- ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস
ছেলেটির শেষ কথা ছিলো.... তোমাকে ছাড়া ভালোই থাকবো..😓❤
ছেলেটির লা**শ টাও ভালো আছে হয়তো আজো....!😶💔
মেয়েটি বলেছিলো আর রাত জাগবো না কখনও তোমার জন্যে...।😞💑
এখনও মেয়েটি রোজ সকালে কনসিলার দিয়ে চোখের নিচের কালি লুকায়...।😪🥀
মেয়েটা বলেছিলো , ভুলতে পারবে আমায়.....?🤗🙂
ফিকে হাসিতে এলোমেলো চুলের ছেলেটি জবাব দিয়েছিলো, কোনো ব্যাপার না..🙂😄
ছেলেটি আজ মানসিক হাসপাতালে...। হয়তো ভুলার চেষ্টা সফল হয়নি তার..।💔🥀
- ভালোবাসার অনুভূতি
বয়স ২২ কি ২৩, তখনিই বিয়ে দিয়ে দিলো বাড়ি থেকে....।😐
প্রেমিকের কথা বাসায় বলায় বাবা বলেছিলো,
আমার সম্মান আগে নাকি তোমার প্রেম...?😡🖤
বাবার সম্মান রাখতে মেয়েটা এখনও আকাশের দিকে তাকিয়ে বলে, ক্ষমা করে দিয়ো ভালোবাসা....।😭❤
আর কখনো সিগারেট খাবো না বলে প্রমিজ করা ছেলেটির বুক ভরা নি-কো-টি-নে-র ধোঁয়া, ক্যা/ন্সা//র ধরা পরেছে বলে ডাক্তার খুব করে বারন করেছে সিগারেট খেতে....😏🚬
ছেলেটি বলে, সে কথা রাখেনি, অন্য কারো হয়ে গেছে, আমিও কথা রাখবো না...😅😶
কেউ ভালো থাকে না রে ভাই....😔😔
- সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস
বিশ্বাস কর....
যারা মন থেকে সত্যিই ভালোবাসে তারা ভালোবাসা হারিয়ে কখনও ভালো থাকে না.😓💔
সব সামলে নেওয়া যায়,
বুকের বাম দিকের চিনচিনে ব্যা-থা টা সামলানো যায় না কখনো... 😖😓
হারিয়ে যাওয়া মানুষ গুলো খুব করে চায় একটা সুযোগ ফিরে আসার, পাবে না জেনেও চায়, আর ক-ষ্ট জমায়...😞😶
সবার সামলে নেওয়ার ক্ষমতা থাকে না,
কেউ ধীরে ধীরে শেষ হয়,কেউ বা তারাতারি.... 😥😑
কিন্তু আত্মার মৃ*-*ত্যু তো একসাথেই হয়.....💔🥀
"""
- সখি ভালোবাসা কারে কয়
--উফফ ব্যথা লাগে।
--ব্যথা লাগার জন্যেই তো ধরছি। বল আরো মেসেঞ্জারে অন্য ছেলের সঙ্গে কথা বলবি তুই...?
--হ্যা বলবো একশবার বলবো তাতে তোর কি শুনি।
--তুই কেনো বুজিসনা আমি তোকে ভালোবাসি। তোর সঙ্গে ঘর বাধতে চাই।
--হাত ছার বলতেছি হাসিব। আমি তোকে ভালোবাসিনা। আমার boyfriend আছে। ওকেই আমি বিয়ে করবো।
হাসিব : আচল তুই শুধুমাত্র আমার।
আচল : তুই হস আমার মামাতো ভাই, কেউ মামাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কে যায়।
হাসিব : কেউ যায় কিনা আমি জানিনা। কিন্তু আমরা যবো?
আচল : এটা কখনোই সম্ভব না।
হাসিব : সম্ভব সম্ভব সম্ভব?
"হাসিবের এমন পাগলামি দেখে আচল কশে একটি থাপ্পড় মেরে বলতে থাকে।
আচল : ঠাসসসস! ঠাসসস! তোকে বলছিনা আমি ভালোবাসিনা। তোর চেহারা কখনো আয়নায় দেখেছিস। যতোসব ফাউল ছেলে কোথাকার একটুও শান্তিতে থাকতে দিচ্ছেনা।
"এই থাপ্পড় খেয়ে হাসিব গালে হাত দিয়ে সেইদিন আচলদের বাড়ি থেকে সোজা নিজের বাসায় চলে যায়। আর ভাবতে থাকে আসলেই তো এখানে আচলের কোন দোশ নেই সব দোশ আমার। আমি জোর করে ভালোবাসা চেষ্টা করতেছি "
"এর পরে ৫টি বছর কেটে গিয়েছে হাসিব আর কখনো আচলের সামনে যায়নি,
আজ অফিস থেকে বাসায় ফিরে দেখে একটি মেয়ে বোরকা পরে সোপায় বসে আছে। তো হাসিব পাত্তা না দিয়ে সোজা রুমে চলে আসে।
--রুমে আসা মাত্রই দেখতে পায় অগোছালো রুমটা কে জানি সুন্দর করে গুছিয়ে রেখেছে। যা দেখতে বেশ সুন্দর লাগতেছে।
___এর পরে সিন চলে রাতে___
"হাসিব খাওয়া দাওয়ার পরে বাসার সাদে গিয়ে একটি সিগারেট ধরিয়ে খাইচ্ছিলো এমন মুহূর্তে পিছন থেকে কেউ একজন বলে উঠে"
--তুমি সিগারেট ও খাও নাকি।
"পিছনে তাকিয় দেখে সেই বোরকা পরা মেয়েটি"
হাসিব : হুমমম সিগারেট খাই। না খাইলে ঘুমেই আসেনা।
--আজ থেকে আর খাবেনা।
হাসিব : হাহহাহাহ কেনো খাবোনা শুনি একটু।
--কারন সিগারেট খাইলে মানুষের ক্যান্সার হয়। আমি চাইনা আপনার এমন হোক।
হাসিব : আচ্ছা আপনি কে চিনলাম না। আগে পরিচয় দিনতো আপনার দয়া করে।
--আমাকে চিনোনাই আমি হলাম আচল।
হাসিব : ওহহহ তুমি। কি অবস্থা তোমার।
আচল : আলহামদুলিল্লাহ্ ভালো তোমার কি অবস্থা।
হাসিব : আলহামদুলিল্লাহ্ ভালো। হঠাৎ কি মনে করে আমাদের বাসায়।
আচল : কেনো আসতে পারিনা আমি।
হাসিব : হুমমম পারো। আচ্ছা ভালো থেকো আমি ঘুমাতে যাবো এখন?
আচল : একটু কথা বলি না।
হাসিব : সময় নেই।
"ঠিক এমন মুহূর্তে আচল বলে উঠে "
আচল : বিয়ে করবা হাসিব তুমি আমাকে।
হাসিব : হাহহা হাহাহা তুমি দেখি খুব সুন্দর নাটক করতে পারো আচল।
আচল : নাটক না সত্যি বলতেছি।
হাসিব : আমি দেখতে কালো, তোমার তো সুন্দর চেহারার ছেলে পছন্দ? তা ছারা আমরা মামাতো ভাই বোন সম্পর্কে।
আচল : কথা কি ফিরিয়ে দিচ্ছো নাকি।
হাসিব : যেটা মনে হয় তোমার। আচ্ছা boyfriend ছেরে গেছে নাকি তোমাকে।
আচল : আমার কোন boyfriend নেই।
হাসিব : সেই দিনতো বললে। তোমার boyfriend আছে তাকেই বিয়ে করবা।
আচল : আসলে আমি তখন সব কিছু মিথ্যা বলছিলাম হাসিব তোমাকে।
হাসিব : কেনো কেনো।
আচল : আমি চাইতাম তুমি আগে প্রতিষ্টিত হয়েনাও। তার পরে আমরা বিয়ে করবো। কারন এখন বিয়ে বা সম্পর্কে গেলে তোমার পরাশুনা হতোনা।
হাসিব : ওহহ ভালো।
আচল : হুমমম. আজ আমি তোমাকে প্রপোজ করতেছি হাসিব I love you 💘
হাসিব : I heat you আচল? আমি তোমাকে আর ভালোবাসিনা। কারন আমি এখন অন্য একটি মেয়েকে ভালোবাসি। আর ওকেই বিয়ে করবো।
আচল : কে সেই মেয়ে।
হাসিব : সে হচ্ছে আমার বেষ্ট ফ্রেন্ড অধরা। তুমি যখন আমাকে রিজেক্ট করছো তখন আমি ওকে সব কিছু খুলে বলি। ঠিক সেই মুহূর্তে সে আমাকে প্রপোজ করে পরবর্তীতে আমি অনেক ভাবার পরে রাজি হই। এর পরে থেকে আমাদের সম্পর্ক। আর কি বললে সম্পর্কে থাকলে পরাশুনা বা প্রতিষ্টিত হওয়া যায়না। অবশ্যই যায়, এর জন্যে চেষ্টা থাকতে হয়।
আচল : তার মানে তুমি ওকেই বিয়ে করবা।
হাসিব : শূন্য পকেটে যে নারী পাশে থাকে প্রতিষ্টিত হওয়ার পরেও সেই নারীই পাশে থাকার অধিকার রাখে। হুমম অবশ্যই তাকে আমি বিয়ে করবো। ভালো থাকিও আল্লাহ্ হাফেজ।
"কথাটি বলেই হাসিব সাদ থেকে নেমে যায়"
"সময় থাকতে মুল্য দিতে হয়। হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায়না "
অনু_গল্প:সুন্দর_ভালোবাসা
- দূর থেকে ভালোবাসার স্ট্যাটাস
-নীল শারি , ঠোঁট হালকা লিপিস্টিক এবং কপালে লাল টিপ দিয়ে আসিও কাল।
-টাকা নেই এইসব কেনার।
-আরে আমি বিকাশে টাকা পাঠাই দিচ্চি তুমি কিনে নিও এই সব।
-এই সবের কী দরকার ছিলো রাব্বি।
-আমার একটি মাত্র girlfriend তার জন্যে করবোনা তবে কার জন্যে করবো শুনি।
-তবুও।
-আরে বাদ দাওনা এইসব জান।
-আচ্ছা বাদ দিলাম।
-কী করো জান আমার।
-তোমার কথাই ভাবতেছি' কবে যে তোমাকে বউ হিসেবে কাছে পাবো।
-যখন বিয়ে করবা তখনি কাছে পাইবা।
-হুমম' এই জানো তোমার কথা আপুকে বলছি। এখন আপনার বাসায় জানালেই বিয়েটা হবে।
-তাই।
-হ্যা
-শোন এখন রান্না করবো বিকালে কথা হবে জান।
-এই শোন তোমার নাম্বারে ২ হাজার টাকা পাঠাই দিতেছি সময় করে কিনে নিও সব কিছ।
-এই থাকনা এই সব প্লিজজ।
-আবার কথা বলে।
-আচ্ছা জান রাখলাম আল্লাহ্ হাফেজ।
-আল্লাহ হাফেজ।
'তো দুপুর বেলায় ছেলেটি তার girlfriend কে বিকাশে ২ হাজার টাকা পাঠাই দেয়' সেই টাকা পেয়ে মেয়েটি একটি নীল শারি , লাল টিপ এবং একটি হালকা গোলাপি রংঙ্গের লিপিস্টিক কিনে নেয়।
'পরের দিন সুন্দর ভাবে সেজে গুজে মেয়েটা তার boyfriend এর সঙ্গে দেখা করতে যায়' গিয়ে অপেক্ষা করতে থাকে কখন তার boyfriend আসবে। এই ভাবে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরে তার boyfriend আর আসেনা। ফোনটিও বন্ধ করে রেখেছে।
'তাই রাগে অভিমানে মেয়েটি সেখানে থেকে চলে যায়,
'এর পরে বাসায় এসেও বেশ কয়েকবার ফোন দেয়, কিন্তু ফোনটি বন্ধই দেখায়' এভাবে একদিন দুইদিন দেখতে দেখতে এক মাস বছর কেটে যায় তার কোন পাত্তা পায়না মেয়েটি। একটি সময় ভেবে নেয় সে হয়তো নতুন কাউকে জীবন সঙ্গে হিসেবে বেছে নিয়েছে। তাই যোগাযোগ বন্ধ করে দিয়েছে।
"আজ ৩ বছর পরে হটাৎ সেই ছেলেটির সঙ্গে মেয়েটির দেখা হয় যায় একটি হাসপাতালে। মেয়েটি দেখতে পায় তার প্রিয় মানুষটি উইল চেয়ারে বসে আছে।
'মেয়েটি কাছে গিয়ে জিঙ্গেস করে'
-আমার সঙ্গে কেনো এমন করলে তুমি।
'কথাটি শুনেই ছেলেটি তাকিয়ে দেখে তার সেই girlfriend যার সঙ্গে দেখা করতে চেয়ে আর দেখা করেনি।
-তোমাকে ভালো লাগেনি তাই এমন করছি।
-আমাকে বলতে পারতে ভালো লাগেনি। আমি নিজেই সরে আসতাম তোমার জীবন থেকে।
-মন চায়নি তাই বলিনাই।
-ওহ! কিন্তু উইল চেয়ারে বসে আছো কেনো।
-আমার দুটি পা নেই এইজন্যে।
-দেখছো আল্লাহ্ সবার বিছার করে। তুমি আমাকে ঠগাইছো আল্লাহ্ তোমার সঠিক বিছার করেছে।
-হ্যা।
-আসলেই তোমাদের মতো ছেলেদের জন্যে ভালোবাসা নামক জিনিসটাই নষ্ট হয়ে যাচ্ছে।
-জানি! এখন আমার চোখের সামনে থেকে চলে যাও তোমার মুখ আমি দেখতে চাইনা।
-হ্যা যাচ্ছি! ভালো থাকিও।
'কথাটি বলেই মেয়েটি সেখানে থেকে হন হন করে চলে যায় , ঠিক সেই সময় ছেলেটির বোন তাকে জিঙ্গেস করে।
-ভাইয়া তুমি এই মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় এক্সিডেন্ট করে দুটি পা হারালে আবার তাকেই মিথ্যা বললে।
-আরে পাগলি আমি চাইনা সে আমার জীবনে আসুক। একটি প্রতিবন্ধির সঙ্গে থাকুক। আমি চাই সুখে থাকুক ভালো থাকুক। আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে আমার জন্য সব করতে পারে। এখন বল আমি তার ভালোর জন্যে এতটুকু মিথ্যা বলতে পারিনা।
-কিন্তু তুমি তো তাকে অনেক ভালোবাসো।
-হুমমম ভালোবাসি।
-তাহলে দুরে সরে দিচ্ছো।
-তার সুখের জন্যেই এমনটি করলাম।
"আহা সত্যি ভালোবাসা কতো সুন্দর। মানুষ ভালোবাসা সম্মান, মর্যাদা রাখতে কতো কিছুই না করে। প্রিয় মানুষটির সুখের জন্যে কখনো কখনো নিজর সুখটাই ত্যাগ করে।
অনুগল্প:তাকে_এখনো_ভালোবাসি
কাহিনী ও লেখনিতে : শূন্য_চিঠি