- ভালোবাসার গল্প
ভালোবাসা কি?
যে মানুষ টার সাথে কথা বললে আপনি শান্তিবোধ করবেন! মন শান্ত হবে! স্নিগ্ধ, শান্ত,নিরাপদ, আরামদায়ক, উষ্ণ,এক অনুভূতি হবে আপনার!
আপনার আপনি,টাকে তার কাছে লুকানোর কোনো চেষ্টা করবেন না! পারফেক্ট সাজার ভান করবেন না! আপনার শক্তি আপনার দুর্বলতা সবই সে জানেন! আপনার দোষ লুকানোর চেষ্টা করবেন না! মিথ্যা কথা বলে তার সামনে ভালো সাজতে যাবেন না!তার সামনে হীনমন্যতায় ভুগবেন না!💝💝
আপনি যেমনি হন,সে আপনারই থাকবে! আপনি ভুল করলে বুঝিয়ে বলবে, তবুও ছেড়ে যাবে না!❤️❤️
সেই মানুষটি হলো আপনার ভালোবাসা🥰💞💞
💞 প্রিয়তম আপনিও আমার শান্তির কারন হইয়েন💞
কাউকে ভালোবাসলে _ ঝগড়া না করে থাকা যায় _ কথা বলেও থাকা যায় _ দেখা না করেও থাকা যায় _ কিন্তু তাকে না ভেবে কখনো থাকা যায় না 🥰🌸🌸🖤🤍🖤
- ভালোবাসার কষ্টের স্ট্যাটাস
তোমার হারানো স্মৃতি আমাকে এখনো কাঁদায়,
কেন চলে গেলে আমাকে ছেড়ে,
তোমাকে ভুলে যাবার অনেক চেষ্টা করেছি,
কিন্তু তোমাকে ভুলতে পারি নাই... I miss u
যাকে ভালােবাসার স্বাদ আছে,
তাকে পাওয়ার সাধ্য নেই।
আবার,যাকে পাওয়ার সাধ্য আছে,
তাকে ভালোবাসার স্বাদ নেই।
খুব অদ্ভুত এই পৃথিবীর নিয়ম!
গল্পের প্রথম পাতায় লেখা ছিলো
কখনো ছেড়ে যাবে না........ আর
গল্পের শেষ পাতায় লেখা ছিল
🥀💔ভালো থেকো!! 🥀💔
আর কখনো যোগাযোগ করো না 💔
- নিঃস্বার্থ ভালোবাসা উক্তি
কষ্ট পেলেই কি
ভালােবাসা হারিয়ে যায়?
কখনোই না!
যে ভালােবাসতে জানে,
সে হাজার কষ্টের মধ্যেও
ভালোবাসতে পারে!
- ভালোবাসার ছন্দ কষ্টের স্ট্যাটাস
ভালােবাসা পাওয়ার ভাগ্য সবার থাকে না
হয়তাে আমার ভাগ্য নেই-তবে বেশি
কষ্ট কি জানো-তােমাকে এতটাই বেশি
ভালােবেসেছি যা তুমি আজও
বুঝলে না..💔😓
- ভালোবাসার কষ্টের ছন্দ
সবচেয়ে বড় বেইমান
হলাে মন।
নিজের বুকের মধ্যে
থাকে
আর অন্যের জন্য কাঁদে
- কষ্টের কিছু কথা ভালোবাসার
ভালাে থাকার জন্য
গাড়ি, বাড়ি টাকা পয়সা
এসব কিচ্ছু লাগেনা...
মনের মতো একজন
জীবনসঙ্গী হলেই যথেষ্ট!
- একতরফা ভালোবাসা নিয়ে উক্তি
আমি খুব ভয়ে থাকি,আমার প্রতিটা অক্ষর,
প্রতিটা বর্ণ,প্রতিটা শব্দ
এক একটা ভাষা
যেনো প্রার্থনা না করে অভিশপ্তের,
আমি খুব ভয়ে থাকি
একটি বিকেল যেনো সামনে না দাঁড়ায়,
সন্ধ্যা যেনো প্রার্থনা না করে,
রাত যেনো অভিশপ্ত না হয়,
আমি প্রার্থনায় থাকি
সে যেন সবার চেয়ে সুখেই থাকে,
আমি খুব ভয়ে থাকি
কখন একটি নির্ঘুম রাত
সামনে গিয়ে দাঁড়ায়,
যে আমাকে প্রেম শিখালো
জ্যোঃস্না রাতে ফুলের বনে,
সে যেন আজ সুখেই থাকে
সে যেন আজ রাণীর মতো
ব্যক্তিগত রাজ্যপাটে
পা ছড়িয়ে সবার কাছে
বসতে পারে,
কেউ না যেন প্রশ্ন তুলে
বলতে পারে মনের কথা
চোখের তারায়
হাত ঈশারায়
ঐ যে দেখো দুঃখী প্রেমিক
যাচ্ছে পুড়ে রোদের ভিতর
ভিক্ষে দিলে ভিক্ষে নিবে,
ছিন্ন বাসে শীর্ণ দেহে
যাচ্ছে পুড়ে রোদের ভিতর,
কিন্তু শোন প্রজাবৃন্দ
দুঃসময়ে তপ্ত রোদে
সেই তো ছিলো
বুকের কাছে হৃদয়ের মাঝে,
অভিমানে হলেও
সেই ছিলো
আজকে তারে দেখলে শুধু
ইচ্ছে করে,
চোখের পাতায় অধর রাখি
যে আমাকে প্রেম শিখালো
প্রেম শিখিয়ে চিনিয়েছিলো
দুষ্টু গ্রহ অরুণ অরুন্ধতী
বৃষ্টি ভেজা চুতুর্দশী
জোৎস্না রাতের উজ্জ্বলতা
ভোরের বকুল শুভ্রমালা
নগর নাগর ভদ্র ইতর
রাজার বাড়ি
সেই তো আবার অভিমানে ভুল বুঝে বুঝিয়েছিল
যাও গো চলে আমায় ছেড়ে
সে যেন আজ সুখেই থাকে
নিজের দেহে আগুন জ্বেলে
ভেবে ছিলাম
নিখাদ সোনা হবোই আমি
সেই বিকেলের টুকরো স্মৃতি
রাখবো ধরে সবার মতো
হৃদয় বীণার মোহন তারে
ভুলেই গেলাম
যখন তুমি আমায় ডেকে
বললে শুধু
পথের এখন অনেক বাকি
স্বপ্নের কিছু ভালো প্রহর কাটালাম
যাও গো হৃদয়
বাস্তবতায়
যাও গো চলে বহুদূরে
কন্ঠে আমার অনেক তৃষ্ণা
যাও গো চলে আপন পথে, থাকবো আমি অপেক্ষাতেই,
এই না বলেই
হাসলো শুধু করুণ ঠোঁট
নিঃশব্দে ছিলাম আমি
প্রশ্ন ছিলো বহু তবে
রাখিনি আমি তোমার তরে
শুধুই আমি হেসে ছিলাম
বলেছিলাম সে তবে
সুখেই থাকবে,
বাজলো দূরে শঙ্খ নিনাদ,
কাঁদলো আমার বুকের পাথর
কাঁদলো দূরে হাজার তারা
একলা থাকার গভীর রাতে
একলা জাগার তিন প্রহরে
তাই তো বলি সবার কাছে
যে আমাকে সুখ দিলো
সে যেন আজ সবার চেয়ে
সুখেই থাকে....
যে আমাকে
প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিলো
সে যেন আজ সবার চেয়ে
সুখেই থাকে
সে যেন আজ সবার চেয়ে
সুখেই থাকে...
___ ইয়াছিন আরাফাত হৃদয়