ইসলামিক স্বামী স্ত্রীর ভালোবাসার গল্প ২০২৪

 ইসলামিক স্ট্যাটাস

ইসলামিক স্ট্যাটাস

_সুন্দরী মেয়ে বিয়ে করতে সম্পদ লাগে...!🚗🏘️

_আর দ্বীনদার মেয়ে বিয়ে করতে ভাগ্য লাগে... ! 🤦‍♂️❤️‍🩹

প্রতিটা মেয়ের সব পাওয়ার মধ্যে সবচাইতে বড় পাওয়া হলো। দায়িত্ববান একজন স্বামী💘

.

যে তাকে শাসনও করবে,, আবার আদরও করবে

.

যে অভিমানও করবে ঠিক-ই,,, কিন্তু বেশিক্ষণ থাকতে পারবেনা,

.

যে ঝগড়াও করবে,, আবার বুকেও টেনে নিবে,💟

.

যে কাঁদাবে ঠিক-ই,,, কিন্তু এক ফোঁটা চোখের জল মাটিতে পড়তে দিবেনা

.

খাওয়ার সময় যে বলবে দুটো প্লেট কেন,,,আমি তোমাকে খাইয়ে দিবো

.

যে কখনও তাকে অবিশ্বাস করবেনা,,, বিশ্বাসের চাদরে জড়িয়ে রাখবে সবসময়,,💟

.

যে সবসময় তাকে বুকে আঁগলে রাখবে,, যে বুকে শুধু তার-ই বসবাস হবে💟

.

যে কখনও তাকে মিথ্যা বলে ঠকাবেনা♥️

.

যে সবসময় তার পাশে ছায়ার মত লেগে থাকবে💟

.

যে কখনও তাকে হারানোর ভয় দেখাবেনা সবসময় খেয়াল রাখবে,,,♥️

.

যে তাকে এতটাই ভালোবাসবে, যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটা ম-রে যায়💟

আল্লাহ যেনো সব মেয়েদের কপালে দায়িত্ববান একজন স্বামী রাখেন...!

 ইসলামিক উক্তি

(৩০৷ সেকেন্ড সময় নিয়ে পড়ুন) 

"এক যুবতি মেয়ে একজন আলেম কে প্রশ্ন করলো"


মেয়ে : সৌন্দর্য যদি লুকিয়েই রাখতে হবে,

তবে কেন নারীকে স্রষ্টা এতো সৌন্দর্য দিলেন ?

আলেম : মামনি বলছি। আগে বলো, তোমার হাতে কী ? আর এরকম কচ্ছপের মতো হাটছো কেন?

মেয়ে : এগুলো ডিম। জোরে হাটলে

ভেঙ্গে যাবে তো, তাই।

আলেম : ভাঙলে অসুবিধা কী ? ডিম ভেঙ্গেই তো খেতে হবে।

মেয়ে : কী যে বলেন ভেঙ্গে গেলে তো স-র্ব-না-শ।

ডিম যাবে, রাস্তাও ন-ষ্ট হবে। কেউ আবার তাতে পিছলে পড়ে আমাকে গালি দেবে।

আলেম : তার মানে, তুমি কি ডিম ভেঙ্গে খেতে চাও না?

মেয়ে : খেতে হলে আমি এই রাস্তায় ভাঙবো কেন! বাসায় নেয়ার পর আম্মুকে দিবো।আম্মু রান্নার সময় ভেঙ্গে রান্না করবেন।

আলেম : দেখো মামনি সামান্য একটা ডিম ভাঙ্গার জন্য নির্দিষ্ট স্থান এবং পাত্র আছে। সবাই তা জানে। অথচ সৃষ্টিজগতের শ্রেষ্ঠ জাতি নারীর সৌন্দর্য যেথায় সেথায় প্রদর্শন করবে !!

নির্দিষ্ট স্থান এবং পাত্র থাকবে না। সেটা কি যুক্তিযুক্ত হল? ?


--"শোনো মেয়ে নারীদেরও সৌন্দর্য প্রদর্শনের জন্য, নির্দিষ্ট স্থান ও পাত্র আছে। সেখানেই সৌন্দর্য প্রদর্শন করো, অন্য কোথাও না। এখানে নারীর সৌন্দর্য প্রদর্শনের স্থান হল ঘর। আর নারীদের সৌন্দর্য দেখার একমাত্র অধিকার তার স্বামীর।আর অন্য কারো সে অধিকার নাই।"


'ইসলাম নারীর জন্য পর্দা ফরজ করে'

দিয়েছে। ঘরের বাহিরে যেতে হলে অবশ্যই পর্দা করতে হবে তোমার সৌন্দর্য যেন অন্য কেউ না দেখে। তুমি তোমার সৌন্দর্য যেখানে সেখানে প্রদর্শন করতে পারবেনা। আর যাকে তাকে তোমার সৌন্দর্য দেখাতে পারবেনা। 


"অতএব,তুমি সৌন্দর্য প্রদর্শন করবে তোমার স্বামীর জন্য তাও নির্দিষ্ট স্থানে। অন্য কোথাও না।"

 আল্লাহ তাআলা সকল কে বুঝার তাওফিক দান করুন।

"আমিন।"


বি: দ্র - "বাড়ির দরজা জানালায় দামি দামি পর্দা লাগিয়ে কি লাভ,

যদি স্ত্রী/মেয়েরা বাড়ির বাহিরে বেপর্দায় চলাফেরা করে! কথা গুলো কেমন লেগেছে অবশ্যই বলে যাবেন। আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে 💙


""""

গল্প-নারীর_পর্দা

----------

ইসলামিক পোস্ট

শিক্ষনীয় পোস্ট 

পোস্ট ছোট হতে পারে কিন্তু অনেক কিছু শেখার আছে।


স্বামীর সঙ্গে তর্ক হলে মুখে মুখে কথা বলো না। তাকে ছোট কিংবা তাচ্ছিল্য করে কথা বলো না। স্বামীকে নিজ বাবা বাড়ির কারোর তুলনায় ছোট হিসেবে উপস্থাপন করো না। যেই স্বামীর ঘর করছো তার সঙ্গে তর্ক করে কিংবা তাকে কষ্ট দিয়ে সুখ পাবে কি? মনে রাখবে তোমার ব্যবহারে স্বামীর মায়া ভালোবাসা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে পারে। যার ঘরে থাকছো, যার কামাই খাচ্ছো, সেই তার সঙ্গেই তর্ক করা মানায় না। অনেক স্ত্রী স্বামীর সব অবদান অস্বীকার করে ফেলে! স্বামীর কষ্ট কিংবা কোরবানী বুঝতে চায় না। শুধু নিজে পাওয়ার হিসেবটাই করে থাকে। সামান্যতে স্বামীকে যা তা বলে অপমান করে আর মনে করে স্বামী থেকে বড় শত্রু কেউ নাই। তাই ব্যবহারটাও শত্রুর মতোই হয়ে থাকে। স্বামীর পরাজয়ে তৃপ্তির ঢেঁকুর তুলো না, কারণ এই পরাজয় স্বামীর নয় বরং তোমার জীবনের ভালোবাসা ও শখ আহ্লাদের পরাজয়। জবান হেফাজত করো। তোমার কথায় স্বামী প্রচন্ড কষ্ট পাচ্ছে জেনেও তাকে ঘায়েল করতে একের পর এক উপহাস আর অভিযোগ দিয়ে কথা বলেই যাচ্ছো— জানো কী! এই মুহূর্তে আল্লাহ তোমার ওপর খুশি নাকি বেজার? রহমতের ফেরেশতারা তোমার থেকে দূরে সরে আছে। গজবের ফেরেশতারা তোমার ওপর লানতের বদদোয়া করছে! আল্লাহকে ভয় করো বোনেরা আমার! নিজেদের সংশোধন করা উচিত। স্বামীর সংসারে তুমিও সুখদুঃখের সমান ভাগিদার৷ পাইনি পাইনি বলে সবসময় হাহুতাশ করো না, আল্লাহ বেজার হবেন। যারা শুধু পাওয়া না পাওয়ার হিসেবে করে সংসারে অশান্তি বাড়ায় তারা কোনোদিন সুখী হতে পারে না।


হে আল্লাহ সকল বোনদের সঠিক বুঝ দান করো,,আমিন🤲


|সমাপ্ত|


ইসলামিক সেরা কিছু গল্প পড়ুন।