বাঁচতে হলে হাসতে হবে | হাসতে নাকি জানেনা কেউ

  • হাসতে পারলে জীবন সুন্দর

হাসতে পারলে জীবন সুন্দর

 দুই জমজ ভাই ঘরে বসে আছে। 

- একজন হেসেই চলেছে..  😂

- আর আরেক জন উদাস হয়ে বসে আছে!🥺


বাবা এসে বললো,


- কিরে! তুই এত হাসছিস কেন ? 🤨🤔


- ছেলেটা বললোঃ আর বলো না বাবা! এই শীতের মধ্যে মা ভুল করে ওকেই দুইবার গোসল করাইছে। 🤣🤣

  • প্রচুর হাসতে হবে

 বউ: উফ! এতো গরম কেন?  

বর: ইস! আমার বউ টা ঘেমে যাচ্ছে! ভাগ্য ভালো যে আজকে বিয়ের দিন না! তাহলে মেকাপ ধুয়ে পরে যেত!

বউ: কি বললে তুমি? 

বর: আরে পাগলী কিছু না এমনি! 

বউ: ওহ! ভাগ্য ভালো যে কালকে রাতে এমন গরম পরে নি! পড়লে তো ঠিক মতো হাত পা টিপে দিতে পারতে না!

বর: কি বললে এটা তুমি? বর কে অপমান করতে ভালো লাগে?

বউ: বউ কে অপমান করতে বুঝি ভালো লাগে?

বর: আচ্ছা তোমার সাথে আর কথাই বলবো না! সারা দিন রাত একটা না একটা নিয়ে ঝগরা করতে থাকো! যাও তুমি! দূর ছাই আমিই যাই!

বউ: হা হা হা!

দুপুরে রান্না করার পর!

বউ: কই রে খেতে আসো? অনেক বেলা হলো খাবার খেতে হবে তো? 

বর : না খাবো না! তোমার রান্না করা খাবার আর খাবো না!

বউ: আচ্ছা তাহলে থাকো আমি খেয়ে নিলাম!

এই বলে বউ টেবিলে বসে পড়লো!

বউ: আহ! কত মজা হয়েছে গরুর মাংস! ইলিশ মাছ! পোলাও! এমন একটা টেস্ট আগে পাই নাই কখনো! উফ!!

বউ এর এমন খাওয়ার শব্দ শুনে বর দরজার আড়াল থেকে পেট এ হাত দিয়ে খাবারের জন্য ছটফট করছে!

বউ তাকে দেখতে পেয়ে এমন ভাব করে যেন সে না জানি কত কিছু খাচ্ছে!

রাতের বেলাও জিদ করে না খেয়ে শুয়ে পরে!

হঠাৎ গভীর রাতে বর বিছানে থেকে উঠে খেতে চায়! আর টেবিলের কাছে চলে যায়!

সে ফ্রিজ থেকে কোক আর শোকেচ থেকে সুন্দর প্লেট বের করে খাবে বলে সব কিছু ঠিক করে!

সে যেই না খাবার এর টেবিলে গিয়ে খাবার প্লেট উচু করে সে মুহুর্তে সে হতাশ হয়ে মাটিতে পরে যায়!

কারন -

গরুর মাংস পোলাও ইলিশ মাছ এগুলো কিছুই ছিলো না ছিলো শুধু আলু ভর্তা ও ডাল 🤣🤣

সকাল বেলা বউ উঠে ---

বউ: কালকে রাতে গরুর মাংস টা কেমন টেস্ট ছিলো?

বর :: 🥹🥹🥹🥹


গল্প: অনু গল্প! গরুর_মাংস!

কোথায় হাসতে হবে meme

ছেলে হয়েও বলতেছি ভাই বউ এর সাথে পাঙ্গা নিও না🥹


 বউ কাহাকে বলে? বউ এমন একটি কঠিন পদার্থ যাহার কাজ উদাহরণ সহ নিম্নে আলোচনা করা হলো-


রাষ্ট্রপতিঃ আমি দেশ চালাই আর বউ আমারে চালায় !

 .

চেয়ারম্যান: আমার ঘরে আমি মেম্বার বউ আমার চেয়ারম্যান!

 .

কামারঃ আমি লোহা পিডাই আর বউ আমারে পিডায়!

 .

জেলারঃ আমি অপরাধী খাঁচায় ভরি আর বউ আমারে তার খাঁচায় ভরে!

 .

উকিল : সবাই আটকায় আমার প্যাঁচে আর আমি আটকাই বউয়ের প্যাঁচে!

 .

ডাক্তারঃ রোগী শুনে আমার কথা আর আমি শুনি বউয়ের কথা!

 .

জেলেঃ আমার জালে মাছ আটকায় আর আমি আটকাই বউয়ের জালে!

 .

পুলিশঃ মানুষ আমাকে ভয় পায় আর আমি বউকে!

 .

মুচিঃ আমি জুতা মেরামত করি আর বৌ আমাকে!

 .

শিক্ষকঃ স্কুলে আমি লেকচার দেই, আর ঘরে বৌ এর লেকচার শুনি!

 .

অফিসারঃ আমি অফিসের বস, আর ঘরের চাকর!

 .

বিচারকঃ কোর্টে আমি ফয়সালা করি, আর ঘরে বউ আমার ফয়সালা করে!

 .

এটাই হচ্ছে সেই বউয়ের কর্মকাণ্ড! যাহারা এই বউ নামক কঠিন পদার্থের ফাঁদে পড়িছেন তাহারই বুঝিছেন ইহা কি জিনিস। অাতএব- ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না!...


-ব‌উ


বাছাইকৃত সেরা মজার গল্প পড়ুন।