- স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক
স্বামীর ব্যবসায় লস যাচ্ছে।আমার সঙ্গে খারাপ ব্যবহার,রাগারাগি না করলেও বুঝতে পারি ভেতরে ভেতরে ও খুব চিন্তায় থাকে।
নিজেকে এখন আগের থেকে পরিপাটি করে রাখতে শুরু করলাম।নেট থেকে নতুন নতুন রান্না শিখে রাঁধি।ও অফিস থেকে ফিরলে আরো বেশি বেশি যত্ন করতে লাগলাম।
যতোই হোক পুরুষের মন!যতোই মন খারাপ,বাজে সময় কাটুক,সহধর্মিণীকে পরিপাটি দেখলে,যত্ন পেলে স্বাভাবিক হয়ে যায়।
আমার ক্ষেত্রেও তার বেতিক্রম হলো না।রাতে ঘুমানোর সময় স্বামীর মাথা আমার কোলে রাখি, চুলে হাত বুলিয়ে দিই।মাথা টিপে দিই।
একরাতে স্বামী বললো " তুমি এখন আমায় আর রাগাও না কেনো?জেদ ও করো না! "
" তোমার ব্যবসা ঠিকে চলে আসুক,তখন আবার জালাবো "
" কি করে বুঝো আমার মানষিক অবস্থা?যখনি খারাপ সময় যায় তুমি মায়ের মতো স্নেহ করো,মায়ের একটা রুপ তোমার মাঝে খুঁজে পাই "
" মাকে দেখেছি,বাবার খারাপ সময়ে জেদ,অভিমান,রাগ সব জলাঞ্জলি দিতো।মায়ের মতো হওয়ার চেষ্টা করি,জানিনা কতটুকু পারছি "
" এ জীবনে কোন পূণ্য করে তোমায় পেলাম বলো তো? "
" ইশশ,কি যে বলো! আমার ভাগ্য তোমার মতো ভালো স্বামী পেয়েছি "
গল্প-সংসার
লেখক-জয়ন্ত_কুমার_জয়
- স্বামী স্ত্রী ভালোবাসা
বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামী রাস্তা এগিয়ে দিতে চাইলেন।বললাম " প্রয়োজন নেই।সারাজীবন তো একাই থাকবো।এখন থেকেই অভ্যাস করে নিই "
প্রাক্তন স্বামীর মুখ বিষণ্ণ হয়ে গেলো।৪ বছরের মেয়েটা আমার কোলে।হাঁটছি এমন সময় সে তোতলিয়ে বলে উঠলো
" বাবা আতবে না?বাবা তুমি আতো না কেনো? "
বললাম " তোর বাবা আর আসবে না।তোর বাবা,মা দু'জনই এখন আমি "
মেয়ে কোনো কথাই শুনলো না।বল বাহুল্য ও ওর বাবাকে ভিষণ ভালোবাসে।ওর কান্না দেখে প্রাক্তন স্বামী পিছু ডাকলো।তাকালাম না।উনি দৌড়ে আমার সামনে এসে দাঁড়ালেন,লাল চোখ,চোখে জল।আমায় বিস্মিত করে দিয়ে বললেন
" আমার জন্য না হোক,মেয়েটার জন্য আমায় আর একবার সুযোগ দেওয়া যায় না?এতদিন বুঝিনি,এখন মনে হচ্ছে তোমাদের ছাড়া থাকা সম্ভব না "
ওনাকে ডিভোর্স দেওয়ার এক পাহাড় সমান অভিযোগ হঠাৎ ওনার একটি কথায় গলে জল হয়ে গেলো।আমি কাঁদছি,কিছুক্ষণ আগে কথাটা বললে এতো বড় সিদ্ধান্ত নিতে হতো না।
গল্প-সময়_ফুরিয়ে_গেছে
লেখক-জয়ন্ত_কুমার_জয়
- স্বামী স্ত্রীর ভালোবাসা
মোহিত স্বরে স্বামীকে বললাম " ও গো,শুনো না! "
স্বামী হকচকিয়ে " কি হলো! "
" লুঙ্গিতে তোমায় কি যে সুন্দর লাগে!খুব মানায়,রাজপুত্র লাগে "
স্বামী ভ্যাবাচ্যাকা খেয়ে গেল।লুঙ্গিতে সুন্দর লাগে কথাটা তার হজম করতে সময় লাগছে।বললাম
" সত্যি বলছি,লুঙ্গি তোমায় অসম্ভব সুন্দর মানিয়ে যায়,চোখ ফেরাতেই পারিনা "
লজ্জায় স্বামী কেঁচোর মতো আঁকাবাকা হয়ে বললো " ধুর,কি যে বলো না তুমি।এখন থেকে সবসময় তাহলে লুঙ্গিই পড়বো "
" সত্যি!তুমি সত্যি বলছো? আমার বিশ্বাস হচ্ছে না! "
স্বামী জ"ড়িয়ে ধরে বললো " তোমার ভালোলাগার সবকিছু করতে রাজি।বোকা মেয়ে,ভালোবাসি "
মনে মনে হাসলাম।জিন্স প্যান্ট ধোঁয়া খুব কষ্টের,চালাকি করে জিন্স পড়া বাদ দেওয়ালাম আর আমায় বলে কিনা বোকা মেয়ে! নিজে যে হাদারাম সেদিকে কোনো খেয়াল নাই।বউয়ের বুদ্ধির কাছে স্বামী জাত সর্বদা মাথা নীচু করে ছিলো,ভবিষ্যতেও থাকবে।
গল্প-কাজ_বাঁচানো
লেখক-জয়ন্ত_কুমার_জয়
- স্বামী স্ত্রীর আদর ভালোবাসা
মা ভিষণ অসুস্থ।সংসার ফেলে যেতেও পারছি না।স্বামীকে রান্না করে খাওয়াবে কে!অনেক কাজ!
বাবার কল এলো " তোমার মা তোমায় দেখতে চাচ্ছে "
" সংসারে কেউ নেই বাবা।শ্বাশুড়ি মা ও বয়স্ক, রান্না করলে অসুস্থ হয়ে পড়বেন।তোমার জামাইয়ের খাবারের সমস্যা হবে যে! "
" আচ্ছা তাহলে থাক "
ফোন কাটলাম।বিছানায় শুয়ে কাঁদছি।শ্বাশুড়ি মা দরজায় দাঁড়িয়ে বললেন " বউমা,তুমি বরং বাড়ি যাও।অসুস্থ মা,ওনার সেবা প্রয়োজন।খোকার জন্য আমি রান্না করবো,সমস্যা হবে না "
চোখের জল মুছলাম।কিছু " শ্বাশুড়ি মা " এভাবেই "মা" হয়ে ওঠেন।
গল্প-মা_হয়ে_ওঠা
লেখক-জয়ন্ত_কুমার_জয়
- স্বামী স্ত্রীর কষ্টের স্ট্যাটাস
স্ত্রী ভয়ে ভয়ে বললো " শুনো,বাবা ভিষণ অসুস্থ।একটু দেখে আসি? "
স্বামী কঠিন স্বরে বললো " ওনার বয়স হইছে,অসুস্থ হওয়াটাই স্বাভাবিক।এখন তোমার কোথাও যাওয়া যাবে না "
" বাবা অসুস্থ, অথচ আমি দেখতে যাবো না? "
" ধূর,এক কথা নিয়ে প্যানপ্যান বন্ধ করো।অফিস থেকে ফিরছি,খেতে দাও "
স্ত্রী চোখের জল মুছে বললো " ভুলে যেও না তোমার ও একটাই মেয়ে।শেষ বয়সে অসুস্থ হলে মেয়েকে যখন শ্বশুর বাড়ি থেকে আসতে দিবে না তখন বুঝবে অসুস্থ বাবা তার মেয়েকে না দেখার আর্তনাত কতটা কষ্টকর।আমি নাহয় বাবাকে না দেখার কষ্ট সহ্য করে নিবো,কিন্তু তোমার মেয়ে তোমাকে না দেখার কষ্ট সহ্য করতে পারবে তো? "
কথাটা বলে স্ত্রী রান্নাঘরে গিয়ে প্লেটে করে ভাত আনলো।ভাত টেবিলে রাখতেই স্বামী দুঃখীত স্বরে বললো
" চলো,তোমার বাবাকে দেখতে যাবো।তোমাকে রেখে আসবো,কিছুদিন বাবার সাথে থেকে আসিও "
গল্প-বিবেক_জাগরণ
লেখক-জয়ন্ত_কুমার_জয়