- মজার স্ট্যাটাস
-ঠোঁট গুলা ফেটে গেছে কেনো বউমা তোমার?
-আপনার ছেলের জন্যে।
-মানে।
-আপনার ছেলে এই ঠোঁট ছারা কিচ্ছু বুঝেনা, সব সময় এই ঠোটেইইই..
'কথাটি শেষ হবার আগেই হাসিব তার বউয়ের মুখটী চেপে ধরে ' অন্য দিক থেকে ছোট বোনটা বইলা উঠে
১৩ বছরের কচি মাইয়া গো বিয়ে করলে এমনি হবে।
"এখন আপনারা কন এই বউ নিয়া কি করমু"
মি_হাসিব
- মজার ফেসবুক স্ট্যাটাস
" কাবিন ২০ লাখ লিখুন "
প্রেমিকার কথায় হকচকিয়ে বললাম " এতো টাকা কেন? "
" যেন ছেড়ে চলে যেতে ভয় পাও,সেজন্য "
" তাই বলে এতো? "
" কোথায় এতো? ২৫ লাখ লিখলে মন্দ হতো না "
সামনে বসে থাকা লোকটা ভ্রু কুঁচকে বললো " কত লিখবো?২০ লাখ? "
বললাম " ২০ হাজার লিখুন "
প্রেমিকা ক্ষুব্ধ হয়ে বললো " কিহ? মাত্র ২০ হাজার? "
ভাবলেশহীন দৃষ্টি নিয়ে বললাম " আর একটা কথা বললে ২০ টাকা রাখবো।বাসর তো আগেই করেছি।এই কাবিনে ইচ্ছে হলে বিয়ে করো নইলে নাই "
প্রেমিকার মুখ প্যাচার মতো হয়ে গেলো।বউ হাতে রাখার এটাই মোক্ষম অ"স্ত্র।
গল্প কার্যসিদ্ধ
লেখক জয়ন্ত_কুমার_জয়
- মজার জোকস
নতুন নতুন বিয়ে করলে বউ এর সাথে সবারই রোমান্স করতে একটু বেশীই মন চায়।
আমি ও তাই করতেছিলাম।
বিয়ে করছি ১ সপ্তাহ হইছে, গতকাল শশুর বাড়ীতে গেছি।
তিন দিন শশুর বাড়ী থাকতে হবে, গতকাল সারারাত শালা শালীরা প্রচুন্ড বিরক্ত করছে, ঘুমাতেই দেয়নি।
একটু পর পরই শালী এসে দরজায় নক করে বলে দুলাভাই চা খাবেন? বার্গার খাবেন? এই খাবেন সেই খাবেন, বলে আমার মাথা টা খারাপ করে দিয়েছিলো,
এদিকে শালা বাবু আমার পাশে বসে তার খৎনার কাহিনী শোনাচ্ছ।
কোন স্টাইলে কান্না করছে,কেমনে হাটা চলা করছে,কেমনে ঘুমাইছে, আর কি কি করছে,একেবারে
A টু Z পর্যন্ত বলছে।
রাত সাড়ে তিনটা বাজিয়ে ফেলছে।
ওই দিকে আমার উনি আরামছে লম্বা একটা ঘুম দিছেন, মাইনকার চিপায় আমারে রেখে।
না পাড়তাছি কিছু বলতে না পাড়তাছি সহ্য করতে।
যাক ৩ টা ৪৭ মিনিটে শালাবাবুর কাহিনী বলা শেষ হইছে
শালারে রুমে থেকে বের করে দরজা বন্ধ করে ঘুমাতে গেছি,
ঘুমটা আসতেই বউ ডাকা ডাকি শুরু করে দিছে,
সকাল ৮ টা বেজে গেছে, অনেক জোরাজোরি করে ও আরেকটু সময় ঘুমাতে পারিনি,।
১০ টার সময় না কি আমার চাচা শশুর এর বাসায় নাস্তা করতে হবে মেহমানদারী করতে হবে তাই এখনই ঘুম থেকে উঠতে হবে।
কি আর করা ঘুম ঘুম চোখে উঠলাম, গোসল করতে যাবো বউ বাতরুম দেখিয়ে দিলো, এর ভিতরে হঠাৎ মাথায় শয়তানী বুদ্ধি ডুকে গেলো,
ইচ্ছে করে লুঙ্গি বাহিরে রে রাথরুমের ভিতরে ডুকে গেছি।
তারপর বউ কে ডেকে বললাম লুঙ্গি টা দাও, বউ বলে দাঁড়াও দিচ্ছি, আমি মনের আনন্দে গোসল শেষ করে বউ এর জন্য অপেক্ষা করতাছি কখন লুঙ্গি নিয়ে আসবে।
শয়তানী বুদ্ধি টা হলো, যখন বউ লুঙ্গি নিয়ে আসবে তখন বউ কে টেনে ভিতরে ডুকিয়ে কয়েকটা কিস টিস দিমু আর কি🙈🙈🙈
আবার বউ কে ডাক দিলাম কোথায় গেলা লুঙ্গি টা দিয়ে যাও, বলে বাথরুমের দরজা খুলে হাত বাড়িয়ে রাখছি।
বউ বলে দিচ্ছি, এত পর বউ লুঙ্গি নিয়ে আসলো,
আমার হাতে লুঙ্গি দিতেই বউ এর মুখ না দেখে আমি বউ এর হাত ধরে ফেলছি।
হাত ধরে টানাটানি বউ টানে বাহিরের দিকে আমি টানি ভিতরের দিকে,
পুরুষ মানুষ তো তাই বউ টানাটানি করে পারেনি,
টেনে হেঁচড়ে ভিতরে ডুকিয়ে দরজা বন্ধ করতে যাবো
তখন জোরে ওমা গোওওওওওওওও বলে চিৎকার মারছি।
শশুড় বাড়ীর সব বাথরুমের সামনে জড়ো হয়ে গেছে,
হইছে কি বউ লুঙ্গি দিতে দেরী হচ্ছে বলে শাশুড়ী নিজেই লুঙ্গি দিতে চলে আসছিলো😷
বউ মনে করে আমি এই কামটা করে ফেলছি,🥺🥺
শাশুড়ী হাসতে হাসতে বাতরুম থেকে বের হয়েছে
আমি তারাতাড়ি বাথরুমের দরজা বন্ধ করে ভিতরে বসে আছি।
সব ঘটনা শাশুড়ী সবাইকে বলতেই হাসাহাসির প্রতিযোগিতা শুরু হয়ে গেলো,
শালা শালী হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাচ্ছে
এই দিকে আমি বেচারা লজ্জায় আর বাতরুম থেকে বের হতে পারছি না🥺🥺🥺🥺
কি কামডা করলাম,আর কখনো এমন রোমান্স করার চিন্তা ও করবো না আমি🥺
কিছুক্ষণ পর বাহির থেকে বউ ডাকতাছে সবাই চলে গেছে বের হয়ে আসো।
আমি বাথরুম থেকে বের হয়ে লুকিয়ে লুকিয়ে রুমে ডুকে সেই যে দরজা বন্ধ করছি, এখনো খুলি নাই।
রুমেই বসেই এই পোস্ট টা করছি।😷🥺🥺
শাড়ি পরিহিত বউকে নিয়ে একটি অনুষ্ঠানে এসেছি। হঠাৎ আমার চোখে পড়লো অনেকেই আমার বউয়ের শাড়ির নিচের দিকে বারবার তাকাচ্ছে। অর্থাৎ পায়ের গোড়ালির দিকে।
ভাবলাম বউয়ের যেই না আকর্ষণীয় পদযুগল,তাকাতেই পারে। তার মধ্যে কিছুদিন আগে তার জন্মদিনে সুন্দর একজোড়া পায়েল উপহার দিয়েছি। তাই হয়তো পা ও পায়েল দেখে তারা এক ঢিলে দুই পাখি মারছে।
একটু পরেই এক বন্ধু নামধারী শত্রু এসে কানে কানে ফিসফিসিয়ে কটাক্ষ করে বলল,
তুই নিজে এক জোকার। বউকে বানিয়ে আনছিস আরেক জোকার। এটা সার্কাস নাকি? হ্যাঁ? সবাই হাসাহাসি করছে তোর বউকে দেখে। দ্রুত খেয়ে ভাগ বলছি। তোর জন্য আমরাও বিব্রত হচ্ছি।
তার কথা শুনে আমার দুকান ঝাঁঝাঁ করে উঠলো। কর্ণকুহরে যেন ও উত্তপ্ত সীসা ঢেলে দিলো। চট করেই বউয়ের পায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করলাম। হায়! আমার চক্ষু চড়কগাছ। সে শাড়ির সাথে তার জগিং করার কেডস পরে এসেছে। কি অদ্ভূত কাণ্ড! দ্রুত খেয়ে বাসায় চলে এলাম তাকে নিয়ে।
সে নাকি কান্না শুরু করলো চলে এলাম বলে। আমি এক ধমকে তাকে থামিয়ে দিলাম।
বললাম,
শাড়ির সাথে কেউ এমন স্যান্ডেল পরে? ফালতু মেয়েলোক!
সে আহ্লাদী কন্ঠে বলল,
আমি আর কোন স্যাণ্ডেল খুঁজে পাচ্ছি নাতো।
তাহলে আমাকে বলতে? তুমি কিনতে? তুমিওতো মাস শেষে ভালো সেলারি পাও? হাসির পাত্র নিজেও হলে আমাকেও বানালে।
আমার কড়া মেজাজেও বউ হেসে কুটিকুটি হচ্ছে আর বলছে,
আমার টাইম মেলে জুতা কেনার? আর এটাতো এখন ট্রেন্ডি। সেলিব্রিটিরাতো বিয়ে বলো, পার্টি বলো, এভাবেই শাড়ির সঙ্গে কেডস পরে যায়।
আমি রে*গে আগুন। তেজী গলায় বললাম,
তাদের সব মানায়। কিন্তু তোমাকে আমাকে সব মানায় না। কেবল জোয়ারে গা ভাসালে হয়না। তোমার বদ স্বভাবের জন্যই আজ আমি অপমানিত হলাম। কথায় আছে না একজনের পাপে দশপজনকে ধরে। আজ আমার সেই দশা হলো। কি বিচ্ছিরি বিষয়!উফস! আলসেমি করে করে সবসময় দরকারের জিনিসপত্র কেননা তুমি। জোড়াতালি দিয়ে সবকিছু কাবার দেয়ার একটা অপচেষ্টা করার বাজে হেবিট তোমার মাঝে বিদ্যমান।
তবুও সে বোবা হাসি হেসেই যাচ্ছে। এই এক আজব চিজ। যতকিছুই বলি,বউ আমার ক্ষেপে যায়না। উত্তেজিত হয় না। বরাবরই শান্ত দিঘির জল থাকে। মূলত আমার বউ চাইলেও রাগতে পারে না প্রিয়জনদের উপরে।
পরিশেষে অনুধাবন করলাম,
এটাও তার একটা বড় স্বভাব। যে স্বভাব অনেক বেশী মহৎ ও প্রশান্তির।
বউকে রোমাঞ্চিত হাসি দিয়ে বললাম,
আমার রিকুয়েষ্টে একটা স্বভাব করতে পারবা। স্পেশালি রাতের জন্য?
বউ মিটিমিটি হেসে বলল,
হ্যাঁ পারবো মে বি।
ওরেহ! আমার খুশী দেখে কে। বউকে কোলে তুলেই দুগাল ভিজিয়ে দিলাম।বউ বিরক্ত না হয়ে আবেশে দুচোখ বুঁজে ফেলল।
🙋♀️🫂
-স্বভাব -অনুগল্প
কলমে -রেহানা_পুতুল