- মজার পোস্ট
বল্টু একদিন একটা মেয়েকে বললো...🥹🫰🏻
বল্টু: আমি আপনাকে প্রপোজ করতে চাচ্ছি!🤧🤧
মেয়েঃ আপনি কি স্টুডেন্ট!
বল্টু : হুম আমি স্টুডেন্ট। প্রপোজ করি!🙂🙂
মেয়েঃ লেখা পড়ার পাশাপাশি আর কিছু করেন!
বল্টু: একটা জব করি। এখন প্রপোজ করি!🫠🫠
মেয়েঃ আপনার বেতন কত!
বল্টু ১৮০০০/ ২০০০০ এর মত। প্রপোজ করবো।😒😒
মেয়েঃ বাড়িতে কে কে আছে!
বল্টু: মা, আমি আর ছোট একটা ভাই। এবার প্রপোজ করি🌝🫶🏻
মেয়েঃ আপনার বাবা নেই!
বল্টু : বাবা দেশের বাইরে থাকে। প্রপোজ করি!😌😌
মেয়েঃ বাবা কোন দেশে থাকে?
বল্টু: ইউরোপ থাকে। মা কলেজের টিচার। ছোট ভাই ইন্টারে পড়ে। এবার তো প্রপোজ করি।🙄🙄
মেয়েঃ আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে চাচ্ছো ওকে জান এখন তুমি আমাকে প্রপোজ করতে পারো!🙈🙈
বল্টু: আমার কোন বোন নেই। আজ তো প্রপোজ ডে তাই আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনাকে আমার বড় বোন বানাতে চাই। প্লিজ আপু আমাকে ফিরিয়ে দিয়েন না প্লিজ।🥺🫶🏻
- মজার স্ট্যাটাস
লুঙ্গি আবিষ্কারের কাহিনীটা কেউ জানেন??
বেশ মজার কাহিনী কিন্তু।
বার্মায় এক রাজা রাজ দরবারে মন্ত্রীদের সাথে বৈঠকে বসেছেন। হঠাৎ তাঁর প্রচন্ড টয়লেট চাপলো। তাই তিনি মন্ত্রীদের ৫ মিনিট অপেক্ষা করার কথা বলে টয়লেটে গেলেন। কিন্তু সমস্যা হল পায়জামার গিট খুলছিলোনা। প্যাচিয়ে গেছে। এমতাবস্থায় পায়জামা খুলতে না পেরে বাধ্য হয়েই পায়জামা পরেই অবস্থায় কাজ সারতে হলো। পায়জামায় মল-মূত্র লেপ্টে থাকায় তিনি বের হতেও পারছিলেন না।
টয়লেটে বসেই মনস্থ করলেন দর্জিকে বলবেন যে এমন একটি পায়জামা বানাতে যাতে করে পায়জামার গিট প্যাচিয়ে গেলেও টয়লেট করতে সমস্যা না হয়।
অতঃপর রাজার ব্যক্তিগত দর্জি অনেক চিন্তা-ভাবনা করে একটি পায়জামার মডেল আবিষ্কার করলেন।
সেই মডেলটি হলো লুঙ্গি। 😂😁😂😁😂
🤣🤣🤣 ফিরোজ_কবি 🤣🤣🤣
- মজার জোকস গল্প
- তোমার মা আছে?
-জ্বে না, মইরা গেছে। আমার জন্মের দুই বছর আগে!
- বলো কি! তুমি কার পেটে হয়েছ?
-আমার আব্বা আমগো বস্তির এক বেটির লগে পিরিতি করেছিলো। হের প্যাডে। আমি তারে চাচি ডাকি।
- সর্বনাশ। তোমার নিজের মা কে চাচি ডাকো! তোমার বাপ বেঁচে আছে?
- নাহ, হেয় মরছে আমার মায়েরও মেলা আগে।
- আশ্চর্য! তাহলে তোমার জন্ম কিভাবে?
- আমার বাপ যে বেটির লগে পিরিতি করেছিলো হে আমার বাপ মরার পর আরেক বেটার লগে গেছিলো ভাইগা। তারে আমি চাচা ডাকি।
- কি আশ্চর্য! তোমার বাবা মা কে তুমি চাচা চাচি কেন ডাকো?।
খালাতো বোনকে বিয়ে করেছি..!
- মজার জোকস স্ট্যাটাস
সে আমাকে স্বামী বলে মানলেও কথায় কথায় ভাইয়া ডাকে।
সেদিন বললাম, আম্মুর থেকে আমার কথা বলে ১ হাজার টাকা আনো!
সে আম্মুকে গিয়ে বলছে, ভাইয়া বলছে ১ হাজার টাকা দিতে!আমাকে ভাইয়া ডাকতে শুনে আম্মু রীতিমতো অবাক!
আমি তাকে হাজার বার বলছি, আমাকে ভাইয়া ডেকো না, লোকে মন্দ বলবে।
প্রতিবার উত্তরে সে বলে, আপনি তো আমার ভাইয়া, ছোটোবেলা থেকে ভাইয়া ডেকেছি, এখন এটা ছাড়তে পারবো না।
রাগ কন্ট্রোল করে চুপ থাকি। অন্যদিকে বউ আমাকে ভাইয়া ডাকে, এটা পুরো মহল্লা জেনে গেছে। বন্ধু মহলও এর থেকে বিকল্প নয়।
সেদিন বউকে নিয়ে শপিং থেকে ফেরার পথে দুটো ছেলে আমাদের দেখে বলতাছে "আহা ভাইবোনের কি ভালোবাসা"! এটা শুনে মেজাজ গরম করে ছেলেটাকে মারতে গেলাম!
বউ আটকিয়ে বলল, রাস্তার ছেলেদের মারতে নেই ভাইয়া! মেজাজ গেল আরো রেগে! দিলাম বউকে ঠাটিয়ে থাপ্পড়।
থাপ্পড় খেয়ে কান্না করতে করতে বউ বলল আমাকে মারলেন কেন ভাইয়া? তারপর আমি জ্ঞান হারালাম। পরের দিন, বউ আমাকে বলে, এখন শরীর কেমন লাগছে ভাইয়া...!!!
- মজার ছোট গল্প
বল্টু আর কেল্টু একদিন টিভিতে খবর দেখতে ছিলো তখন টিভিতে সংবাদ দাতা বললো..🥹🫰🏻
সংবাদদাতা : আজ রাত ৪টায় DU তে আগুন লেগেছে !আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসে ৮ ইউনিট !
তখন বল্টু মন্টুকে বললো...
বল্টু: DU মানে কি রে মল্টু!🙂🙂
মন্টু: Dhaka University এর সংক্ষিপ্ত রূপ হলো DU ।🥲🥲
#কিছু ক্ষুণ পর তারা আরেকটি আগুনের সংবাদ দেখতে পেল! সেখানে সংবাদদাতা বললো...
সংবাদদাতা : আজ ভোর ৬ টায় IU তে আগুন লেগেছে!
বল্টু আবার ও কেল্টুকে জিজ্ঞেস করলো...
বল্টু :এই মন্টু I U মানে কি রে !🫤🫤
মন্টু :আরে বোকা Islamic University এর সংক্ষিপ্ত রূপ হলো I U...!🫣🫣
মন্টুর কথা শুনে বল্টু দাঁত বের করে হাসতেছে...
মন্টু :আরে পাগল তোর আবার কি হলো পাগলের মতো হাসতেছে কেন !🤧🤧
বল্টু: যদি Nasir Uddin National University তে আগুন লাগে , তাহলে সংবাদে সংক্ষপে কি বলবে!🥹🥹