- মজার স্ট্যাটাস
একবার বউকে নিয়ে শপিং করতে গেছি ভীড়ের মাঝে বউয়ের হাত গেছে ছুটে। তারপর আমার বউ ভেবে আরেকজনের বউয়ের হাত ধরে টান দিয়ে অনেক দূর নিয়ে আসতেই দেখি এটা আমার বউ না। কার বউ তা জানিনা তবে সে চিল্লা মেরে মানুষের ভীড় লাগাই দিছে শুধু বলতেছে আমারে নিয়া যাচ্ছে রে আমারে কেউ ধরে আটকাও রে অথচ সেই কবেই আমি তার হাত ছেড়ে বেকুবের মত দাঁড়িয়ে আছি।
বেচারীর স্বামী ভীড় ঠেলেঠুলে এসে নিরীহ চেহারায় আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি ফিসফিস করে বললাম, বউ সামলিয়ে রাখতে পারেন না। আমি না হয় ভুল করে নিয়ে আসছি আপনি তো দেখে রাখবেন। সে আরো ফিসফিস করে বললো, আমার চোখের সামনে দিয়েই তো আনলেন। আপদ টেনে নিয়ে যাচ্ছেন আমি আটকাবো কোন দুঃখে। অলরেডি পকেট ফাঁকা করে ফেলছে ভাইজান আপনি নিলেন যখন থামলেন কেন?
এইদিকে আমার বউ দূর থেকে বলতেছে আজ আসো বাসায় এতদিন ধরে আমার হাত আর অন্যের বউয়ের হাতের পার্থক্য চিনো না। আমি তো মহা ঝামেলায় পরলাম হাত তো হাতই সেটা আমার বউয়ের বলো আর অন্যের বউয়ের হাত বলো।
-রম্যগল্প
_বউ_বিভ্রান্তি
Ahmed_Sajjad [Writer]
- নিজেকে নিয়ে মজার স্ট্যাটাস
শীতে কাঁপতে কাঁপতে এক লোক চায়ের দোকানে গিয়ে দোকানদার বল্টুকে বললো...
লোক : এই পিচ্চি জলদি গরম গরম এক কাপ চা দে !🥶🥶
মুহুর্তের মধ্যে পিচ্চি বল্টু এক কাপ চা বানিয়ে নিয়ে,লোকটার কাছে দিয়ে বলল...
বল্টু : এই যে মামা আপনার চা!🙂🙂
লোক : ওই ব্যাটা কাপ ধরাটাও জানস না। এভাবে চায়ের কাপ কেউ ধরে নাকি! চায়ের ভিতর তো আঙ্গুল ঢুকাইয়া ফালাইছিস।🤬🤬
বল্টু : সরি মামা আঙ্গুলে ব্যাথা পাইছি তো তাই ডাক্তার বলছে গরম শেক দিতে।🫣🫣
লোক : হালার পুত, আঙ্গুল পাছার ভিতর ভইরা রাখ, ওইখানে সব চাইতে বেশী গরম শেক পাইবি।😤😤
বল্টু : এতোক্ষন আঙ্গুল ওইখানেই ছিল মামা, আপনার অর্ডার পাইয়া তো বাহির করলাম।🥲🥲
- মজার ক্যাপশন
না পড়লেই মিস :)😆🤣
আপনাকে আমার ভালো লাগে।
-আশ্চর্য আপনি ছেলে হয়ে, অন্য একটি ছেলেকে কিভাবে এই সব বলতেছেন।
-বিশ্বাস করুন আপনাকে আমি ভালোবাসি।
-এইবার কিন্তু রাগ উঠতেছে আমার।
-সমস্যা নেই আমি রাগ ভাঙ্গাবো তোমার জান গো? উমহাহাহাহ।
-ভাই আল্লাহ্ দোহাই লাগে চুপ করে থাক। আর একটি মেসেজ ও দিসনা আমাকে।
-এই শোন না।
-জ্বি বলুন কি বলবেন।
-আমি কিন্তু একটা ছেলে হলেও আমার মনে মনে আমি একটি মেয়ে?
-তার মানে আপনি ও শরিফ - থেকে শরিফা হতে চান নাকি।
-হুমম তুমি চাইলে।
-এই কথা হাসিব শুনার পরে..বেহুশ? এখন হুশ আসলে হাসিবের করণীয় কী?
অনুগল্প : শরিফ_থেকে_শরিফা
কাহিনী ও লেখনিতে : মি_হাসিব
- ছোটদের মজার গল্প
শিক্ষক ক্লাশে এসে এক ছাত্রকে ডাক দিয়ে বললো...😇🫰🏻
শিক্ষক : কিরে নিমাই কেমন আছিস !
ছাত্র : আলহামদুলিল্লাহ ভালো স্যার । আপনি কেমন আছেন!🙂🙂
স্যার : আলহামদুলিল্লাহ ভালো ! তোরে যে পাতা আনতে বলছিলাম নিয়ে আসছিস কি!
ছাত্র : হুম স্যার নিয়া আসছি !😊😊
স্যার : ঠিক আছে রেখে দে ক্লাশ শেষ করে যাওয়ার সময় নিয়ে যাবো!
অপরদিকে আরেক ছাত্র বল্টু শিক্ষক আর মন্টুর কথোপকথন দেখে , শিক্ষক কে জিজ্ঞেস করলো...
বল্টু : স্যার আপনি ওকে নিমাই বলে ডাকেন কেন ! ওর নাম তো নিমাই না ।🥲🥲
শিক্ষক : ও আমাকে প্রতিদিন নিমপাতা এনে দেয় ,তাই আমি ওকে নিমাই বলে ডাকি!🫣🫣
বল্টু : তাহলে কাল থেকে আমি আপনাকে জামা পাতা এনে দেব!🥹🥹
- মজার পোস্ট
শিক্ষক : লেখাপড়া ছাড়া কখনো ডিগ্ৰী লাভ করা যায় না।
বল্টু : আমি আপনার সাথে একমত না স্যার ।
শিক্ষক: কেন ?
বল্টু : স্যার থার্মোমিটার তো লেখাপড়া জানে না।
শিক্ষক : তার সাথে লেখাপড়ার সম্পর্ক কি?
বল্টু: তাও তো ওর ডিগ্ৰী আছে।🤣🤣
😂😂😂🤣🤣🤣🤣