হাসতে নাকি জানেনা কেউ | বাঁচতে হলে হাসতে হবে

  • মেয়েটি হাসতে হাসতে চলে গেল

মেয়েটি হাসতে হাসতে চলে গেল

 --"কিছুক্ষন আগে স্কুল থেকে বাসায় আসলাম!

বাসায় এসে দেখি পাশের বাসার সুমাইয়ার আম্মু। আমার বাসায়। আমার আম্মুর সাথে বসে গল্প করছে-

আন্টি : জানেন ভাবি। আমার মেয়ে আজকে স্কুল এ ফাস্ট হওয়ায় ফুল আর চকলেট গিফট পেয়েছে। আপনার ছেলে কিছু পায় নাই। 

আম্মু : না। গা-ধা টাকে কতো বলি ভালো ভাবে পড়া-শোনা কর। আমার একটা কথা ও শুনে না।

আন্টি : এই জন্যই তো এই অবস্থা। সারাদিন টই-টই করে ঘুরে। ভালো কিছু করতে হলে পড়াশোনা করতে হয় বুঝছেন। 

আম্মু : কী আর বলবো ভাবি। ছেলেটা আমার একেবারে ন--ষ্ট হয়ে গেছে। 

আন্টি : আরে ভাবি। শুনেন আরেক কথা স্যার নাকি বলেছে" সামনের ১৪ তারিখ এ আবার ট্যুরে নিয়ে যাবে। 

পাশ থেকে আমি মুচকি মুচকি হাসছি " আর মনে মনে বলছি। ই-স-স আজকে একটা ভালো ছাএ হতে পারলাম না বলে। কোন গিফট ও পেলাম না আর ট্যুর তো দূরের কথা। 🙂

"""

গল্প-গিফট

  • হাসতে পারলে জীবন সুন্দর

১৬/১২/২০২৩

বরাবর...⸙

প্রধান :𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 ⸙

বিষয় : ১৪ ই ফেব্রুয়ারি ঘুরতে যাওয়ার জন্য 𝐆𝐅এর আবেদন।🌝🫶🏻

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার ফেসবুকের একজন নিয়মিত 𝐒𝐢𝐧𝐠𝐥𝐞 ছেলে । গত কয়েক বছর যাবৎ আমি 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 চালাচ্ছি। কিন্তু আমার কোন 𝐆𝐅 নাই ! তাই ১৪ ই ফেব্রুয়ারি ঘুরতে যাওয়ার জন্য একটা 𝐆𝐅 চাই ! কথা দিলাম পরের দিন ই ব্রেকাপ করে দিবো। আর যদি সে সারাজীবন থাকতে চায়...!তাহলে সারাজীবন রাখবো...!🥺🫶🏻

অতএব, 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 এর নিকট বিনীত আবেদন, 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 এর একটা 𝐒𝐢𝐧𝐠𝐥𝐞 মেয়ে খুঁজে আমার‌ সাথে প্রেম করিয়ে দিবেন।🥹🫶🏻

আশা করি বিষয় টা গভীর ভাবে ভেবে তদন্ত করে দেখবেন।🙂🙂

ইতি...⸙

-আপনার 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 এর একজন মায়াবি, সুন্দর,কিউট, স্ট্যাইলিশ, এডোকেটেড, রোমান্টিক, নম্র, ভদ্র, , ইনোসেন্ট 𝐒𝐢𝐧𝐠𝐥𝐞 সদস্য!🙈🙈

  • শব্দ করে হাসতে মানা

boltu : I Love u বলো না?

মেয়ে :বলব না।

boltu :আমি তোমার মুখ দিয়ে I Love u কথাটা বের করব-ই।

মেয়ে: পারবা না।

boltu:বাজি।

মেয়ে : OK.

boltu:বল Pink.

মেয়ে : pink.

boltu:বল Red.

মেয়ে : Red.

boltu:বল ১৯.

মেয়ে:১৯.

boltu:বল আমার বয়স ১৯।

মেয়ে :আমার বয়স ১৯।

boltu:ইয়ে আমি জিতেছি।

মেয়ে :কিভাবে???

boltu :আমি বলেছি তোমার মুখ দিয়ে আমার বয়স ১৯এই কথাটা বের করব।

মেয়ে :মিথ্যা কথা।

তুমি বলেছ I Love u কথাটা বের করবা.

boltu :এখন তো I love u বলেই ফেলছো....!

  •  জীবনে প্রচুর হাসতে হবে

—আপু, আপনার নামটা বলবেন?

—রিয়ামনি । 

—আপনার ঠিকানা দেওয়া যাবে?

—পাবনা। 

—মোবাইল নাম্বারটা দেওয়া যাবে? 

—০১৯৭৮...!

—ধন্যবাদ আপু, আপনার একজন শুভাকাঙ্ক্ষী আপনাকে কিছু বই গিফট করেছে, এ ঠিকানায় পাঠিয়ে দিচ্ছি রিসিভ করবেন।

—না, না ভাইয়া, এ ঠিকানায় পাঠাইয়েন না। আমি ভাবছি আপনি ফ্লার্ট করছেন তাই মজা করে ভুল বলেছি। আসলে আমার নাম সাথী জান্নাত। বাড়ি: জামালপুর সদর। মোবাইল নাম্বার ০১৮৯০...! এ ঠিকানায় পাঠাবেন ভাই।

—আমিও বুঝতে পারছি আপনি মিথ্যা বলছেন, তাই গিফটের কথা বানিয়ে বলেছি। আসলে শুভাকাঙ্ক্ষী আপনাকে বই দিতে চাচ্ছে না, 

বউ বানাতে চাচ্ছে। 

_You have been blocked...!


-শুভাকাঙ্ক্ষী


সমাপ্ত ❤️ 


সেরা মজার ও রোমান্টিক গল্প পড়ুন।