাকে চিল্লায়া বললো,


-- 'তোর আব্বারে বল গান থামাইতে,আমার কানে বি*ষ লাগতেছে।'


আমি উঠার আগেই,পারুল দৌড়ায়া গিয়া বললো,

-- 'আব্বা গান থামান আম্মার কানে বি*ষ লাগে।'


আব্বা পারুলের দিকে তাকায়া আবার ছাগলের গায়ে তেল লাগানোয় মনোযোগ দিলো।এরপর আরেকটা গান ধরলো, ‘তুই যদি আমার হইতিরে,ও বন্ধুরে আমি হইতাম তোর,…..কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর ও বন্ধুরে তুই যদি আমার হইতিরে…’


আব্বার গান শুনে, চাচিরা হাসতে হাসতে বললো,

-- 'আপনার ই তো হইছে আবার কিয়ের এতো আফসোস?'

আব্বা আরো জোরে গান গাইতে লাগলো,গানের তালে তালে বাচ্চারা নাচতেছে।


.


রাতে আমরা কেউ খেতে গেলাম না,পারুলের পো*ড়া মাংস খাওয়ার খুব শখ,আম্মাকে কয়েকবার জিগ্যেস করছে যাবে কিনা,শেষবার আম্মা একটা জোরেসোরে থাপ্পর মা*রার পর এখন চুপ করে বসে আছে।এদিকে ক্ষুধায় আমাদের জীবন যায় যায় অবস্থা কিন্তু আম্মারে ছাড়া খাইতেও পারতেছিনা।


সবার খাওয়া শেষে ছোট চাচি তিনজনের খাবার নিয়ে আসলো,পোড়া মাংস আর রুটি,পারুলের চোখমুখ খুশিতে ঝলমল করে উঠলো।


আম্মা গলা খাকিয়ে বললো, 

-- 'খাওন লাগবো না আমগো,লইয়া যাও,আমরা তিনজন না খাইয়া মরমু,তোমরা সুখ করো।'


আম্মার কথা শুনে পারুলের উজ্জল মুখটা একদম মিলিয়ে গেলো। যেই ছোট চাচি কোনোদিন আম্মার মুখের উপর কোনো কথা বলেনাই,আজকে সে টিপ্পনি কেটে বললো,


-- 'নিজের দোষে জামাই হারাইছেন,আপনি না খাইয়া ম*রেন, না করছে কে? মাইয়াগুলানরে মা*রবেন কেন?হেগো কি দোষ!!'


আম্মা আকাশ থেকে পড়লো ছোট চাচির কথায়,নিজের কানকে সে বিশ্বাস করতে পারছিলো না,আম্মা রাগে কিছু একটা বলতে গিয়ে থেমে গেলো।চাচি যাওয়ার পর,আম্মা হঠাৎ করেই কেমন স্বাভাবিক আচরন করার চেষ্টা করলো,হয়তো মেয়েদের সামনে অপমানজনক কথাটা সহ্য করতে পারছেন না,সবকিছু আড়াল করতেই এই অভিনয়।


আম্মা নিজ হাতে আমাদের দুই বোনকে খাইয়ে দিলেন,কিন্তু আম্মা খেলেন না।সারারাত বাড়ির বারান্দায় বসে কা*টালেন,ঘুমের মাঝেও আম্মার ফুপিয়ে ফুপিয়ে কান্না আমার কানে এসেছে।


---


সাতদিন পর,

আব্বা উঠানে মিটিং বসালেন।মিটিং এর প্রধান উদ্দেশ্য আম্মার বিচার করা।আম্মার বিরুদ্ধে আব্বার অভিযোগ হলো,আব্বা আসার পর,


‘আম্মা নিজ থেকে তার সাথে কথা বলতে যায় নাই,মেয়েদেরকেও নাকি শলাপরামর্শ দিয়া দূরে রাখতেছে,আব্বা আর নতুন বউ এর যত্নের দায়িত্ব আম্মার কিন্তু আম্মা সেটা অবহেলা করছে।’


আব্বা দাদীকে উদ্দেশ্য করে বললো,

-- 'মা তুমি কও হের কি বিচার হওন দরকার,তালাক না?'


আম্মা আতকে উঠলো আব্বার মুখে তালাকের কথা শুনে।আব্বাকে চাচা-চাচীরা সায় দিলো,এমনকি 

দাদী কিছুখন চুপ করে থেকে বললো,


-- 'বড় বউ অবশ্যই অন্যায় করছে, কিন্তু এটার লাইগা তালাক দেওন যায় না'।'


এর মাঝে মেঝো চাচা বলে উঠলো,

-- 'হ্যায় যদি জামাইরে না মানে তাইলে এই সংসারে থাইকা কি লাভ,তালাক ই হওন উচিত!'


দাদী আব্বার দিকে তাকাইয়া বললো,

-- 'জহির তুই আর কয়দিন থাকবি?'


আব্বা বললো,

-- 'ভাবছিলাম ২ মাস থাকমু,কিন্তু তোমার বিদেশী বউ এর কষ্ট হইতাছে এখানে,তাই ২০/২২ দিন আছি আর।'


দাদী বললো,

-- 'জমিলার শাস্তি হইলো আগামি ২০/২২ দিন তোর লগে তিনবেলা বইসা ভাত খাইবো,তোরে ভাত বাইড়া খাওয়াইবো!'


দাদীর শাস্তির ফয়সালা শুনে সবাই খুব বিরক্ত হলো,এমনকি আম্মাও।ছোট চাচি বললো,


-- 'আম্মা এইটা কেমন শাস্তি দিলেন,এটা করেনাই দেইখাই তো বিচার বসলো,এটা কেমন বিচার বুঝলাম না।'


দাদী ছোট চাচিকে থামিয়ে দিয়ে বললো,

-- 'সতীন লইয়া একলগে বইয়া ভাত খাওন ওতো সোজা না ছোট বউ,যা বুঝনা তা লইয়া কথা না কওন ভালা।'


এরমাঝে খবর পেয়ে ফুপু শশুর বাড়ি থেকে আসলো,যদিও ফুপু বেশীরভাগ সময় এ বাড়িতেই থাকে,তবু এবার বেশ কিছুদিনের জন্য গিয়েছিল।আমার খুব আশা ছিলো ফুপু আম্মার দুঃখটা বুঝবে কারন ফুপু আমাদের খুব আদর করে,কিন্তু প্রথম ধাক্কা খেলাম যখন ফুপু বাড়িতে এসেই তার মেয়েকে বললো,


-- 'তোর নতুন মামিরে সালাম কর,মামারেও।'


তার চোখে মুখে উজ্জ্বলতা ছড়িয়ে আছে,তার খুব ভাগ্যবতি মনে হচ্ছে নিজেকে ভাইয়ের এমন সুন্দর বউ বিয়ে করতে পারায়।


আমি আর পারুল কিছুটা দূর থেকে পুরোটা দেখছিলাম।ফুপু একবার মাথা ঘুরিয়ে আমাদের দেখে আবার চোখ ঘুরিয়ে নিলো।ফুপুর এমন আচরন আমার মনটা ভেঙে দিলো।


ফুপু আসার পর থেকে আম্মার উপর আরো মানসিক চাপ শুরু হলো সারাখন ই আব্বার এই লাগবে ঐ লাগবে,সবকিছুর খবরদারি ফুপু হাতের চলে এলো।

আমরা এই সংসারে উচ্ছিষ্ট হয়ে গেলাম।আমি অবশ্য ফুপুর উদ্দেশ্য বুঝতে পেরেছি,ফুপুকে ইনিয়ে বিনিয়ে কয়েকবার বাবাকে বলতে শুনেছি যেনো ফুপাকে বিদেশ নিয়ে যায়।


আমার আম্মাকে দেখলে আমার খুব অবাক লাগে,আব্বার প্রতি অগাধ ভালোবাসা মাকে কেমন অবুঝ বানিয়ে রেখেছে,এই যে আব্বা এতো বড় একটা অন্যায় করলো তবু আম্মার ভালোবাসা বিন্দুমাত্র কমে নাই, সবাই আম্মার উপরের রাগ টা দেখেছে,কিন্তু আমি ভিতরটা দেখতে পাই,মাঝ রাতে আম্মা প্রায় জায়নামাজ বসে কাঁদে আর বিরবির করে করে বলে,‘আল্লাহ আমার ভিতর আপনি রাগ দুঃখ দিছেন তাই আমি কান্দি,কিন্তু এই কাঁন্দনের পানি যেনো মানুষটার অভিশাপ না হয়,তারে আপনি ভালো রাইখেন,সুখে রাইখেন।’


আমি চুপচাপ ঘুমের ভানকরে শুয়ে থাকি,আর ভাবি ইশ আব্বা যদি একবার এই কথা গুলো শুনতো তাইলে কি আম্মারে ভালো না বাইসা পারতো!


অনেকদিন পর বাড়িতে দেশী রাতা মোরগ রান্না হচ্ছে, যদিও উদ্দেশ্য আব্বার কিন্তু সবার জন্যই রান্না হচ্ছে। আব্বার উৎসাহের শেষ নেই,আমি আর আম্মা কা*টা বাছা করছিলাম,আব্বা বারবার উঁকি মা*রছিলো রান্না ঘরে,কতদূর হলো রান্না তার তদারকি করতে।এরমাঝে আব্বাকে দেখে আম্মা আমাকে বললো,


-- 'তোর বাপরে জিগা মুরগিতে কি ঝাল দিমু নাকি হের বিদেশি বউ খাইতে পারবোনা!'


আমি বলার আগেই আব্বা বললো,

-- 'পোড়া রসুন,আর পোড়া শুকনা মরিচ,সাথে লাল মরিচ বাইটা কড়া ঝাল দিয়া নতুন আলু দিয়া রানবা,মুরগি আমি খামু,হের না খাইলেও চলবো,আর লগে লাউপাতা দিয়া চেপাশুটকির বড়া বানাইয়ো,বিদেশী বিলাইরা এগুলার স্বাদ বুঝেনা,এগুলার সিদ্ধ খাইলেই চলে।'


তারপর আমার দিকে তাকিয়ে বললো,

-- 'তোর নতুন মা র জন্য একটা ফার্মের মুরগি হলুদ লবন দিয়া বিলাইয়ের খাওন এর মতো সিদ্ধ কইরা দিবি আর কিছু লাগবো না।'


আমি খুব বিরক্ত হয়ে বললাম, 

-- 'আব্বা আমার কোনো নতুন পুরান মা নাই,আমার মা একটাই!!'


আমার কথায় আব্বা মনে কিছুটা আঘাত পেয়েছেন, কিছু না বলে মাথা নিচু করে হেঁটে চলে গেলো।


আব্বা যাওয়ার সাথে সাথে আম্মা রেগেমেগে বললো, -- 'বাপের লগে বে*য়াদবি করলি কেন,আমি এগুলা শিখাইছি তোগোরে??'


আমি আম্মার কথায় আকাশ সমান বিষ্সয় নিয়ে তাকিয়ে রইলাম।কি অদ্ভুত নারীর প্রেম!!


হঠাৎ পারুল এসে বললো,

-- 'আম্মা মুরগি হইছে? কলিজাটা আমারে দিবা,খাইতে মন চায়?'


গল্পঃ_শেষ_বউ

প্রথম পর্ব || ০১

------------------------------


গল্পঃ_শেষ_বউ

শেষ পর্ব || ০২


হঠাৎ পারুল এসে বললো,

-- 'আম্মা মুরগি হইছে? কলিজাটা আমারে দিবা,খাইতে মন চায়?'


আম্মা একটা ছোট বাটিতে কলিজাগুলো উঠিয়ে দিয়ে বললো,

-- 'তোর আব্বার কাছে নিয়া যা,সে খাওয়ার সময় তোরে একটু দিবো,তোর বাপ আর তুই তো সবসময় কলিজা ভাগাভাগি করে খাইতি,এখন বাপরে ছাড়া খাবি?যা নিয়া যা।'


পারুল দৌড়ে কলিজার বাটিটা নিয়ে আব্বার কাছে গেলো,আর কিছুখন পর মুখ মলিন করে ফিরলো।আম্মা পারুলের মুখ দেখে বললো,

-- 'কিরে মুখকালা কেন?'


পারুলের চোখমুখ লাল হয়ে আসছে,মনে হয় কান্না করে দিবে,কাঁপাকাঁপা গলায় বললো,


-- 'একটা কলিজা আব্বা খাইছে,আরেকটা পানি দিয়া ধুইয়া নতুন মা রে খাওয়াইছে'


কথাটা বলেই পারুল ভেউ ভেউ করে কান্না করে দিলো।আম্মা দৌড়ে এসে পারুলকে জরিয়ে ধরে কপালে চু*মু খেয়ে বললো,

-- 'আমারে মাফ কইরা দে শোনা,আমি তোরে আবার কলিজা রান্না কইরা খাওয়ামু।'


আম্মার চোখের কোনে পানি চিকচিক করছে, এই পানি হয়তো পারুলের জন্য আর না হয় আব্বার সন্তানের প্রতি অবহেলার জন্য।আম্মার আর পারুলের দেখাদেখি আমার চোখেও পানি চলে আসলো,আব্বা কি সত্যিই আমাদের আর ভালোবাসেনা?


.


আব্বা পাক্কা ২০ দিন পর সৌদি চলে গেলো নতুন মাকে নিয়ে।আম্মার অনিচ্ছা সত্ত্বেও আমরা এই কয়দিন একসাথে খাবার খেয়েছি।আম্মার ভেতরের দুঃখটা যেনো আরো গাঢ়ো হলো,হয়তো আব্বাকে চোখের দেখা দেখেও মার শান্তি হয়!


আব্বা যাওয়ার পর থেকে বাড়ির সবার আচরন আরো বেশী বদলে গেলো,যেই আমরা ছিলাম মধ্যমনি সেই আমরাই কেমন সবার তুচ্ছতাচ্ছিল্যের স্বীকার হতে থাকলাম,চাচীরা আগে আম্মাকে সমীহ করতো,এখন কথায় কথায় ছোট করে,আমরা কেমন একঘরে হয়ে যেতে থাকলাম,দাদী ও একদম চুপচাপ হয়ে গেলো,আর তাছাড়া আব্বা আমাদের হাতে কোনো টাকা পয়সা ও দিয়ে যায় নি।আম্মা সারাদিন চোখের পানি ফেলে,নামাজের সেজদায় পড়ে পড়ে কাঁদে,সামনে আমার এস এস সি পরিক্ষা, কিন্তু পড়াশোনায় ও মন দিতে পারছিনা।


.


দুঃখের থেকেও যে ভয়ঙ্কর দুঃখ মানুষের জীবনে আসতে পারে সেটা টের পেলাম মাসখানেক পরে,হঠাৎ সৌদি থেকে ফোন এলো আব্বা রোড এ*ক্সিডে*ন্টে মা*রা গেছে!


খবরটা শুনার পর থেকে দাদী বিলাপ করছে,আমরাও দুইবোন ও খুব কান্না করলাম,শত হলেও বাপ তো,খালি আম্মা সারাদিন বোবার মতো বারান্দায় বসে রইলো।


সন্ধ্যায় দাদি এসে আম্মাকে কয়েকদফা কথা শুনালো,‘আম্মা অভিশাপ দিয়েছে কিনা’ দাদী বারবার জানতে চাইলো,আম্মা একদম নিরসভাবে বসে রইলো,যেনো একটা পাথর বসে আছে এর কোনো প্রাণ নেই।দাদী তাও জানতে চেয়েছে,কিন্তু চাচী ফুপিরা সরাসরি মাকে দোষারপ করতে লাগলো।


দুইদিন পর আম্মাকে হাসপাতালে নিতে হলো,না খেয়ে ম*রার মতো দশা,আম্মা হাসপাতাল থেকে আসার পর দাদী বাদে বাড়ির সবাই আম্মার সাথে কথা বলা বন্ধ করে দিলো,এমনকি আমাদের সাথেও।আর রান্না ঘরের দায়িত্ব চাচিরা বুঝে নিলো,আম্মা রান্না ঘরে যায়,কেউ কিছু বলেনা,কাজ ও করতে দেয়না,আম্মা বারবার গিয়ে ফিরে আসে,কি এক অসহায় দৃশ্য!


প্রথম কিছুদিন সবার খাওয়া শেষে আমরা গিয়ে খেতাম,কিন্তু এরপর থেকে যেয়ে দেখতাম কোনো খাবার নেই,আম্মার আবার ভাত বসাতেন,ডাল ডিম দিয়ে আমাদের খেতে দিতেন।কিন্তু এটাও তাদের সহ্য হলো না,একদিন ছোট চাচা বাড়ির উঠোনে দাঁড়িয়ে চেঁচাতে চেঁচাতে বললেন,


-- 'নবাবেরা কার টাকায় বাড়িতে খায়দায় ফূর্তি করে?কার হুকুমে চাল ডাল নেয়?'


আমি নিজের কানে কথা গুলো শুনে বিশ্বাস ই করতে পারছিলাম না,আমার প্রিয় মানুষ,আমার প্রিয় ছোট কাকা এগুলো কি বলছে?বাবার চেয়ে যেই মানুষকে আমি বেশী ভালোবাসতাম সেই ছোটচাচা খাওয়ার খোটা দিচ্ছে! 


চাচার কথা শুনে দাদী ঘর থেকে বেড়িয়ে এসে বললো,

-- 'কি হয়েছে?কারে বলিস এসব কথা?'


চাচা রাগে গজগজ করতে করতে বললো,

-- 'বুঝেন না?এই বাড়িতে আমরা কাউরে বসায়া বসায়া খাওয়াতে পারমুনা।আমাগো সংসার আছে,বাচ্চার ভবিষ্যত আছে।'


দাদী নরম গলায় বললো,

-- 'আর ভাতিজিগোরে ফালায় দিবি?'

চাচা কিছু বললো না!চুপ করে নিচের দিকে তাকিয়ে রইলো।


এরমাঝে বাকিরাও উঠোনে এসে জড়ো হইছে,বড় চাচা বললো,


-- 'রফিক ঠিকি বলছে,আমাদের ইন*কাম তো বেশী না,আগে ভাই ই খরচ দিতো এখন তো নিজেগই চলেনা,হেরা হেগো নানুর বাড়িত যাক তাইলেই তো হয়!'


এরপর দাদী সবাইকে উদ্দেশ্য করে বললো,

-- 'আমিও কামাই করিনা,আমার জামাই ও মইরা গেছে, বড় বউ যদি ভাত না পায়,তাইলে তো আমার ভাত ও বন্ধ হয়ে যাইবো,আমারে যদি মা বইলা মানস,তাইলে ওগোরে তোরা দেখে রাখবি। আর বড় বউ বিনিময়ে বাড়ির সব কাজ কইরা দিবো,ছোট বউ,মেঝো বউ তোমরা দাসী বান্দি পাইলা খুশি তো?'


সবাই দাদীর রায় মেনে নিলো,দাদী আসোলে ভালো করলো নাকি খা*রাপ করলো ঠিক বুঝা গেলো না,কিন্তু অনেকদিন পর আম্মাকে কানতে দেখলাম,খুব কাদলো সারাদিন।


এরপরের দিনগুলো হলো আমাদের তিন মা মেয়ের দাসী বাদির দিন,শুধু আম্মা না,পারুলকেও কাজের হুকুম দেয়া হতো,দিনরাত গাধার খাটুনি যাকে বলে,চাচীরা পায়ের উপর পা তুলে খেতো,ছোট চাচা অবশ্য মাঝে মাঝে চাচীকে বলতো,


-- 'আমার এসএসসি তাই আমাকে যেনো বেশী কাজ না দেয়!'

তবে এটা আমার কাছে করুনা বলেই মনে হতো,ভালোবাসা না।কষ্ট করে আমার এসএসসি দেওয়া হলেও কলেজে ভর্তি হতে পারবোনা বুঝে গেলাম। চরম দুর্দশায় আমাদের দিন কাটতে লাগলো।


----

--------

প্রায় বছরখানেক পার হয়ে গেলো,দুই বোনের ই পড়াশোনা বন্ধ, চাচারা আমার জন্য প্রায়ই বিয়ের প্রস্তাব আনে,আম্মা ফিরিয়ে দেয়,তা নিয়েও আম্মাকে গালিগালাজ শুনতে হয় দিনরাত।একদিন মাঝরাতে আম্মা আমাদের ডেকে তুললেন,চোখ কচলাতে কচলাতে বললাম,‘কি হয়েছে মা?’


মা চোখমুখ শুকনো করে বললো,

-- 'তোর দাদী তোদেরকে ডাকছে চল'


আমরা টলতে টলতে দাদীর ঘরে গেলাম,দাদীর শরীরটা বেশকয়েকদিন যাবত খা*রাপ,সারাখন ই কান্নাকাটি করে ম রে যাবে ভেবে,আমাদের দেখে দাদী কোনোরকম উঠে বসলেন,বালিশের নিচ থেকে একটা পোটলা বের করে আম্মার হাতে দিয়ে বললেন,


-- 'আমার উপর কষ্ট রাইখোনা বউ,আমি যদি তোমারে কাজের লোক না বানাইতাম তাইলে ওরা তোমাগোরে থাকতে দিতো না,আমার পোলাগরে আমি চিনি।এইখানে কিছু গয়না আছে,একসেট তোমার বিয়ার গয়না,যা আমি খুইলা নিছিলাম তোমার বিয়ার রাইতে,তোমার বাপ যৌতুক দেয় নাই দেইখা,আরো আছে একজোরা কানের জিনিস আর গলার জিনিস,এগুলা শিউলি আর পারুলের লাইগা,আসোলে ওগো বাপ আমার জন্য জিনিস আনছিলো শেষবার,তোমাগোরে পরে দিবো কইছিলো,কিন্তু পোলাটাই তো ম*ইরা গেলো,তাই এগুলা ওগোর হক। ভাবছিলাম এইসব গয়না আমার মাইয়ারে দিয়া যামু,কিন্তু আসোল কথা কি বউ জানো?


খা*রাপ চিন্তা নিয়া সারাজীবন পার করা গেলেও মরনকালে খা*রাপ চিন্তাগুলান ম*রার আগেই মা*ইরা ফালায়!কুচিন্তা লইয়া ম*রনযাত্রা করোন যায় না।তুমি আজপর্যন্ত কোনোদিন গয়নাগুলান চাও নাই,এমিটেশান পইরা ঘুরছো,বেড়াইতে গেছো তাও কোনোদিন কওনাই আমার গয়নাগুলান দেও,তোমারে কেমনে ঠকাই কও তো,এগুলা তোমার কাবিনের গয়না!'


আম্মা কাঁদোকাঁদো গলায় বললো,

-- 'মা,আমি আপনারে চিকিৎসা করামু,আপনি ম*রবেন না!!ডরাইয়েন না,আল্লাহ ভরসা!'


দাদি কিছুখন অন্যমনষ্ক থেকে বললো,

-- 'সম্পত্তি পাইবা কিনা জানিনা,যেহেতু তোমার কোনো পোলা নাই,কিন্তু এই গয়নাগুলান তোমার হক,এগুলা দিয়া তুমি আমার নাতিনগরে পড়াবা শহরে যাইয়া,শিউলির মাথা ভালা,ওরে তুমি ডাক্তার বানাইবা,আর আমারে মাফ কইরা দিবা,তোমারে সতীন লইয়া ভাত খাইতে কইছিলাম কেন জানো?


আমি জানতাম আমার পোলা আর ফিরবোনা,কিন্তু ম*ইরা যাইবো এইটা ভাবিনাই,তবে ভাবছিলাম আর দেশে আইবো না।তাই ভাবছি শেষ দিনগুলান হের লগে থাকো,আমগো মাইয়ারা কিসে সুখ পাই জানো?জামাইরে পেট ভইরা ভাত খাইতে দেখলে আমগো আউশ মিটে।'


আম্মা দাদিকে থামিয়ে দিয়ে বললো, 

-- 'আমারে আপনি এতো স্নেহ করলেন মা!আমি আপনার উপ্রে কেমনে রাগ রাখবো বলেন!!'


জীবনে প্রথম বার আমি আম্মা আর দাদীকে জড়াজড়ি করে কাঁদতে দেখলাম।যেনো মা মেয়ে একে অপরকে পরম মমতায় জড়িয়ে রেখেছে।

সত্যি সত্যি তার দুদিন পর দাদী মা*রা গেলেন।দাদীর মৃ*ত্যুতে সবচেয়ে বেশী কাঁদলেন আম্মা।


আমাদের মাথার উপর একটা অদৃশ্য ছায়া ছিলো তা টের পেলাম দাদীর মৃ*ত্যুর পর।এর পর আমরা আর ঐ বাড়িতে টিকতে পারলাম না,সম্পত্তির ভাগ চেয়ে আরো কাল হলো,রীতিমতো আমাদের বাড়ি থেকে বের করে দিলো,গ্রামের লোকজনকে টাকা পয়সা দিয়ে হাত করে। একবুক কষ্ট আর অসহায়ত্ব নিয়ে আমরা গ্রাম ছেড়েছিলাম,মামার বাড়িতে দিন দশেক এর বেশী থাকলাম না,ঢাকায় চলে গেলাম।


তবে ঢাকায় আসার পর আমাদের দিন ফিরলো,আম্মা গার্মেন্টসে জব নিলো,পারুল স্কুলে আর আমি কলেজে ভর্তি হলাম, এরপর স্বপ্নের মতো আমি সরকারি মেডিকেলেও চান্স পেলাম কলেজ শেষ করে,আমার ভাঙাচুরা এলোমেলো জীবন জোড়া লাগতে শুরু করলো।একান্ত নিজের মানুষগুলোকে নিয়ে আমার সুখের জীবনের সূচনা হলো।


---

-------

প্রায় ছয় বছর পর,আম্মার এ*ক্সিডে*ন্ট হলো, একটা পা ভে*ঙে গেছে,জবটা চলে গেলো,আমার টিউশনির টাকায় সংসার চলেনা ঠিকমতো,আম্মার চিকিৎসার টাকা জোগাতে পারছিনা,আবার সামনে ফাইনাল পরিক্ষা! জীবনের কঠিন সময় আবার না চাইতেই ধরা দিলো,তবুও জীবন যাচ্ছে চলে।


একদিন হঠাৎ সন্ধ্যে বেলায় দরজায় একজন মধ্যবয়স্ক লোক নক করলো,পারুল না চিনতে পারলেও আমি চিনলাম,ছোট চাচা।উষ্কখুষ্ক চেহারা দেখে চেনার উপায় নেই,আমি খুব বিরক্ত নিয়ে বললাম, 


-- :কি চাই কেনো এসেছেন?'


চাচা খুব করুন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললো,

-- 'কত বড় হয়ে গেছিসরে শিউলি!'


আম্মা হুইল চেয়ারে করেই এগিয়ে এসে চাচাকে দেখে বললেন,

-- 'রফিক কেমন আছো?আসো ভিতরে আইসা বসো।'


আম্মা আমার দিকে তাকিয়ে বললো,

-- 'যা খাওয়ার ব্যবস্থা কর,মেহমান আসছে।'


আমি একরাশ বিরক্তি নিয়ে রান্না করলাম,এই বেইমান লোকটা কেনো এসেছে কে জানে?আর আম্মার দরদ দেখতেও আমার বিরক্ত লাগতেছে।

চাচা প্রথমে খেতে না চাইলেও আম্মার জোরাজুরিতে খেতে বসলেন,আমার রান্নার প্রশংসাও করলেন খানিকটা তবে আমি একদম ই পাত্তা দিলাম না। 


খেতে খেতে চাচা জানালেন তার একটা কি*ডনি ন*ষ্ট হয়ে গেছে পুরোপুরি,আরেকটা আধোম*রা,অনেক কষ্টে আমাদের ঠিকানা জোগাড় করে এসেছেন ক্ষমা চাইতে,কারন তিনি বুঝতে পেরেছেন তিনি অন্যায় করেছেন আমাদের উপর।


এতোখন রাগ লাগলেও চাচার অসুখ শুনে মনটা কিছুটা খা*রাপ হয়ে গেলো,এককালে আমার চোখের মনি ছিলো কিনা এই ছোট চাচা।কথা বলতে বলতে রাত হয়ে গেলো,আম্মা ছোট চাচাকে থেকে যেতে বললেন,তিনি সহজে রাজি ও হয়ে গেলেন।


কথা বলতে বলতে এক পর্যায়ে ছোট চাচা আম্মাকে উদ্দেশ্য করে বললেন,


-- 'ভাবি গত ছয়মাস যাবত একটা স্বপ্ন দেখি মাঝেমধ্যে,ভয়ে কলিজা শুকায় যায়।বারবার এক স্বপ্ন,আর সহ্য করতে পারতেছিনা।'


আম্মা অবাক হয়ে বললো,

-- 'কি দেখো?'


চাচা কিছুটা ঢোক গিলে বললো,

-- 'দেখি আমার মা সুন্দর সাদা বিছনায় ঘুমায়া আছে,আমি আম্মার ঘরে গিয়া দেখি আম্মার বিছানার পাশে একটা পাউরুটি পইরা আছে,আমার রুটি দেইখা খাইতে মন চায়,আর আমি খাইয়া ফেলি,এরপর আম্মা ঘুম থেকে উঠে যায়,আমারে দেইখা বলে তুই আমার ভাগের রুটি কেন খাইলি,আমি তোরে জাহান্নামে পাঠামু,মায়ের অভিশাপ বৃথা যাইবো না,এই কথা গুলো আম্মা প্রতিবার তিনবার করে বলে,আমি আম্মার পা ধরে মাফ চাইতে গেলে দেখি আম্মা নাই'


স্বপ্নটা বলেই চাচা কেমন থরথর করে কাঁপতে লাগলো,তারপর নিজেকে কিছুটা সামলে নিয়ে বললো,

-- 'আমি এই স্বপ্নের ব্যাখ্যা জানি ভাবি,তাই আমি আপনার ভাগের রুটি ফিরায়া দিতে আসছি।'


বলেই কাকা ব্যাগ থেকে টাকার থলে বের করে বললো,

-- 'দশলাখ পঞ্চাশ হাজার টাকা,আমি করায় গন্ডায় হিসাব করে আনছি ভাবি,আমারে মাফ করে দেন দয়া করে,আমি আর এই ভার বহন করতে পারতেছিনা,মেঝে ভাইয়ের খবর আমি জানিনা,তার কাছে আমি আমার ভাগ বেচে দিছিলাম,আমি আমার ভাগ থেকে আপনার অংশের টাকা বুঝায়া দিলাম,আমারে আর অভিশাপ দিয়েন না।'


আমরা সবাই জেনো সবচেয়ে আচ্শর্যজনক ঘটনার সাক্ষী হলাম।আম্মা নিরস গলায় বললো,

-- 'রফিক আমি আমার জীবদ্দশায় কাউরে কোনোদিন অভিশাপ দেইনাই ভাই,অন্যরে দিলে নিজের গায়ে লাগে এটা বিশ্বাস করি,আমার শাশুড়ী আসোলে আমারে ভালোবাসতো তো,তাই গতমাস ছয়মাস ধরে আমি বিছনায় পড়া,তাই হয়তো তুমি এ স্বপ্ন দেখছো,আমার বিপদের দিন তোমারে আল্লাহ পাঠাইছে।'


চাচা মাথা নিচু করে বসে রইলো,তেমন কিছু আর বললোনা।


সেদিন রাতটা কেমন উত্তেজনায় কা*টলো,এমন বিপদে এই টাকা গুলো আমাদের লাইফ সেভিংস এলিমেন্ট! ফজর পরেই চাচা রেডি হয়ে গেলেন,আমরাও সকালেই উঠে পরলাম,ছোট চাচা দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললেন,


-- 'ছোটচাচার উপর তোর অনেক অভিমান নারে মা?মাফ করে দিস,তবে তোর ছোট চাচা তোকে এখন সত্যিই ভালোবাসে সবাইকে গর্ব করে বলে আমার ভাতিজি ডাক্তারি পরে!'


চাচা চোখের পানি সাবধানে আড়াল করে বিদায় নিয়ে চলে গেলো,আমি দৌড়ে বারান্দায় আসলাম,চাচার চলে যাওয়াটুকু দেখছি,ভেতরাটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, আমি জানি আমার প্রিয় ছোট কাকার সাথে এটাই আমার শেষ দেখা,দাদীর বলা সেই কথাটা মনে পড়ছে,মরনকালে কেউ কুচিন্তা নিয়ে ম*রতে চায়না!


আমার ভিষন কান্না পাচ্ছে,কার জন্য?

দাদীর জন্য? যে কিনা ম*রে গিয়েও আমাদের পরম মমতায় আগলে রেখেছে, নাকি বাবার জন্য যে আমার ছোটবেলার সুপারহিরো ছিলো?নাকি আমার সবচেয়ে প্রিয় ছোটকাকার জন্য যে কিনা আমার ছোটবেলাটা রঙিন করেছিলো,আব্বার চেয়ে বেশী সুখের স্মৃতি আমার এই মানুষটার সাথে জড়িয়ে আছে।


.


আম্মার কোরআন শরীফ পরার আওয়াজ কানে আসছে।মানুষ ম*রে গেলে যেমন শোনায় তেলওয়াত তেমন শোনাচ্ছে,আম্মার জন্য মনখা*রাপ থাকে তখন আম্মা বেশী বেশী কোরআন পড়ে,আচ্ছা আজকের আম্মার মন খা*রাপ কেনো?তাহলে কি সত্যি ই ছোট চাচা মা*রা যাচ্ছেন?


আমার এখনো মনে আছে,আব্বার মা*রা যাওয়ার তিনদিন আগে,দাদী মা*রা যাওয়ার আগে আম্মা ঠিক এমন কাঁপাকাঁপা গলায় কোরআন পড়েছিলো,অসহ্য য*ন্ত্রণায় আমার ভেতরটা ছিঁড়ে যাচ্ছে, ভোরের কাকের ডাকাডাকি গুলো কেমন আর্তনাদের মতো লাগছে,আমি ছোট চাচার চলার পথের দিকে তাকিয়ে আছি,মহাকালের শেষযাত্রায় আমার প্রিয় মানুষের চলে যাওয়া দেখছি…..


(সমাপ্ত)...


সংসার জীবনের গল্প পড়ুন।