না পাওয়ার গল্প | তোমাকে না পাওয়ার যন্ত্রনা

 না পাওয়া ভালোবাসার কষ্টের গল্প

না পাওয়া ভালোবাসার কষ্টের গল্প

''বহুবছর পর তার সাথে হর্ঠাৎ করে এইভাবে ভরা বিকেলেবেলা নির্জন পার্কে দেখা হবে সেটা হয়তো ভাবতে পারি নি আমি'!!তাকে দেখেই বুকের বাম পাশে বুক চিন চিনে ব্যাথা শুরু হয়ে গেল আমায়!!স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি আমি!!আর শুভ্র আমার দিকে এগিয়ে আসছে!!আমি শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে!!পড়নে তার ব্লাক রঙের পাঞ্জাবি!!বরাবরের মতোই চুলগুলো এলেমেলো!!এই ছেলেটা বরাবরই এলোমেলো ভাবে চুল কেন রাখে জানি না আমি!!খুব একটা কথা না বারিয়ে চুপচাপ চলে যেতে নিলাম আমি তার সামনে থেকে'!!এমন সময় হর্ঠাৎ করে চিরচেনা আওয়াজ ভেসে আসলো কানে!!সে বলে উঠল আমায়........


--------"রোজা......


"তার মুখে নিজের নাম শুনে অভিমানি দৃষ্টিতে শুধু তাকালাম তার দিকে!!আমার এমন চাহনী দেখে বলে উঠল শুভ্রঃ


----------"বসবে একটু!!


---------"এখন বসে কি করবো!!


--------"তেমন কিছু নয়!!একটু কথা বলতাম!!


"ভিতর থেকে মনতো বলছে!!বসি একটু দু দন্ড কথা বলি তার সাথে কিন্তু কোথাও এক সংকোচ বোধ হচ্ছে',কোথাও এক কিন্তু নামক শব্দ এসে মাথায় বন বন করছে'!!আর আজ থেকে পাঁচবছর আগে বলা লাগতো না পাশে বসতে,হাত ধরতে আসলেই দূরত্ব বেড়ে গেছে অনেক'!!সময় সত্যি অনেকটা পরিবর্তন করে দিয়েছে'!!"প্রিয়" মানুষগুলো আজ কতো না অচেনা হয়ে গেছে!!আমার ভাবনার মাঝেই শুভ্র বলে উঠলঃ


---------"কি হলো.....


"ওর কথা শুনে হালকা হাসলাম আমি'!!তারপর গিয়ে বসে পরলাম সামনে থাকা বেঞ্জটায়!!শুভ্র আর কিছু না বলে কিছুটা দূরত্ব নিয়ে বসে পরল আমার পাশে!!নেমে আসলো কিছুক্ষণের নীরবতা!!হর্ঠাৎই শুভ্র বলে উঠলঃ


---------"কেমন আছো!! 


--------"যেমন তুমি রেখেছো আমায়!!(নীরব ভাবে)


--------"খুব অভিমান করেছো বুঝি আমার উপর.....


---------"না সেই অধিকার আছে বুঝি আমার!!যাক গে বাদ দেও তুমি কেমন আছো বলো??


---------"এই তো চলছে বেশ'!!


---------"শুনেছি বিয়ে করবে নাকি.....


---------"হুম পরিবার খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য!!


--------"সে তো দিবেই আর কতো একা থাকবে......


---------"একা কোথায় এখনো তো পুরনো স্মৃতিগুলো আছে আমার সাথে......


---------"শুধু স্মৃতি নিয়ে কি আর জীবন চলবে'!!


---------"আমার তো চলছে'!!তা তুমি কি করে জানলে আমি বিয়ে করছি....


---------"জেনেছি কোথাও তুমি নাই বা জানলে.....


---------"তা খবর কি বলো শশুড় বাড়ির সবার সাথে মানিয়ে নিয়েছো তো.....


--------"হুম সময় অনেকটা বদলে দিয়েছে আমায়'!!


---------"তা তো দেখতেই পারছি.....


"শুভ্রের কথা শুনে অবাক হলাম আমি!!মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলোঃ


--------"মানে.....


--------"ওই যে তোমার চোখে আজ কাজল নেই,,ঠোঁটে গাড়ো করে দেওয়া লিপস্টিক নেই....মুখে খুব একটা সাঁজ নেই!!


"শুভ্রের কথা শুনে হাসলাম আমি!!তারপর বলে উঠলামঃ


--------"এখন আর ওসবের সময় কোথায়!!আর এখন আর সাজগোছ ভালো লাগে না'!!


--------"ওহ'!!তবে তোমায় কিন্তু আজো খুব সুন্দর লাগছে এই শুভ্র রঙের শাড়িতে'!!শুধু মুখের সাজের সাথে কিছুটা বেমানান তবে খারাপ লাগছে না'!!


---------"ওহ'!!(মুচকি হেঁসে আনমনে)


--------"এখনও রাগ আছে আমার ওপর......


"হালকা হাসলাম শুভ্রের কথা শুনে তারপর বলে উঠলামঃ


---------"তোমার উপর কোনো রাগ নেই আমার যেটা আছে সেটা হলো অভিমান'!!কিন্তু আমি জানি আজ এই অভিমানের কোনো মূল্য নেই.....


---------"আমি কি করতাম বলো.....


--------"চাইলে অনেক কিছুই করা যেত'!!তুমি করো নি......


---------"তোমার বাবা যে মেনে নিতো না আমাদের.......


---------"বলে ছিলাম তো পালিয়ে যাই......


---------"পালিয়ে গেলেই কি খুব সুখী হতে,পরিবার ছেড়ে কি আমরা সুখী হতাম আর তখন পালানোর কোনো সিচুয়েশনই ছিলো না'!!


---------"তুমি চাইলেই সবটা মেনেজ করতে পারতে শুভ্র.......


----------"চাইলেই কি সব করা যায়'!!


----------"তোমার ইচ্ছে ছিল না হয়তো'!!যাগ গে বাদ দেও যা হওয়ার হয়ে গেছে'!!তোমার চাকরি হয়েছে.....


----------"হুম!!তবে কথা কি জানো'!!যখন তোমার জন্য চাকরির প্রয়োজন ছিল তখন চাকরি হলো না'!!আর আজ আমার চাকরি আছে কিন্তু তুমি নেই!!


----------"কি হবে পুরনো কথা ভেবে'!!আমি তোমার ভাগ্যে ছিলাম না'!!আর না তুমি আমার ভাগ্যে ছিলে'!!আর তুমি চাইলে হয়তো আমরা আজ একসাথেই থাকতাম'!!কিন্তু তুমি চাও নি তাই এমনটা হয়েছে.....


----------"তুমি আজও আমায় দোষী ভাবো......


"শুভ্রের কথার কোনো জবাব দিলাম না আমি'!!

"আবারো দুজনের মাঝখানে চলে এলো কুটকুটে নীরবতা'!!

.

.

.

.

🌼

"কিছুক্ষনের মধ্যেই নেমে আসলো সন্ধ্যা হওয়ার প্রতিচ্ছবি'!!চারিদিকে ধীরে ধীরে অন্ধকার হতে লাগলো'! সূর্য্যি মামাও ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো'!!এমন সময় রোজার তিন বছরের মেয়ে মাইশা এসে বললোঃ


---------"মাম্মি বাসায় যাবে না'!!


"নিজেদের নীরবতার মাঝখানে হর্ঠাৎই মাইশার ডাক শুনে উঠে দাঁড়ালাম আমি'!!তারপর শুভ্রকে বলে উঠলামঃ


----------"এবার আমায় যেতে হবে'!!


----------"হুম ভালো থেকো'!!


---------"তুমিও ভালো থেকো'!!


"এতটুকু বলে রোজা তার মেয়ের হাত ধরে চলে আসতে লাগলো'!!আর পিছনে শুভ্র দাঁড়িয়ে থেকে শুরু দীর্ঘশ্বাস ফেললো'!!যাকে নিয়ে ভেবে ছিল সারাজীবন এক সাথে বাঁচবে'!!আজকে তাকে বলা লাগলো "ভালো থেকো''!!সত্যি বলতে জীবনটা সত্যি ভারি অদ্ভুত'!!


_________________________


"আর এদিকে রোজা'!!মেয়ের হাত ধরেই আনমনে হাঁটছে'!!ইচ্ছে তো করছে দৌড়ে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরি'!!কিন্তু সেটা আর সম্ভব নয়'!!চোখের কোনে এসে বাঁধলো দু-ফোটা পানি'!!এই ভালোবাসার জন্য কতই না মার খেয়েছে বাবার কাছে রোজা'!!কতোবার বিয়ে আটকানোর চেষ্টা'!!কিন্তু শেষ রক্ষা আর হলো না'!!শুধু মাএ শুভ্র প্রতিষ্ঠিত ছিলো না বলে'!!কিন্তু সে শুভ্রকে বলেছিল পালিয়ে যেতে কিন্তু শুভ্র রাজি হয়নি'!!


"যাকে নিয়ে হাজারো স্বপ্ন বেঁধে ছিল মনে'!!আজ তাকে ছেড়ে অন্য কারো সংসার করতে হচ্ছে তাকে'!!এমনটা নয় যে রোজা অসুখী'!!তারপর ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারো সাথে থাকা খুবই কষ্টের এসব ভেবে দীর্ঘশ্বাস ফেললো রোজা'!!সবই হলো জীবন নামের ভারি গল্পের কিছু "বিচ্ছেদের_অভিমান" হওয়ার কাহিনী....🥀🥀


~ সমাপ্ত.....🌹🌹

!

!

!

!

!

-বিচ্ছেদের_অভিমান🌹

-Writer:---TanjiL_Mim🌹

-অনুগল্প🌹


মন ছুঁয়ে যাওয়া গল্প পড়ুন।