ছেলেকে নিয়ে মায়ের স্ট্যাটাস | মায়ের ভালোবাসার গল্প

  • মায়ের ভালোবাসা

মায়ের ভালোবাসা

৬ বছর পর প্রবাস থেকে বাড়ি ফিরলাম।মাকে দেখে রীতিমতো হতভম্ব!এ কি অবস্থার হয়েছে মায়ের! 


চুল প্রায় সবগুলোই সাদা হয়ে গেছে।সামনের দুইটা দাঁত পড়ে গেছে।মায়ের কাধে হাত রেখে বিস্মিত হয়ে বললাম 


" মা,তুমি তো বুড়ি হয়ে গেছো! "


মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো " সবসময় কি আর একই থাকবো? এবার তোর বিয়েটা দিলে শান্তি "


" বিয়ে তো আমি করেছি,বিদেশি মেমবউ,হাহাহা "


কথাটা বলে হাসলাম।মা ও হাসছে।তাকে আগের মতোই সুন্দর দেখাচ্ছে।মা যখন হাসে দেখতে কী যে অপূর্ব লাগে! মাতৃ সৌন্দর্য বোধহয় চিরকাল থাকে। 


গল্প-মাতৃ_সৌন্দর্য

লেখক-জয়ন্ত_কুমার_জয়

  • মেয়েকে নিয়ে মায়ের স্ট্যাটাস

মায়ের সাথে ঝগড়া করে বান্ধবীর বাসায় এসছি।উদ্দেশ্য একটাই,ওর ভাইকে ঝাড়ি দেওয়া।বান্ধবী আমায় দেখে বললো " তুই হঠাৎ! "


বললাম " তোর ভাই কোথায়? "


" ও তো কলেজে "


" আসবে কখন? "


" কখন আসবে কে জানে! "


" ওহ আচ্ছা "


" রেগে আছিস কেন?বাড়িতে আবার বিয়ের সম্বন্ধ আনছে নাকি? "


" হ্যা,রোজ রোজ এক কাহিনী আর ভালোলাগছে না "


" এইজন্য মহারাণীর এতো রাগ!ঘরে গিয়ে বস,আমি একটু বাজারে যাচ্ছি "


বান্ধবীর ঘরে গিয়ে বসলাম।মাথা প্রচন্ড গরম,অপেক্ষায় আছি কখন ওর ভাই আসবে,ইচ্ছে মতো ঝাড়ি দিবো।ঘন্টাখানেক পর ওর ভাই ফিরলো।ডাকলাম,


" এই বান্দর,এদিকে আয় "


বান্ধবীর ভাই হকচকিয়ে তাকালো আমার দিকে।চোখ বড় বড় করে বললো 


" আপনি হঠাৎ! "


" এখানে আসতে বললাম না? "


ওর ভাই বোকা বোকা মুখ নিয়ে কাছে আসলো।মারলাম ঝাড়ি 


" সারাক্ষণ কলেজে কি? পড়াশোনা নাই? এতো আড্ডা কিসের? বান্দরনীর ভাই বান্দর কোথাকার,যা ভাগ চোখের সামনে থেকে "


" পড়ালেখার জন্যই তো কলেজে গেছি,শুধু শুধু বকা দিচ্ছেন কেনো? "


" চুপ,আবার মুখে মুখে তর্ক করিস?আর একটা কথা বললে মা"র খাবি।বান্দররর "


আমার ঝাড়ি খেয়ে ও মিটমিট করে হাসে।এখন মাথা ঠাণ্ডা!বাসায় ফিরে আসার পথে ওকে দোকান থেকে চকলেট আর ঝালমুড়ি কিনে দিই।চকলেট হাতে নিয়ে ও প্রতিবার বলে 


" আবার কবে ঝাড়ি দিতে আসবেন? "


হেসে বলি " রাগ উঠুক,তখন আসবো "


ছেলেটা প্রতিত্তোরে বলে " আমায় একটু রাগানোর সুযোগ দেওয়া যায় না? "


আমি শুনেও না শোনার ভান করে চলে আসি।ছেলেটা ভ্যাবলার মতো তাকিয়ে থাকে।থাকুক,তাতে আমার কি?এতো সহজে ধরা দিচ্ছি না ছোট্ট বান্দর। 


গল্প-ধরা

লেখক-জয়ন্ত_কুমার_জয় 

  • মায়ের ভালোবাসার স্ট্যাটাস

মায়ের সাথে স্ত্রীর তীব্র দ্বন্দ্ব,ঝগড়া।কেউ কারো সাথে কথা বলেনা।একে অপরের জাত শত্রু।একে অপরকে সহ্য করতে পারেনা! 


রোজ অফিস থেকে ফিরলে একবার মা,একবার স্ত্রী একে অপরকে নিয়ে কান ভারী করে।তাদের এমন ব্যবহারে আমি অতিষ্ট।


এমনি এক রাতে বাড়ি ফিরে দেখলাম স্ত্রী তীব্র জ্বরে কাতরাচ্ছে।মাকে ডেকে জানালাম স্ত্রী অসুস্থ।মা শুনে দ্রুত একটা বালতিতে জল ভরে গামছা নিয়ে হাজির।গামছা ভিজিয়ে স্ত্রীর শরীর মুছে দিচ্ছে,কপালে জলপট্টি দিচ্ছে।


জ্বরের ঘোরে স্ত্রী বিড়বিড় করে "মা,মা! " বলে ডাকছে।মা জলপট্টি দিচ্ছে আর বলছে " এইতো মা, আমি তো এখানেই, তোমার সাথেই বসে আছি "।স্ত্রী মায়ের কোলে মাথা রাখলো।মা অর্ধেক রাত অব্ধি স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দিলো।


আমি হতভম্ব হয়ে দেখছিলাম ওদের কান্ড।কোনো এক অদৃশ্য মায়া যেন দুজন দু'জনার প্রতি এক সমুদ্র মায়া জাগিয়ে তুললো।


তারপর থেকে তাদের আর কখনো মনমালিন্য হতে দেখিনি।স্ত্রী সবসময় মা মা করে।দুজনে বসে লুডু খেলে,ইউটিউব দেখে নতুন নতুন রান্না শেখে।মায়ের জাত,এদের ঘৃণা করতেও সময় লাগেনা,আবার ভালোবাসতেও সময় লাগেনা।কি অদ্ভুত এরা! 


গল্প-শ্বাশুড়ি_বউমা

লেখক-জয়ন্ত_কুমার_জয়

  • মায়ের ভালোবাসা স্ট্যাটাস

৮ বৎসরের বাচ্চাটার মা মা/ রা গিয়েছিল। পরে তার বাবা আর একটা বিয়ে করল।একদিন বাচ্চাটার বাবা তাকে জিজ্ঞেস করল...


বাবা, বলতো তোমার নতুন মা এবং পুরাতন মায়ের মধ্যে পার্থক্য কি?

বাচ্চাটি বলল, আমার নতুন মা সত্যবাদী, আর পুরাতন মা মিথ্যাবাদী ছিল।


বাবা তার ছেলের কথা শুনে চমকে গেল এবং বলল কেন বাবা...?? তোমার যেই মা

তোমাকে জন্ম দিল সে মিথ্যা বাদী, আর যে কয়েক দিন হল আসলো সে সত্যবাদী হয়ে গেল?

বাচ্চাটি বলল... আমি যখন সারাদিন খুব দুষ্টামি

করতাম, তখন আমার মা আমাকে বলত তুই যদি এমন

দুষ্টামি করতে থাকিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব।


তারপর সারাদিন যখন আমাকে খুজে না পেতো, তখন

সারা গ্রাম খুজে আমাকে ধরে এনে নিজের পাশে বসিয়ে নিজ হাতে খায়িয়ে দিতো। 


আর আমার নতুন মা বলে তুই যদি এমন দুষ্টামি করিস তাহলে তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিব।

সত্যি সত্যি আজ তিন দিন যাবত

আমাকে কোন খাবার দেয়া হয় নি।


-মা_সবার_প্রিয়

নিজের মায়ের মত মা, পৃথিবীতে

কেউ হতে পারে না............. ❤️


মন ছুঁয়ে যাওয়া অসাধারন গল্প পড়ুন।